প্লাম্বিং সিস্টেম | অধ্যায়-৯ | বিল্ডিং মেইনটেন্যান্স-২

আজকে আমাদের আলোচনার বিষয় – প্লাম্বিং সিস্টেম যা অধ্যায়-৯ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত।  শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

প্লাম্বিং সিস্টেম

প্লাম্বিং-এর সংজ্ঞা

পানি প্রবাহিত হওয়ার জন্য এবং ব্যবহৃত ময়লা পানি ও অন্যান্য তরল বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য দালানের গৃহের পাইপ, সাজসরঞ্জাম ফিটিংস এবং অন্যান্য ফিটিংস ফিকচার যন্ত্রপাতি স্থাপনের কলাকৌশলকে প্লাম্বিং বলে। সুস্থভাবে বসবাস করার জন্য প্লাম্বিং খুবই গুরুত্বপূর্ণ।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : প্লাম্বিং সিস্টেম

প্লাম্বিং কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার প্রয়োজনীয় যন্ত্রপাতির কাজ

প্লাম্বিং কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার প্রয়োজনীয় যন্ত্রপাতি সংস্থাপন, মেরামত ও রক্ষণাবেক্ষণ করার কাজে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে প্লাম্বিং টুলস বলে। প্লাম্বারগণ প্লাম্বিং কাজে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করে নিচে তার একটি তালিকা দেওয়া হলো।

১। পরিমাপক যন্ত্র:

ক) ফুটরুল

খ) ক্যালিপারস

গ) মেটালিক টেপ

ঘ) লেমিনেটেড টেপ

২। কাটার যন্ত্র:

ক) পাইপ কাটার

খ) চিজেল

গ) প্যাড স

ঘ) হ্যাক স

ঙ) হ্যান্ড ডাই স্টক

৩। ফাইল ধার দেওয়া বা মসৃণ করার যন্ত্র

৪। ছিদ্রকরণ যন্ত্র

ক) র‍্যাচেট প্রেস

খ) হ্যান্ড ড্রিল

গ) পাঞ্চ

৫। সাহায্যকারী যন্ত্র:

ক) পাইপ ভাইস

খ) সি ক্যাম্প

গ) স্প্যানার

ঘ) এলেন কি

ঙ) অয়েল ক্যান

চ) ক্রু ড্রাইভার

ছ) রেবত

জ) জি ম্যালেট

ঝ) ব্রেওল

ঞ) টেপস

ট) ম্যালেট

ঠ) হাতুড়ি

ড) টিন স্লিপ

ঢ) রিমার

৬। লেভেলিং যন্ত্র:

ক) প্লামবব

খ) স্পিরিট লেভেল

গ) ট্রাই স্কয়ার

৭। পাইপ বানানো মেশিন:

ক) পাইপ কাটার

খ) থ্রেড কাটার

গ) ডাইস্টক

বিভিন্ন প্রকার প্লাম্বিং ফিকচার-এর নাম ও প্রয়োজনীয়তা

প্লাম্বিং ব্যবস্থায় যে সমস্ত পাত্র বা উপাদান সরাসরি ব্যবহার করা হয় তাকে প্লাম্বিং ফিকচার বলে। যে সকল পাত্র এ পানি ধারণ করা হয় এবং ব্যবহৃত পানিবাহিত কোনো ময়লা সেই পাত্র বা উপাদান হতে বলে নিষ্কাশন করা হয় তাকে (Plumbing Fixture) বলা হয়। এই Fixture বিভিন্ন প্রকারের হয়। যেমন:

ওয়াটার ক্লোনেট Water Closet: পানি সরবরাহ ব্যবস্থায় Latrine-এর মধ্যে যে পাত্রটিতে সরাসরি মল ত্যাগ করা হয় Trap সহ সেই পাত্রটিকে Water Closet সংক্ষেপে W.C বলা হয়। এটা সাধারণত দুই প্রকারের দেখা যায়। যথা-

Indian Type Water closet: ঘরের Floor এর সাথে সমান্তরালভাবে বসানো হয়। তাকে Indian Type water closet বলে। Indian Type water closet এর মূল অংশগুলো হলো চকচকে সাদা চিনামাটির মলপাত্র ও তৎসংলগ্ন Trap যা সাধারণত লম্বায় ৫০ সে.মি. হতে ৬০সে.মি. চওড়ায় ২২ সে.মি. হতে ৩০ সে.মি. এবং উচ্চতায় Trap সহ ৪০ সে.মি. হতে ৫০ সে.মি মলপাত্রের গায়ে উপরের মুখে বেড় দিয়ে থাকে নলাকৃতি Flashing-rim সেটি একটি ২০-২৫ মি.মি. ব্যাসের Flash পাইপের মাধ্যমে প্রায় ২০- ১৮০ সে.মি. উঁচুতে অবস্থিত।

Flashing cistern-এর সঙ্গে যুক্ত থাকে। Flashing cistern-এর শিকল টানলে মধ্যস্থিত পানি Flash পাইপ ও রিম মারফত মলপাত্রে সবেগে এসে পড়ে এবং মলপাত্রের ময়লাকে ধুয়ে মলপাত্র সংলগ্ন মলনলে বয়ে নিয়ে যায়।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : Indian Type water closet

European type water closet: এই মলপাত্র ঘরের মেঝে হতে উপরে সমান্তরালভাবে বসানো হয়। European type water closet-এর প্রচলিত নাম commode। পায়খানা মলপাত্রটি সাধারণত লম্বায় ৬০ সে.মি. হতে ৬৫ সে.মি. মলপাত্র এবং Trap একই সঙ্গে ঢালাই করা পৃষ্ঠদেশ খাড়া। ফলে মলপাত্রটির গায়ে ময়লা আটকে থাকে না এবং সহজে ধৌত করা যায়। মলপাত্রের উপরে থাকে সম্ভার পাটাতন এবং একটি প্লাস্টিকের ঢাকনা। মেঝে থেকে পাদ্য ও Trap সহ মলপাত্রের উচ্চতা ৩৫ সে.মি. মলপাত্রের উপরের দিক মুখ বরাবর বেড় দিয়ে থাকে নলাকৃতি রিম। প্রায় ৬ সে.মি. উঁচুতে Flashing cistern-এর অবস্থান। এর Flash pipe মারফত রিমটি যুক্ত থাকে।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : European type water closet

বিভিন্ন ধরনের ওয়াটার ক্লোসেট বোলস (Water closet bowls): ক্রিয়া পদ্ধতি অনুসারে (Water closet bowls) একে তিনভাগে ভাগ করা হয়েছে। সবগুলো সাইফন নীতির ভিত্তিতে কাজ করে। যথা-

I. The syphon type closet with reverse trap

II. Syphon wash down type.

III. Syphon set type.

ওয়াপ বেসিন সেভার্টন্নি: গোসলখানার মধ্যে, অনেক সময় খাবার ঘরের মধ্যে অথবা বাৎরুম সংলগ্ন দেয়ালে চীনামাটির তৈরি চকচকে কড়াই আকারের হাত-মুখ ধৌত করার জন্য যে পাত্র ব্যবহার করা হয় তাকে Wash hand basin বলে। এগুলো আকারে ছোট-বড় হতে পারে। তবে সাধারণ মাপ ৬৩.৫ সে.মি. × ৪৫ সে.মি. দেয়াল সংলগ্ন ব্রাফেট বা পাদঞ্চস্ত-এর সাহায্যে এগুলোকে মেঝে হতে প্রায় ৭৫ সে.মি. উপরে রাখা হয়। এটি দেয়ালের গায়ে লাগানো থাকে। যেগুলো পানি সরবরাহকারী পাইপের সঙ্গে যুক্ত থাকে ও ব্যবহারকারীকে প্রয়োজনে জোগান দেয়। এটা বিভিন্ন আকারের ও রং-এর হয়।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : হ্যান্ড ওয়াশ বেসিন

বাথটাব (Bathtub) এবং শাওয়ার (Shower): এটা সাধারণত গোসল করার জন্য ব্যবহার করা হয়। এটা আয়তাকার, গোলাকার ও বর্গাকার হয়। বেসিনের মতো Bathtub চীনামাটির তৈরি। বর্তমানে Stainless steel-এর Bathtub ও প্রচুর দেখতে পাওয়া যায়। এটা বিভিন্ন আকার আকৃতি এবং রং-এর পাওয়া যায়। গোসল করার জন্য ব্যবহার করা হয়। সমস্ত শরীর ডুবানোর জন্য যথেষ্ট এমন আকারের হয়ে থাকে। বিশুদ্ধ ঠান্ডা পানি ও পরম পানি সরবরাহ করা হয় এবং নিয়ন্ত্রণ-এর ব্যবস্থা করা হয়।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : বাখটব ও শাওয়ার

পাইপ (Pipes): ফাঁপা, গোলাকার দীর্ঘ নল, যার মধ্য দিয়ে বিভিন্ন প্রকারের প্রবাহী যেমন- পানি, তেল, গ্যাস, বাষ্প এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল একস্থান হতে অন্য স্থানে পরিবহন করা হয়, তাকে পাইপ বলে। পাইপের বহুল ব্যবহার পরিলক্ষিত হয় পানি সরবরাহ ও সুয়ারেজ সিস্টেমে, তেল শোধনাগারে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকারখানায়, কেমিক্যাল কারখানায় ও বিদ্যুৎ উৎপাদনে অপেক্ষাকৃত মোটা পাইপ ব্যবহৃত হয়।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : বিভিন্ন প্রকার পাইপ

ট্র্যাপ : বিভিন্ন প্রকার ট্র্যাপ নিম্নে বর্ণনা করা হলো-

(ক) পি-ট্র্যাপ এ ট্র্যাপ ফিক্সচারের নির্গমন পথের সাথে সমান্তরালভাবে এবং প্রবেশপথের সাথে খাড়াভাবে সংযুক্ত করা হয়।

(খ) কিউ-ট্র্যাপ এ ট্র্যাপ নির্গমন পথের সাথে সমান্তরাল না হয়ে কিছুটা নিম্নমুখী কোণে নিচের দিকে কৌণিকভাবে সংযোজন করা হয় এবং অপর প্রান্ত প্রবেশপথের সাথে খাড়াভাবে সংযোজন করা হয়।

(গ) এস-ট্রান্স: এ ট্র্যাপ, ফিক্সচারের নির্গমন পথের সাথে উভয় প্রান্ত খাড়াভাবে সংযোজন করা হয়।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : বিভিন্ন প্রকার ট্রাপ

ফেন্টপাইপ: দালানের ফিক্সচারে ব্যবহৃত মলমুত্রবাহিত পানি দূষিত, দুর্গন্ধযুক্ত এবং জীবানুযুক্ত থাকে। ময়লা পানি থেকে সৃষ্ট দুর্গন্ধ দালানে বসবাসকারীদের জন্য বিঘ্ন সৃষ্টি করে। মলমূত্রবাহিত পানি, ময়লাযুক্ত তরল বর্জ্য বা অন্য কোনো বন্ধু হতে যে প্যাসের সৃষ্টি হয়, তা নির্গমনের পাইপকে ভেন্ট পাইপ বলে। অনেক সময় সয়েল স্ট্যাককেও ভেন্ট পাইপ হিসেবে ব্যবহার করা হয়।

ভেন্ট পাইপের উপরিভাগে যে টুপি পরানো হয়, তাকে কাউল বলে। ভেন্ট পাইপ মূলত কাস্ট আয়রনের তৈরি। তবে পিভিসি এবং কংক্রিটের পাইপও ব্যবহার করা হয়। ভেন্ট পাইপ ও ভেন্ট স্ট্যাক একই ধরনের কাজ করে। অনুভূমিকভাবে স্থাপিত পাইপকে ভেন্ট পাইপ এবং উল্লম্বভাবে স্থাপিত পাইপকে ভেন্ট স্ট্যাক বলে। ভেন্ট পাইপ দুই টি কাজে ব্যবহৃত হয়, যথা-

 

 

প্লাম্বিং সিস্টেম

 

(ক) দালানের ময়লা পানি নির্গমন পাইপ হতে দুর্গন্ধযুক্ত গ্যাস বের করে দেওয়া এবং

(খ) ‘ট্র্যাপ সিল’ রক্ষা করা।

অ্যান্টি-সাইফনেজ ট্র্যাপ: বহুতল দালানের পায়খানাগুলো সাধারণত একটির ঠিক উপরে আরেকটি এমনভাবে বসানো হয়, যাতে একটিমাত্র খাঁড়া মল-নলের সাহায্যে মলমূত্র নিষ্কাশন করা যায়।

উপরের তলায় পায়খানা থেকে নির্গত পানিবাহিত মলমূত্র সবেগে মল-নলের মধ্যে দিয়ে নিচে নামতে নামতে যখন নিচের তলগুলোর মল-পাত্রের সংযোগস্থল অতিক্রম করে, তখন তার পিছনে সৃষ্ট আংশিক শূন্যস্থান পূরন করতে মল-পাত্র সংলগ্ন ট্র্যাপের পানির পরিবর্তে বায়ু বা গ্যাস ট্র্যাপের ঊর্ধ্বমুখী বাঁক ও ডেন্ট পাইপ সংযোগকারী একটি সরু পাইপের মধ্য দিয়ে ছুটে আসে। এভাবে সরু পাইপটি সাইফন ক্রিয়ায় ট্র্যাপের সিল নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে বলে একে অ্যান্টি-সাইফনেজ ট্র্যাপ বলে।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : অ্যান্টি সাইফনেজ ট্রাপ

সয়েল পাইপ: ওয়াটার ক্লোজেট বা অন্য কোনো ফিক্সচার হতে নিষ্কাশিত ময়লা পানি যে নির্দিষ্ট পাইপে গিয়ে পড়ে এবং যে পাইপ দিয়ে তা হাউস সিউয়ারে পৌঁছে দেওয়া হয়, তাকে সয়েল পাইপ বলে। বাড়ির বাইরের দেয়ালে আটকানো খাড়া সয়েল পাইপের ভিতর দিয়ে ধোয়ানী সিউয়েজ হাউস ড্রেনে এসে পড়ে এবং সেখানে সিউয়েজ পৌর সিউয়ার পাইপে চলে আসে। কংক্রিট, পিভিসি ও কাস্ট আয়রন দিয়ে সয়েল পাইপ তৈরি করা হয়।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : সয়েল পাইপ

সয়েল স্ট্যাক: ওয়াটার ক্লোজেট হতে নিষ্কাপিক মলফুক্রবাহিক পানি যে নির্দিষ্ট পাইপে গিয়ে পড়ে, তাকে প্রধান সয়েল স্ট্যাক বলে এবং অন্য কোরে ফিক্সচার হতে নিষ্কাশিত ময়লা পানি যে নির্দিষ্ট পাইপে সিয়ে পড়ে, তাকে সেকেজ্জারি সয়েল স্ট্যাক বলে। প্রধান সয়েল স্ট্যাক একটি খাড়া পাইপ, যার নিচের প্রাপ্ত হাইস ড্রেনের সাথে সংযুক্ত এবং উপরের প্রান্ত ভেন্টিলেশন স্ট্যাকের মাধ্যমে বায়ুমন্ডলে উক্ত এবং বিভিন্ন ডলার ওয়াটার ক্লোজেট হতে ময়লা তরল পদার্থ গ্রহণ কত্রে। ওয়েস্ট স্ট্যাকের মাধ্যমে অন্য যেকোনো ফিক্সচার হতে আগত ময়লা পানিও সয়েল স্ট্যাকে এসে গড়ে। কতক ক্ষেত্রে জেন্ট স্ট্যাকের উত্তয় প্রাঙ্ক সয়েল স্ট্যাকের সাথে যুক্ত।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : নজেল স্ট্যাক

কাউল : ভেন্ট পাইপ, সয়েল পাইপ ইত্যাদির উপরের প্রায়ে পার্থন্নি বিশিষ্ট যে চালাই লোহার তৈরি ঢাকনা বা পিভিসির তৈরি ঢাকনা ব্যবহৃত হয়, তাকে কাউল বলে। এর মাধ্যমে পাইলে সৃষ্ট দুষিত গ্যাস বের হয়ে যায়। ফলে নালানের বাসিন্দারা দুর্গহুমুক্ত পরিবেশে বাস করতে পারে। কাউল দেওয়ার ফলে পাইপে বৃষ্টির পানি ও অন্য কোনো আবর্জনা প্রবেশ করতে পারে না। কাস্ট আয়রন ও পিজিসি দিয়ে কাউল তৈরি হয়।

 

প্লাম্বিং সিস্টেম
চিন : কাউল

ওয়েস্ট ওয়াটার পাইপ: যে পাইপের সাহায্যে কিচেন, বাথরুম, ওয়াশ হ্যান্ড বেসিন ইত্যাদি হতে নিষ্কাশিত ময়লা পানি সয়েল পাইপ, শাখা পাইপ বা হাউস ড্রেনে সরানো হয়, তাকে ওয়েস্ট ওয়াটার পাইপ বলে। এ পাইপের পানিতে মলমুত্র থাকে না। সাধারণত সিল্ক, বাথটাব, ল্যাভটরি ইত্যাদি ফিক্সচারসমূহ হতে ব্যবহৃত ময়লা পানি সয়েল পাইপ বা হাউস ড্রেনে পৌঁছে দেওয়ার জন্য ওয়েস্ট ওয়াটার পাইপ ব্যবহার করা হয়। পিভিসি বা কাস্ট আয়রন দিয়ে ওয়েস্ট ওয়াটার পাইপ তৈরি করা হয়।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : ওয়েস্ট ওয়াটার পাইপ ও ড্রেনেজ পাইপ

ড্রেনেজ পাইপ: বৃষ্টির পানি এবং ওয়েস্ট ওয়াটার যে পাইপের সাহায্যে বাড়ির অদূরে অবস্থিত সিউয়ার লাইনে সরানো হয়, তাকে ড্রেনেজ পাইপ বলে। এ পাইপ অল্প চালে সমান্তরালভাবে সিউয়ার লাইন পর্যন্ত স্থাপন করা হয়।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : ওয়েস্ট ওয়াটার পাইপ ও ড্রেনেজ পাইপ

শাওয়ার (Shower): গোসল করার প্রয়োজনে শাওয়ার ব্যবহৃত হয়। গোসলখানায় সাধারণত ২১৫ সে.মি. উচ্চতায় একটি Shower প্রচলিত ঝর্ণা স্থাপন করে গোসলের কাজ সম্পন্ন হয়। আধুনিক গৃহে কাচ বা ফাইবার গ্লাস দিয়ে একটি পার্টিশন তৈরি করে শাওয়ার তৈরি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে শাওয়ার ট্রে ব্যবহৃত হয়।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : শাওয়ার

প্লাম্বিং ফিটিংস

প্লাম্বিং ব্যবস্থায় ফিকচার এবং পাইপ-এর সংযোগ রক্ষার জন্য যে উপাদান ব্যবহার করা হয় তাকে প্লাম্বিং ফিটিংস বলে।

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : প্লাম্বিং ফিটিংস

প্লাম্বিং কাজে যে সমস্ত ফিটিংস ব্যবহৃত হয় তাদের নাম ও কাজ

G. I. Bend: যেখানে পাইপলাইনের গতি পরিবর্তন হয় সেখানে এটা ব্যবহার হয়। এটা বাইরের দিকে ১” পরিমাণ প্যাঁচ কাটা থাকে। প্রধান পাইপলাইনে এই Bend ব্যবহার করা হয়। এই Bend যে কোনো কোণে থাকতে পারে তবে সাধারণত ৯০° কোণের বেশি হয়।

G. I. Elbow: যেখানে পাইপলাইনের গতি পরিবর্তন হয় সেখানে এটা ব্যবহৃত হয়। Elbow- এর দুই প্রান্তে ভিতরের দিকে প্যাঁচ কাটা থাকে। Elbow সাধারণত ৯০° কোণে থাকে।

G. I. Socket: যখন কোনো পাইপ লাইন বর্ধিত করা হয় তখন এটা ব্যবহৃত হয়। এর ভিতরে সম্পূর্ণ প্যাঁচ কাটা থাকে।

G. L. Tee: প্রধান লাইন হতে কোনো লাইনের সংযোজন করার সময় এটা ব্যবহৃত হয়। এর তিন প্রান্তেই ভিতরের দিকে প্যাঁচ কাটা আছে।

G. I. Nipple: কোন পাইপলাইনের ছোট আকারে নির্দিষ্ট পরিমাণ লম্বা করতে হলে এটা ব্যবহৃত হয়। সাধারণত এর দৈর্ঘ্য ৩” থেকে ৪” পরিমাণ হয়।

G. I. Cross: যখন প্রধান লাইনের সাথে দুটি সংযোগ সাধন করা হয় তখন এটা ব্যবহৃত হয়। এর চার প্রান্ত ভাগেই ভিতরের দিকে প্যাঁচ কাটা থাকে।

G. I. Union: কোনো লাইন হতে শাখা লাইন সংযোজনের সময় এটা ব্যবহৃত হয়। যখন কোনো পাইপ লাইনের মেরামত করার প্রয়োজন হয় তখন যেখানে union লাগানো থাকে সেখান হতে লাইন খুলে মেরামত করা হয়। এর তিনটি অংশ, যথা-
প্রচলিতভাবে

১. Internal jaw

২. External jaw

৩. Check nut তিনটি অংশ হলো- ১. Fixed part ২. Movable part ৩. Backnut

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

Half way wheel valve: এটা Gunmetal দিয়ে তৈরি হয়। এটা প্রধান লাইনের সাথে ব্যবহার করা হয় না। কারণ ব্যবহার করলে Headloss হয়। পাইপলাইন খোলা এবং বন্ধের জন্য এটা ব্যবহার করা হয়।

Stop cock: সাধারণত এটা তামা দিয়ে তৈরি করা হয়। এটা wash basin, shower, bathtub, water tank প্রভৃতির ক্ষেত্রে পানির প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য এটা ব্যবহার করা হয়। এটার উভয় প্রান্তভাগেই বাইরের দিকে প্যাঁচ কাটা থাকে।

Full way valve : এটা Gunmetal-এর সাহায্যে তৈরি হয়। এটা প্রধান লাইনের মধ্যে ব্যবহার করা হয়। এটা ব্যবহার করলে কোনো Headloss হয় না। পানিরলাইন খোলা ও বন্ধ করার জন্য এটা ব্যবহার করা হয়।

G. I. pluer: যখন কোন পাইপ লাইনকে বাঁকা করার প্রয়োজন হয় তখন ব্যবহার করা হয়। এর বাইরের দিকে প্যাঁচ কাটা থাকে।
Float valve: এটা Water tank-এ ব্যবহৃত হয়। যখন Water tank-এ পানি বৃদ্ধি পায় তখন এর সাথে লাগানো বল উপরের দিকে ভেসে উঠে এবং যখন পানিতে tank পূর্ণ হয়ে যায় তখন স্বয়ংক্রিয়ভাবে এটা বন্ধ হয়ে যায়।

Gate valve: পানির লাইনে সাপ্লাই দেওয়া ও বন্ধ করার জন্য বিশেষ করে পাইপ লাইনে মেরামত কাজ করার সময় Gate valve এর সাহায্যে supply বন্ধ করা হয়। কাজ শেষে পুনরায় Gate valve খুলে দিয়ে supply চালু করা হয়। এটা পিতলের তৈরি। আজকাল প্লাস্টিকের Gate valve ও পাওয়া যায়। ভাসমান Valve Horizontal হয়, যার ফলে স্বাভাবিকভাবেই tank-এর মধ্যে পানি প্রবেশের পথ বন্ধ হয়ে যায়।

Bib cock or water tap: পানির লাইন থেকে পানি পাওয়ার জন্য Water tap ব্যবহার করা হয়। সাধারণত Water closet, Bath, Kitchen ইত্যাদি ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সাধারণত তামা এবং প্লাস্টিকের তৈরি হয়।

Pillar cock: এটা সাধারণত ব্রোঞ্জের তৈরি। এটা হাত ধোয়ার বেসিনে লাগানো থাকে। হাত ধোয়ায় বেসিনটি দেয়ালের সঙ্গে অটিকানো থাকে। এর বাইরের দিকে প্যাঁচ কাটা থাকে। এটা দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হয়।

Check valve: এটা পিতল ও প্লাস্টিকের তৈরি হয়ে থাকে। Motor দিয়ে পানি উঠানোর পর পানি বাতে উল্টা দিকে প্রবাহিত হতে না পারে সেজন্য সাকশন পাইপের নিচে এ ভালব ব্যবহার করা হয়।

প্লাম্বিং ফিকচার ও ফিটিং-এর মধ্যে পার্থক্য

প্লাম্বিং ফিকচার ও ফিটিংস-এর মধ্যে পার্থক্য নিম্নরূপ:

ফিকচারফিটিংস
১। পানি ব্যবহার ও ব্যবহৃত ময়লা পানি ৰা পানিবাহিত ভরল মলসূত্র স্বয়ংক্রিয়ভাবে নিষ্কাশনের জন্য প্লাম্বিং ব্যবস্থায় যে সকল পাত্র ব্যবহার করা হয় তাদেরকে প্লাম্বিং ফিকচারস বলে।
১। পানি সরবরাহ পদ্ধতিতে পাইপলাইনে পাইপ সংযোজন পাইপলাইনের দিক পরিবর্তন প্রধান লাইন থেকে শাখা লাইন বের করা, বড় ব্যাসের পাইপের সাথে ছোট ব্যাসের পাইপ জোড়া দেয়া। সিস্টেম লাইনে প্লাম্বিং ফিকচার বসাতে যে সকল সরঞ্জাম এর প্রয়োজন হয় তাকে ফিটিংস বলে।
২। সিরামিক, স্টিল, প্লাস্টিক এর তৈরি।২। বিন্নি ধরনের পদার্থে তৈরি।
৩। আকার বড়।৩। আকার ছোট
৪। দীর্ঘস্থায়ী।৪। ক্ষেত্রবিশেষে স্বল্পস্থায়ী

 

একটি বাথরুমের প্লাম্বিং সিস্টেমের লে-আউট

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : বাথরুম ফিকচার

 

প্লাম্বিং সিস্টেম
চিত্র : বাথরুমের প্লাম্বিং সিস্টেমের লে-আউট

অনুশীলনী-৯

অতি সংক্ষিত:

১। প্লাম্বিং কাকে বলে?

২। প্লাম্বিং ফিটিংস কাকে বলে?

৩। ওয়াটার ক্লোজেন্ট কাকে বলে।

৪। পাওয়ারের কাজ কী?

সংক্ষিপ্ত:

১। প্লাম্বিং ফিটিংসজলোর সাম লেখ।

২। প্লাম্বিং ফিকচার-এর ব্যাবহারিক ক্ষেত্রফলোর নাম সেখ।

৩। ওরাটায় ক্লোজেট কী ব্যাখ্যা কর।

৪। পেট ভালব এর ব্যবহার লেখ।

রচনামূলক:

১। প্লাম্বিং ফিটিংসগুলো ব্যাখ্যা কর।

২। বিভিন্ন ধরনের ওয়াটার ক্লোজেট বর্ণনা কর।

আরও দেখুন :

Leave a Comment