আজকে আমাদের আলোচনার বিষয় – সকেট, প্লাগ ও সিলিং রোজ যা অধ্যায়-২১ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
সকেট : সকেট হচ্ছে বৈদ্যুতিক ওয়্যারিং লাইনে ব্যবহৃত এমন ধরনের সরঞ্জাম যার মধ্যে সর্বদা বৈদ্যুতিক সংযোগ থাকে। বহনযোগ্য (Portable) বৈদ্যুতিক আসবাবপত্র ও যন্ত্রপাতি যেমন হিটার, ওভেন, রেডিও টিভি, ফ্রিজ, টেবিল ফ্যান, টেবিল ল্যাম্প, প্যাডেস্টাল ফ্যান ও বৈদ্যুতিক এসিতে কারেন্ট সরবরাহ করার জন্য সকেট ব্যবহার করা হয়।
Table of Contents
সকেট, প্লাগ ও সিলিং রোজ
প্লাগ
বহনযোগ্য (Portable) বৈদ্যুতিক আসবাবপত্র ও যন্ত্রপাতি যেমন হিটার, ড্রিল মেশিন, ফ্যান, টিভি, রেভিও, ফ্রিজ, টেবিল ল্যাম্প, বৈদ্যুতিক ইস্ত্রি প্রভৃতিতে ফাইনাল সাব-সার্কিট হতে সকেট আউট লেটের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য এর প্রয়োজনীয়তা দেখা দেয়। প্লাগ বহনযোগ্য সরঞ্জামাদির সাথে সংযুক্ত ক্যাবলের প্রান্তে লাগানো থাকে।
বিভিন্ন প্রকার সকেট ও প্রাণের পার্থক্য
গঠন ও ব্যবহার অঞ্চলভেদে সফেট ও প্লাগ বিভিন্ন টাইপের হয়ে থাকে, যথা-
বিভিন্ন প্রকার সকেট ও প্লাগের ব্যবহার
নিম্নে বিভিন্ন প্রকার সকেটের ব্যবহার উল্লেখ করা হলো :
১। ২-পিন সকেট: সাধারণ কাজে ২-পিন সকেট ব্যবহৃত হয়। ২-পিন সকেটে ২টি সমান পরিমাণের ছিদ্র থাকে।
২। ৩-পিন সকেট: যেসব সরঞ্জামাদিতে ধাতব আবরণ আছে সেখানে ৩-পিন সকেট ব্যবহৃত হয়। তিন পিন সকেটের দুটি পিন সমান পরিমাণের, তৃতীয়টি অপেক্ষাকৃত বড়। বড় ছিদ্রের টারমিনাল আর্থের সাথে সংযুক্ত থাকে।
৩। মাল্টিপল সকেট এক পয়েন্ট হতে দুই বা তিন দিকে লাইন নেয়ার জন্য এই সকেট ব্যবহৃত হয় ।
৪। সারফেস টাইপ সকেট: দেয়ালের বহিঃপৃষ্ঠে ব্যবহারে এই সকেট ব্যবহৃত হয়।
৫। কনসিন্ড টাইপ সকেট: কনসিল্ড ওয়্যারিং এবং ট্রাংকিং ওয়্যারিং-এ কনসিন্ড টাইপ সকেট আউটলেট ব্যবহৃত হয়।
এছাড়া তিন ফেজ সাপ্লাই হতে লাইন নিতে Four pin socket বা Five pin socket ব্যবহৃত হয়। নিরাপত্তার জন্য Self locking socket out let ব্যবহৃত হয়। শিল্প ক্ষেত্রে এক সকেট-এর মাধ্যমে বহু লাইন নেয়ার জন্য বহু পিন সকেট ব্যবহৃত হয়। সার্কিটের ভোল্টেজ বা কারেন্ট খুব বেশি হলে আয়রন ক্ল্যাড সকেট ব্যবহৃত হয়।

প্লাগের শ্রেণিবিভাগ
ভোল্টেজ ও কারেন্ট বহন ক্ষমতানুযায়ী প্লাগ সাধারণত তিন প্রকার যথা-
(ক) দুই পিন প্লাগ (Two pin plug 5 Amperes, 250 volts.
(খ) তিন পিন প্লাগ (Three pin plug 5 Amperes, 250 volts.
(গ) তিন পিন প্লাগ (Three pin plug) : 15/30 Amperes, 250 volts.
এ প্রাগগুলো সাধারণত আবাসিক ভবনে ব্যবহৃত হয়ে থাকে।
এছাড়া বিভিন্ন গঠনের, বেশি কারেন্ট ক্ষমতাসম্পন্ন প্লাগ শিল্পকারখানায় ব্যবহৃত হয়। তাদের মধ্যে নিম্নবর্ণিতগুলো উল্লেখযোগ্য।
(ক) চার পিন প্লাগ (Four pin plug ): 15A, 25A, 40, 60A, 500 volts.
(খ) পাঁচ পিন প্লাগ (Five pin plug ): 15A, 25A, 40, 60A, 500 volts.
(গ) বহু পিন প্লাগ (Multi pin plug ): 15A, 25A, 40A 60A, 500 volts.
এ প্রাগগুলো সাধারণত আয়রন ক্লাড বা শক্ত প্লাস্টিকের তৈরি হয়।
অন্য এক ধরনের প্লাগ রয়েছে, যা সাধারণত কম ভোল্টেজের জন্য ব্যবহৃত হয়। বিভিন্ন সাইজের সকেটের ব্যবহার উপযোগী করে এটি তৈরি করা হয়। এ ধরনের প্লাগকে মালটি প্লাগ বলে ।
বিভিন্ন প্রকার প্লাগ-এর ব্যবহার বর্ণনা
২-পিন প্লাগ: সাধারণ কাজে সিঙ্গেল ফেজ লাইনে দুই পিন প্লাগ ব্যবহৃত হয়।
৩-পিন প্লাগ: যেসব সরঞ্জামে ধাতব আবরণ বা কাঠামো থাকে, সেখানে তিন পিন প্লাগ ব্যবহার করা উচিত। তিন পিন প্লাগের সমান দুটি পিন যথাক্রমে লাইন ও নিউট্রালে এবং বড় পিনের টারমিনাল বৈদ্যুতিক সরঞ্জামের ধাতব কাঠামোর সাথে সরাসরি সংযোগ করা থাকে, যা অনুরূপ পরিমাপের সকেটের প্রটেকটিভ আর্থ কন্টাক্ট টারমিনালে সংযোগ করে দেয়।
4 or 5-পিন প্লাগ : রিফেজ লাইনে ফোর বা ফাইভ পিন প্লাগ ব্যবহার করা হয়। যেখানে একই সাথে অনেকগুলো লাইন গেছে সেখানে বহু পিন প্লাগ ব্যবহার করা হয়।
সিলিং রোজের বর্ণনা
ঝুলন্ত বাড়ি, সিলিং ফ্যান, ফ্লোরেসেন্ট বাতি ইত্যাদিতে বৈদ্যুতিক সংযোগ দেয়ার জন্য সিপিং রোজ ব্যবহারের প্রয়োজন হয়। ওয়্যারিং করার সময় অপেক্ষাকৃত শক্ত তার ব্যবহার করা হয় বা পেডেন্ট হোল্ডারে বা সিলিং ফ্যানে সরাসরি সংযোগ দেয়া যায় না। তাই সিলিং রোজের মাধ্যমে উপরোক্ত সরঞ্জামে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়।
বিভিন্ন প্রকার সিলিং রোজ-এর ব্যবহার
সিলিং রোজ-এর ব্যবহার: জ্বলন্ত বাতি, সিলিং ফ্যান, ফ্লোরেসেন্ট ল্যাম্প ইত্যাদিতে ফ্রেক্সিকা তার নিয়ে বৈদ্যুতিক সংযোগ দেয়ার জন্য সিপিং রোজ ব্যবহার করা হয়। সাধারণত সিলিং-এ বা দেয়ালে ৭২ মি.মি. x ৭২ মি. মি. সাইজের কাঠের বোর্ডে বা মাউন্টিং ব্লকে সিপিং রোজ লাগাতে হয়।
১। ‘টু-ভয়ে সিলিং রোজ একটি মাত্র বৈদ্যুতিক সরাদের জন্য টু-ওরে সিলিং রোজ ব্যবহার করা হয়। তবে সিলিং রোজের ঢাকনার ভিতরে এবং বুলড হোল্ডারের ঢাকনার ভিতরে তারের একটি সিঁট দিতে হয়। যাতে টারমিনালের ক্ষুর উপর কোনো ওজন বা টান না পড়ে।
২। থ্রি-ওয়ে লিশিং রোজ থ্রি-ওয়ে সিলিং রোজের বেলায়ও অনুরূপ হবে। তবে একাধিক সরঞ্জাম জালাদাভাবে সংযোগ করার জন্য বা লুপিং করার জন্য থ্রি-ওরে সিলিং রোজ ব্যবহার করা হয়।
অনুশীলনী -২১
অতি সংক্ষিপ্ত
১। সকেট কাকে বলে?
২। প্লাগ কাকে বলে?
৩। সিলিং রোজ কাকে বলে?
সংক্ষিপ্ত
১। ভোল্টেজ ও কারেন্ট বহন ক্ষমতানুযায়ী প্লাগ কত প্রকার ও কী কী?
২। বিভিন্ন প্রকার সকেটের ব্যবহার লেখ।
৩। সিলিং রোজ-এর ব্যবহার লেখ।
রচনামূলক
১। প্রাগ-এর শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
২। সকেট ও প্লাগ-এর টাইপসমূহ চিত্রসহ বর্ণনা কর।
আরও দেখুন :