আজকে আমাদের আলোচনার বিষয় – প্লাম্বিং যন্ত্রপাতি যা অধ্যায়-২১ এর সিভিল কন্সট্রাকশন ২ এ অন্তভুক্ত। শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে।
অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প- ২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত।
Table of Contents
প্লাম্বিং যন্ত্রপাতি
প্লাম্বিং যন্ত্রপাতির তালিকা
প্লাম্বিং সিস্টেমের সংস্থাপন, মেরামত ও রক্ষণাবেক্ষণ করার জন্য একজন প্লাম্বর যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করে ঐগুলোকে প্লাম্বিং যন্ত্রপাতি (Plumbing Tools) বলে। নিম্নে প্লাম্বিং কাজে প্লাম্বার যে সব যন্ত্রপাতি ব্যবহার করে তার একটি তালিকা দেওয়া হলো।
১। পরিমাপক যন্ত্রপাতি (Measuring tools):
(ক) ফুট রুল (Foot rule)
(খ) ক্যালিপার (Calliper)
(গ) মেটালিক টেপ (Metalic tap)
(ঘ) লেমিনেটেড টেপ (Laminated tap)
২। কাটার যন্ত্রপাতি (Cutting tools):
(ক) পাইপ কাটার (Pipe cutter)
(খ) প্যাড স (Pad saw)
(গ) হ্যাক স (Hack saw)
(ঘ) বাটালি (Chisel)
(ঙ) হ্যান্ড ডাই স্টক (Hand die stock)
(চ) টিন স্লিপ (Tin snip)
৩। ছিদ্র করার যন্ত্রপাতি (Boring tools):
(ক) হ্যান্ড ড্রিল (Hand drill)
(খ) র্যাচেট ব্রেস (Ratchet brace)
(গ) পাঞ্চ (Punch)
(ঘ) রেমার (Reamer)
৪। সাহায্যকারী যন্ত্রপাতি (Helping tools):
ক) পাইপ ভাইস (Pipe vice)
খ) সি-ক্লাম্প (C-clamp)
গ) এলেন কি (Alen key)
ঘ) অয়েল ক্যান Oil cane)
ঙ) স্প্যানার (Spanar)
চ) স্ক্রু ড্রাইভার (Screw driver)
ছ) টেপ (Taps)
জ) রেঞ্জ (Wrench)
ঝ) কাঠের হাতুড়ি (Mallet)
ঞ) লোহার হাতুড়ি (Hammer)
ট) জিমলেট ও ব্রাডেল (Gimlet and bradawl)
৫। লেভেলিং যন্ত্রপাতি (Levelling tools):
ক) গ্রাম বব (Plumb bob)
খ) ট্রাই স্কয়ার (Try square)
গ) স্পিরিট স্পিরিট (Spirit level)
৬। ধার দেওয়া বা মসৃণ করার যন্ত্রপাতি (Sharpening and planning tools):
ফাইল (File)
৭। পাইপ বাঁকানো মেশিন ও ওয়েল্ডিং মেশিন।
প্লাম্বিং যন্ত্রপাতির ব্যবহার (Uses of plumbing tools)
নিয়ে কয়েকটি প্লাম্বিং যন্ত্রপাতির ব্যবহার উল্লেখ করা হলো।
ফুট রুল (Foot rule):
এটি কাঠ অথবা স্টিলের তৈরি। দৈর্ঘ্যে এটি ৩০ সেমি হয়ে থাকে। এর গায়ে সে মি ও মিলি মিটারের বাগ কাটা থাকে। কখনও কখনও একটি রুলের একপাশে এফ পি এস (F.P.S) ও অপর পাশে এম কে এস (M.K.S) পদ্ধতিতে দাগ কাটা থাকে। সোজা ছোট খাট মাপ নেওয়ার ক্ষেত্রে ফুটবুল ব্যবহার হয়।
চিত্রঃ ফুট রুল
ক্যালিপার (Calliper):
কোন গোলাকার বন্ধু যেমন পাইপের ভিতরের ও বাইরের মাপ নেওয়ার জন্য ক্যালিপার ব্যবহৃত হয়। ক্যালিপার দুই প্রকার। যথায়- ভিতর ক্যালিপার (Inside calliper) ও বাহির ক্যালিপার (Outside calliper), ডিভাইডার (Divider).

মেটালিক টেপ (Metallic tape):
এই টেল সাধারণত কাপড় দ্বারা তৈরি। দৈর্ঘ্যে এটি ১৫ থেকে ৩০ মিটার হয়ে থাকে। মজবুত করার জন্য টেপের ভিতরে সরু খাতব তার লাগানো হয়। এজন্য একে মেটালিক টেন্স বলে। প্লাস্টিক বা চামড়ার কভারে এটি সংরক্ষিত থাকে। ফিতার গায়ে মিমি, সে মি ও মিটারে দাগ কাটা থাকে। টান দিলে বাহির হয়ে আসে কিন্তু কভারে ঢুকাতে প্যাঁচিয়ে প্যাঁচিয়ে ঢুকাতে হয়।

পাইপ কাটার (Pipe cutter):
সরু নল বা পাইপ হ্যাক স (Hack saw) দ্বারা সহজেই কাটা যায়। পুরু পাইপের ক্ষেত্রে হ্যাক ‘স’ ততটা উপযোগী নয় বিধায় পাইপ কাটার দ্বারা কাটা হয়। এটি দ্বারা খুব তাড়াতাড়ি যে কোন পুরুত্বের পাইপ কাটা যায়। পাইপ কাটার সাধারণত ৬ প্রকার। যথাঃ-
১) সিঙ্গেল হইল পাইপ কাটার (Single wheel pipe cutter)
২) খ্রি হইল পাইপ কাটার (Three wheel pipe cutter)
৩) লিংক বা চেইন পাইপ কাটার (Link or chain pipe cutter)
৪) অটো বা পাওয়ার পাইল কাটার (Auto or power pipe cutter)
৫) র্যাচেট পাইপ কাটার (Ratchet pipe cutter)
৬) থাম্ব বা এক হাতের পাইপ কাটার (thumb or single handed pipe cutter)


চিজেল (Chisel):
গাঁধুনির ভিতরের গর্ত খুঁড়তে বা কংক্রিট কাটার জন্য চিজেল ব্যবহৃত হয়। ৰাজারে বিভিন্ন সানের ও জাকার আকৃতির চিজেল গাওয়া যায়। দৈর্ঘ্যে ১৫০ মি মি হতে ৪৫০ মি মি এবং চওড়ায় ১২ মি মি হতে ২৫ মি মি চিজেন্স পাওয়া যায়। প্লাম্বিং কাজে সাধারণত কোল্ড চিজেল ব্যবহার করা হয়। কোল্ড চিজেল হাই কার্বন স্টিল দ্বারা তৈরি করা হয়।

হ্যাক স (Hack saw):
হাতল ও ফ্রেম সমন্বয়ে তৈরি এই যন্ত্রে বিভিন্ন দৈর্ঘ্যের ব্লেড সংযুক্ত করা যায়। সাধারণত ব্লেডের দৈর্ঘ্য ২৫০ মি মি হতে ৩০০ মি মি পর্যন্ত হয়ে থাকে। দুই ধরনের ব্রেড হ্যাক স এর সাথে সংযুক্ত করা যায়। যার একটিতে প্রতি ২৫ মি মি এ ২২টি দাঁত এবং অপরটিতে প্রতি ২৫ মি নি এ ৩২ টি দাঁত থাকে। স্টিল পাইপ কাটার সময় প্রথমটি এবং কপার পাইপ কাটার সময় দ্বিতীয়টি ব্যবহার করা হয়।
প্যাড স (Pad saw):
এটি প্লাস্টিক বা ধাতব হাতল যুক্ত হতে পারে। এর একপ্রায়ে ব্লেড লাগাবার উপযোগী খাঁজ (groove) থাকে। কাঠ অথবা ধাতব পাত কাটার জন্য এ ‘স’ ব্যবহার হয়। ভিন্ন ভিন্ন কাজে তিন্ন ভিন্ন ব্রেড ব্যবহার করা যায়। সীমাবদ্ধ জায়গায় বা কর্ণার কাটার জন্য এটি বিশেষভাবে উপযোগী।


হ্যান্ড ডাই স্টক (Hand die stock):
ডাই স্টক কার্বন স্টিলের হারা নির্মিত। এর সাহায্যে ভাইকে ঘুরিয়ে বড় ছোট বিভিন্ন প্রকার পাইপের প্যাঁচ (Thread) কাটা হয়। ইচ্ছামত সাপ বদলিয়ে প্যাঁচের গভীরতা বাড়ানো যায়। এটি দ্বারা ১২ মি মি হতে ১০০ মি মি ব্যাসযুক্ত পাইপের প্যাঁচ কাটা হয়। প্যাঁচ কাটার সময় পাইপ গরম হয়ে গেলে ওয়েল ক্যানের মাধ্যমে তেল দিতে হয়। হ্যান্ড ডাই এক হাতল বিশিষ্ট হয়ে থাকে।
অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। প্লাম্বিং যন্ত্রপাতি কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন
১। প্লাম্বিং যন্ত্রপাতির তালিকা তৈরি কর।
রচনামূলক প্রশ্ন
১। প্লাম্বিং যন্ত্রপাতি ব্যবহারের বিস্তারিত বিবরণ দাও।
আরও দেখুন :