প্রথম শ্রেনীর ইট পরীক্ষা করণ | Construction Process 1

প্রথম শ্রেনীর ইট পরীক্ষা করণ আজেকর ক্লাসের বিষয়। প্রথম শ্রেনীর ইট পরীক্ষাকরণ ক্লাসটি কন্সট্রাকশন প্রসেস কোর্সের অংশ। কন্সট্রাকশন প্রসেস কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলোজির অংশ।

 

প্রথম শ্রেনীর ইট পরীক্ষা করণ

 

ইঁটইট বা ইষ্টক (ইংরেজি: Brick) ইমারত তৈরির একটি অতি আবশ্যকীয় ও মৌলিক উপাদান বিশেষ। মাটিকে আয়তঘনক আকারের ছাঁচে ঢেলে ভিজিয়ে কাঁচা ইঁট তৈরি হয়, তারপর এক রোদে শুকানো হয়। কাঁচা ইঁটকে আগুনে পোড়ালে পাকা ইঁট তৈরি হয়। বহু প্রাচীনকাল থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে রোদে শুকানো বা আগুনে পোড়ানো ইট ব্যবহৃত হয়ে আসছে।

 

 

যদিও ইট পাথরের মত দীর্ঘস্থায়ী এবং মজবুত নয়; তারপরও সহজলভ্যতা, অল্প খরচ এবং স্বল্প ওজনের জন্য এর জনপ্রিয়তা এবং ব্যবহার সর্বাধিক। ইঁট বানানোর সময় কিছু ইঁট বেশি পুড়ে যায় ও কেকের মত ফুলে উঠে এক ফোপা শক্ত কালচে খয়েরী আঁকা-বাঁকা আকৃতির ইঁট তৈরি করে, যাকে বলে ঝামা বা ঝামা ইট। ঝামা শক্ত ও এবড়ো থেবড়ো বলে ঘষামাজার কাজে ব্যবহৃত হয়।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

১।উৎকৃষ্ট মানের ইট বা প্রথম শ্রেণীর ইট আকারে সুষম্। এর তলগুলো সমান,কিনার ও কোণগুলো সুক্ষ্ণ এবং পাশগুলো সমান্তরাল।

২। এগুলোর বাংলাদেশী মানসম্মত পরিমাপ (240X112X70) মিমি থেকে একটু কম-বেশি হতে পারে।

৩। উৎকৃষ্ট ইট সাধারণত গাঢ় লাল বা তাম্র বর্ণের হয়ে থাকে।

৪। উৎকৃষ্ট ইটের কাঠিন্য এমন যে এতে নঁখ বা ছুড়ি দিয়ে আঁচর কাটা যায় না। হাতুরি দ্বারা আঘাত করলে ঝনঝন শব্দ হয়।

৫। ইংরেজি টি অক্ষরের ন্যায় স্থাপন করে ১.৫ হতে ১.৭ মিটার উঁচু হতে শক্ত মাটির উপড় ছেড়ে দিলে এ ধরণের ইট ভাঙ্গে না।

৬।এ ইট ভাংলে ভগ্ন তলে কোন রুপ চিড়,চুনের কণা বা বুদবুদ দৃষ্ট হয় না্।

৭। ইট প্রধানত চাপ পীড়ন বহন করে এবং উৎকৃষ্ট ইটের বিচুর্ণন শক্তি ৪০০-৭০০ টন/বর্গমিটার।

৮।এ ধরণের ইটের প্রতিটির ওজন প্রায় ৩.১২৫ কেজি এবং প্রতি ঘনমিটার এর ওজন ১৮৯২ কেজি এর কম নয়।

৯। উৎকৃষ্ট ইটের পানি বিশোষন এর শুষ্ক অবস্থায় ওজনের ১/৫ অংশ থেকে ১/৭ অংশ এর অধিক নয়।

১০।উৎকৃষ্ট ইট পানিতে ভিজালে আয়তনে খুবই নগন্য পরিবর্তন হয় বা একবারেই পরিবর্তন হয় না।

 

প্রথম শ্রেনীর ইট পরীক্ষা

 

প্রথম শ্রেনীর ইট পরীক্ষা করণ নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুন :

Leave a Comment