একতলা বিল্ডিং ড্রয়িং

বিল্ডিং ড্রয়িং আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “একতলা দালান” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

একতলা বিল্ডিং ড্রয়িং

বিল্ডিং ড্রয়িং (Building drawings)

 

তথ্য প্রদানের সহায়তার জন্য নিম্নলিখিত ড্রয়িংগুলো প্রয়োজন ঃ

১। প্ল্যান (Plan) ঃ

‘প্ল্যান’ শব্দ দ্বারা সাধারণভাবে অধোদৃশ্য বুঝায়। তথাপি স্মরণ রাখা প্রয়োজন যে, বাড়ির ‘প্ল্যান’ এর ক্ষেত্রে প্ল্যান শব্দটি দ্বারা প্রকৃতপক্ষে এ জাতীয় সাধারণ ভাবের অধোদৃশ্য বুঝায় না। জানালার অর্থ-উচ্চতায় দালানটিকে অনুভূমিকভাবে ছেদন করে উপরি অংশ অপসারণ করা হয়। এ অবস্থায় উপর হতে যে প্রকার দেখায় ঐ দৃশ্যকে প্ল্যান বলা হয়। সুতরাং এটা কেবল ‘প্ল্যান’ রূপে অভিহিত হলেও কার্যত দালানের সেকশনাল প্ল্যান (Sectional plan) অর্থাৎ ছেদিত অবস্থায় অধোদৃশ্য।

প্ল্যান অঙ্কন করার পূর্বে দালানের বিভিন্ন কক্ষের সন্নিবেশ ও মাপ, দরজা-জানালার অবস্থান, ইত্যাদি দেখিয়ে নির্দিষ্ট স্কেলে এক রেখা (Single line) এর সাহায্যে একটি খসড়া দৃশ্য অঙ্কন করা হয়। এ দৃশ্যকে বলা হয় লাইন প্ল্যান (Line plan)। এতে বিস্তারিত বিবরণ বা তথ্যাদি প্রদান করা হয় না। কিন্তু সেকশনাল প্ল্যান বা প্ল্যানে কক্ষের সন্নিবেশ ও মাপসহ দেওয়ালের প্রস্থ, জানালা, দরজা, বিম, দেওয়ালস্থিত তাক (Shelf) ইত্যাদির অবস্থানের পরিচয় দেওয়া হয়। তা ছাড়া দরজা ও জানালার পাল্লা কোনদিকে খুলবে, প্ল্যানিং ও স্যানিটারি ফিক্সচার এর অবস্থান ইত্যাদি এতে দেখিয়ে দেওয়ার নিয়ম।

তাত্ত্বিক লাইন প্ল্যান থেকে প্ল্যান অঙ্কন করতে হলে প্রথমে একটি সরলরেখা টেনে সম্মুখ দেওয়ালের বাইরের দৈর্ঘ্যকে নির্দিষ্ট স্কেলে কেটে নিতে হবে। এখন উভয় দিকে লম্বভাবে রেখা টেনে পার্শ্বস্থ দেওয়ালের দৈর্ঘ্যকে ঐ একই স্কেলে কেটে চিহ্নিত করতে হবে। ছেদবিন্দু দুদিকে যুক্ত করে উপরের দিকে অনুভূমিকভাবে রেখা টানা হয়। এবার দেওয়ালের গ্রন্থ মাপকে ঐ একই স্কেলে পূর্বের টানা রেখাগুলোর সমান্তরালের ভিতরের দিকে রেখা টানতে হবে।

পরে দরজা, জানালার ফোকরের কেন্দ্র, দেওয়ালের কোণ হতে যে দূরত্বে অবস্থিত তাকে পূর্বের ন্যায় একই স্কেলে কেন্দ্র রেখা টানা হয়। পরে দরজা ও জানালা দেওয়ালের উপরিভাগ হতে যে দূরত্বে বসানো আছে ঐ দূরত্বে এবং ছেদিত অবস্থায় চৌকাঠের দৃশ্য যে প্রকার হয়, ঐ প্রকার দৃশ্য সরলরেখা দ্বারা অঙ্কন করা হয়। শেষে, পার্টিশন দেওয়াল, সিঁড়ি, বারান্দা ইত্যাদি অঙ্কন করা হয়।

সেকশনাল প্ল্যানে জানালার উপরিস্থ সানশেড বা ছাজা এবং ছাদের তলে অবস্থিত বিম দৃশ্যে আসে না। তথাপি এদের অস্তিত্বকে বুঝানোর জন্য সাধারণত প্ল্যানে ছিন্ন রেখা দ্বারা দেখানো হয়ে থাকে। দৃশ্যটিতে দেওয়ালের যে যে স্থান ছেদিত হয়েছে ঐ স্থানে ৪৫° কোণে নত ছেদ রেখা (Sectional line) টানতে হয়।

 

বিল্ডিং ড্রয়িং

 

২। সম্মুখ দৃশ্য (Elevation)ঃ

দালানের সম্মুখ কীরূপ দেখাবে তা এলিভেশনে দেখানো হয়। তা ছাড়া দালানটির স্থাপত্য শিল্প (Architecture) কী প্রকার, দরজা-জানালা কোথায় কী প্রকারে অবস্থিত তাও জানা যাবে। এটা অঙ্কন করতে, প্রথমে ভূমিতল রেখা (Ground line) টেনে নির্দিষ্ট উচ্চতায় মেঝে এবং ছাদের তল সূচক রেখা টানা হয়। পরে প্ল্যান হতে প্রজেকশন রেখা টেনে জানালার অবস্থান ও উচ্চতা নির্দিষ্ট করে ছাদসহ দৃশ্যটিকে সম্পূর্ণ করা হয়।

 

৩। ছেদিত দৃশ্য ঃ

এলিভেশনে দালানের স্থাপত্য শিল্পসহ দরজা-জানালা ইত্যাদি কোথায় কী প্রকারে অবস্থিত তা জানা যায়। কিন্তু ভিতরের কোন পরিচয় এ হতে পাওয়া সম্ভব নয়। এ কারণে দালানটিকে এক উল্লম্ব তল দ্বারা পূর্ণ বা অর্ধভাবে ছেদন করে দৃশ্য নেয়া হয়ে থাকে। এক্ষেত্রে পূর্ণভাবে ছেদিত দৃশ্যকে সেকশনাল ফ্রন্ট এলিভেশন এবং অর্ধভাবে ছেদিত দৃশ্যকে হাফ সেকশনাল ফ্রন্ট এলিভেশন বলে। এ ছেদিত দৃশ্য নেয়ার জন্য ছেদ তলকে একটিমাত্র সরলরেখা সূত্রে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দালানের কোনো গুরুত্বপূর্ণ অংশকে বিশদভাৱে বুঝানোর জন্য ছেদ তলকে এক সমকোণে আঁকাবাঁকা রেখা সূত্রেই (Staggered at right angles) নেয়া যেতে পারে।

ছেদিত অবস্থায় গৃহীত ‘সম্মুখ এলিভেশন দৃশ্যের মাধ্যমে দরজা ও জানালার দেওয়াল হতে দূরত্ব, মেঝে ও ছাদের বিবরণ, প্লিন্থ ও বুনিয়াদের গঠন এবং উচ্চতা, ড্যাম্প প্রুফ কোর্স ইত্যাদির পরিচয় দেওয়া হয়।

 

আদর্শ আবাসিক ভবনের উপাদান ( Standard residential building component):

  • বৈঠকখানা (Drawing room)
  • খাবার কক্ষ (Dining room)
  • বেড রুম (Cover (Bed room))
  • অফিস রুম (Office room)
  • অতিথি কক্ষ (Guest room) 
  • রান্নাঘর (Kitchen room)
  • স্টোর রুম (Store room)
  • স্নান এবং WC (Bath and WC)
  • প্যান্ট্রি বা খাবার ঘর (Pantry or food room) 
  • সাজঘর (Dressing room)
  • সামনের ও পিছনের বারান্দা (Front and rear varandah)
  • সিঁড়ি (Staircase)
  • গ্যারেজ (Garage)
  • গৃহকর্মীর ঘর (Servant’s room)
  • বারান্দা (Porch)
  • প্রার্থনার কক্ষ (Prayer room)
  • পড়ার কক্ষ (Study room)

 

বিল্ডিং ড্রয়িং

 

 

 

আরও পড়ুন:

 

Leave a Comment