ফ্লোর টাইলস স্থাপন আজেকর ক্লাসের বিষয়। ফ্লোর টাইলস স্থাপন ক্লাসটি কন্সট্রাকশন প্রসেস কোর্সের অংশ। কন্সট্রাকশন প্রসেস কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলোজির অংশ।
Table of Contents
ফ্লোর টাইলস স্থাপন
টাইলস ব্যবহারের প্রধান কারণ হচ্ছে স্থাপনের সময়, দীর্ঘস্থায়িত্ব, সৌন্দর্য, সহজ পরিচর্যা ইত্যাদি। এছাড়াও টাইলস ব্যবহারের জন্যে রয়েছে নানাবিধ কারণ। যেমনঃ টাইলস অনেকে বাড়ি নির্মাণের জন্য বেছে নেন অল্প সময়ে এটি স্থাপন করা যায় বলে ও সহজে যত্নও নেওয়া যায় বলে। এছাড়াও বাড়ি নির্মাণের খরচ অনেকটা কমে আসে যেহেতু, দেয়ালে টাইলস ব্যবহারের ক্ষেত্রে রঙ করার প্রয়োজন হয় না। দেয়ালে নোনা ধরার সম্ভাবনা থাকে না একদমই। দেয়াল ড্যাম হওয়ারও সম্ভাবনা থাকে না। এমনকি মেঝেও সমতল থাকে, আঘাতে সহজে ভাঙ্গে না।
এছাড়া, টাইলস সঠিকভাবে বসালে পরে মেঝে এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু হওয়ার সম্ভাবনা থাকে না। যেভাবেই ব্যবহার করুন না কেন সহজে স্ক্র্যাচ বা মরিচা পড়ে না এবং আগুন প্রতিরোধী। আর টাইলস সহজে প্রতিস্থাপন করা যায় ও রক্ষণাবেক্ষণও সহজ। এছাড়া মোজাইক ও মার্বেলের চেয়ে তুলনামূলক কম খরচ ও বেশিদিন টেকেও।
টাইলস বসাতে যে উপাদানগুলো লাগবে
- সিমেন্ট
- টাইলস
- বালি
- পিগমেন্ট
- হোয়াইট সিমেন্ট

টাইলস বসানোর পদ্ধতি
ফ্লোরে টাইলস বসানোর আগে টাইলস করার নিয়ম অনুযায়ী ওয়াটার পাইপ দিয়ে পুরো ফ্লোরের লেভেল মার্ক করে নিতে হবে। এরপর মশলা দিয়ে একটি টাইলস বসিয়ে ফ্লোরে পায়া করে নিতে হবে। এরপর সুতা বেঁধে ফ্লোর টাইলসগুলো বসাতে হবে। দেয়ালের ক্ষেত্রেও মশলা দিয়ে পায়া করতে হবে যেন সারি ঠিক থাকে। বর্ডার থাকলে তা হিসাবের মধ্যে এনে লাইন-বাই-লাইন টাইলস বসাতে হবে। টাইলস বসানোর সময় কাঠ বা রবারের হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে যেন ভিতরে কোন ফাঁপা বা বাতাস না থাকে। টাইলসের মধ্যকার জয়েন্টগুলো যেন ২ মিলিমিটারের চেয়ে বেশি না হয়।
যতটুকু সম্ভব দরজা খোলার পর টাইলসের কাটপিস যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং ১.৫” এর বেশি কাটপিস যেন না হয়। টাইলস যেন চৌকাঠের উপরে না উঠে সেদিকেও খেয়াল রাখতে হবে। ফ্লোর টাইলস পুরো ইউনিটে এক জয়েন্ট হতে পারে অথবা অথবা কমন এরিয়া বা রুম বাই রুম আলাদা হতে পারে। স্কার্টিং এর উচ্চতা সাধারণত ৪” হয় এবং দেয়ালে ফ্ল্যাশ হলে ভালো তা নাহলে ময়লা জমে।
নূন্যতম ৭ দিন কিউরিং করতে হবে। সবশেষে দেয়াল বা ফ্লোর টাইলস এর জয়েন্টগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। টাইলসের রঙ মিলিয়ে হোয়াইট সিমেন্ট ও পিগমেন্ট দ্বারা পুটিং বানিয়ে পয়েন্টিং করতে হবে। পয়েন্টিং করার পর সাদা মার্কিং কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং ২ দিন ভেজা ন্যাকড়া দিয়ে টাইলস মুছতে হবে।
ফ্লোর টাইলস স্থাপন নিয়ে বিস্তারিত :
https://youtu.be/RYl1ytKdQnw
আরও দেখুন :