কাদামাটি এবং প্লাস্টিকের পলি আজকের ক্লাসের আলোচনার বিষয়। Understand The Foundation On Clay and Plastic Silt ক্লাসটি ভিত্তি প্রকৌশল / ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, ৬৬৪৬৫ (Foundation Engineering) কোর্সের অংশ। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভাকেশনাল ডিসিপ্লিনের অংশ। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর Understand The Foundation On Clay and Plastic Silt ক্লাসটি, ৭ম অধ্যায়ের পাঠ।
Table of Contents
কাদামাটি এবং প্লাস্টিকের পলি
কাদা এবং নম্য পলির বৈশিষ্ট্য (Characteristics of clay and plastic silt deposit )
কাদা (Clay) : কাদা এক প্রকার পত্রব্য (Foliated) কেলাস গঠনের আণুবীক্ষণিক কণার মাটি। কলোয়েড বৈশিষ্ট্য, নম্যতা, সংসক্তি প্রবণতা এবং শোষণ ক্ষমতা প্রভৃতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সূচক গুণাবলি এ মাটিতে দেখতে পাওয়া যায়।
নম্য পলি (Plastic silt): কোন মৃত্তিকাংশের আণুবীক্ষণিক মোটাদানার অংশটুকুর নামই পলি। এর মধ্যে অতিরিক্ত নম্য পত্রব্য কণাবিশিষ্ট অংশের নাম নম্য পলি (Plastic silt)
কাদামাটির গুরুত্বপূর্ণ প্রকৌশল গুণাগুণ নিম্নে দেওয়া হল-
১। শিয়ার স্ট্রেংথ অল্প।
২। এটা প্রায়ই নম্য এবং সংকোচনশীল হয়।
৩। ভিজা থাকার জন্য এটি শিয়ার স্ট্রেংথ হারায়।
৪।ধ্রুব লোডে এর বিকৃতি হতে থাকে। –
৫।শুকালে হ্রাস পায় এবং ভিজালে বৃদ্ধিপ্রাপ্তি ঘটে।
৬। দুর্বল পদার্থ বিধায় ব্যাকফিল হিসাবে ব্যবহার করা সুবিধাজনক।
৭। এ মাটি অপ্রবেশ্য হয়।
কাদামাটি যে সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রদান করে, তা নিম্নে আলোচনা করা হল-
১। স্বাভাবিক লোড (Normally Loaded)-যুক্ত অবস্থায় কাদামাটি নরম থাকে।
২। প্রিলোডেড অবস্থায় এটা খুবই শক্ত হয়।
নম্য পলি মাটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেওয়া হল-
১। অব্যবহিত পরে লোড প্রয়োগে শিয়ার স্ট্রেংথ কম হয়।
২। উচ্চ কৈশিকতা (Capilarity) এবং হিমায়িত অবস্থাকে সহজে প্রভাবিত করার ক্ষমতাসম্পন্ন।
৩।অল্প ভেদ্যতা গুণসম্পন্ন।
৪। আপেক্ষিক ঘনত্ব (Relative density) কম বিধায় দৃঢ় করা অসুবিধা।
প্লাস্টিক সিন্ট এর প্লাস্টিসিটি নির্ণয় করা হয় প্লেট শেপড কণার শতকরা হার থেকে, না হয় জৈব পদার্থের পরিমাণ থেকে। বেশি পুরুত্বের সিল্টে প্রায় কম বা বেশি জৈব পদার্থ থাকে। এটা দ্বারা হ্রদ বা সমুদ্রের তাঁর গঠিত হয়, যা নদীর তলদেশে জমা হয়। এ সিল্টের স্তর যদি পানির তলের নিচে থাকে, তবে তা নরম এবং সংকোচনশীল (Compressible) হয়। সুতরাং প্লাস্টিক সিস্ট বা নম্য পলি, নরম থেকে মাঝারি কাদামাটির মতোই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য প্রদান করে। তাই ভিত্তি ডিজাইন করতে নম্য পলি এবং কাদামাটিকে একই রকম মনে করা হয়।
বিভিন্ন অবস্থায় কাঠামোকে সাপোর্ট দিতে প্লাস্টিক সিস্ট এবং ক্লে এর উপর ফুটিং, পায়ার এবং পাইল ব্যবহার করা যেতে পারে। তবে বসনের পরিমাণ জানা এবং বিয়ারিং ক্যাপাসিটি ব্যর্থতা প্রতিরোধে নিরাপদ সহগ নির্ণয় করতে প্রত্যেক প্রকার ভিত্তির জন্য আলাদাভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

মাটির শিয়ারিং রেজিস্ট্যান্সের উপর ভারবহন ক্ষমতা নির্ভর করে। সম্পৃক্ত কাদামাটির উপর ফুটিং এর মাধ্যমে যখন প্রথমবার লোড প্রয়োগ করা হয়, তখন এর মধ্যে অতিরিক্ত পোর প্রেসার (Pore pressure) সৃষ্টি হয়। কাদামাটি অপ্রবেশ্য বিধায় তাড়াতাড়ি ছড়ায় (dissipate) না। এ কারণে আলড্রেনড অবস্থায় অল্প বিরতি দিয়ে লোড প্রয়োগ করা হয় এবং $ = 0 বিশ্লেষণ গ্রহণযোগ্য। তাই স্ট্রেংথ লওয়া হয়, আনড্রেনড শিয়ার স্ট্রেংথ এর সমান বা আনকনফাইভ শিয়ার স্ট্রেংথ এর অর্ধেক।
কাদা স্তরের নিচের ভিত্তির বসন (Settlement of foundation under laying by clay) :
কাদামাটি এবং প্লাস্টিক সিল্টের উপর প্রায় সকল ধরনের ভিত্তি অবস্থিত। এক্ষেত্রে ভারবহন ব্যর্থতা প্রতিরোধে পর্যাপ্ত নিরাপদ সহগ প্রদান করা হয়। পার্থক্যমূলক বসন (differential settlement) এর পরিমাণও যথাযথভাবে হিসাব করা প্রয়োজন হয়, যাতে মাটির চাপ যেন নিরাপদ লোডকে অতিক্রম না করে।
তাই মাটির ভারবহন ক্ষমতা এবং বসনের পরিমাণ হিসাব করা খুবই গুরুত্বপূর্ণ। যদি পার্থক্যমূলক বসন বেশি হয়, তবে ভিত্তির ধরন অথবা লে-আউট পরিবর্তন করা অবশ্যই পা হয় কাদামাটিতে কনসোলিডেশন জনিত কারণে কাঠামোর বেইসের উপর একটি বিন্দুতে বসনের পরিমাণ চারটি ধাপের মাধ্যমে নির্ণয় করা হয়। তাই কনসোলিডেশনের জন্য বেইসের নিচে একটি পাতলা স্তর বিবেচনা করা হয়।
প্রথমত ঃ প্রারম্ভিক কার্যকরী চাঁপ (Original effective pressure) P. নির্ণয়- সাধারণত স্তরের মধ্য উচ্চতায় হিসাব করা হয়।
দ্বিতীয়ত ঃ বর্ধিত চাপ (Increase in pressure) AP হিসাব করা- প্রদত্ত বিন্দুর নিচে এবং কাদা স্তরের মধ্য উচ্চতায় হিসাব করা হয়।
তৃতীয়ত ঃ কাদামাটির সংকোচনশীলতা (Compressibility) বাহির করা।
কাদামাটি এবং প্লাস্টিকের পলি নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ