বলের সামান্তরিকের সূত্র | Structural Mechanics 2

বলের সামান্তরিকের সূত্র আজকের আলোচনার বিসয়। বলের সামান্তরিকের সূত্র [Parallelogram Law Of Forces] ক্লাসটি স্ট্রাকচারাল মেকানিক্স (৬৬৪৪১) এর অংশ । বলের সামান্তরিকের সূত্র [Parallelogram Law Of Forces] সহ স্ট্রাকচারাল মেকানিক্স Structural Mechanics এর সকল ক্লাস নিয়েমতি পেতে আমোদের গুরুকুল সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি (Civil Engineering & Technology Gurukul) তে যুক্ত থাকুন।

 

বলের সামান্তরিকের সূত্র

সূত্র : কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোন কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তা হলে ঐ বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে।

ব্যাখ্যা ঃ

মনে করি O বিন্দুতে একটি কণার উপর  ও   ই দুটি ভেক্টর রাশি একই সময়ে   কোণে ক্রিয়া করছে [চিত্র ১.১৬। OA ও OC-কে সন্নিহিত বাহু ধরে OABC সামন্তরিকটি অংকন করি এবং OB যুক্ত করি। এই সূত্রানুসারে উভয় ভেক্টরের ক্রিয়াবিদু O থেকে অংকিত কৰ্ণ ই ভেক্টর P ও Q-এর লব্ধি R নির্দেশ করে।

বা,  +  = 

 

বলের সামান্তরিকের সূত্র

চিত্র : ১.১৬

 

লব্ধির মান নির্ণয় :

মনে করি লব্ধির মান R এবং  কোণটি সূক্ষ্মকোণ। এখন B বিন্দু হতে OA-এর বর্ধিত অংশের উপর BN টানি যা বর্ধিত OA বাহুকে N বিন্দুতে ছেদ করল।

AB ও OC সমান্তরাল।

α। আবার OBN ত্রিভুজের,

OB2 = ON2 + BN2 = (OA + AN)2 + BN2

= OA2 + 20A.AN + AN2 + BN2

আবার, BNA সমকোণী ত্রিভুজে, AB2 = AN2 + BN2

বা, OC2 = AN2 + BN2 [ AB = OC ]

এখন ত্রিকোণমিতির সাহায্যে আমরা পাই, cos α 

AN = AB cos = OC cos 

সুতরাং OB2 = OA2 + AB2 + 20A.AB cos 

বা, OB2 = OA2 + OC2 + 2OA. OC cos 

বা, R2 = P2 + Q2 + 2PQ cos 

  (4)

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

লব্ধির দিক নির্ণয় :

মনে করি P-এর সাথে  কোণ উৎপন্ন করে লব্ধি R ক্রিয়া করছে।

সুতরাং OBN সমকোণী ত্রিভুজে,

tan

      (5)

BAN সমকোণী ত্রিভুজে, 

 

সমীকরণ (4) এবং সমীকরণ (5) হতে যথাক্রমে R এবং  পাওয়া যায়।

সুতরাং, দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে এদের লন্ধির মান হবে ভেক্টরদ্বয়ের যোগফল এবং দিক হবে ভেক্টরদ্বয় যেদিকে ক্রিয়া করে সেদিকে।

 

 

বলের সামান্তরিকের সূত্র নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ

Leave a Comment