বৈদ্যুতিক এনার্জি মিটার | অধ্যায়-২৩ ও ২৪ | বিল্ডিং মেইনটেন্যান্স-২

আজকে আমাদের আলোচনার বিষয় – বৈদ্যুতিক এনার্জি মিটার যা অধ্যায়-২৩ ও ২৪ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত।  শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

বৈদ্যুতিক এনার্জি মিটার

এলার্জি মিটার-এক্স পরিচিতি

এনার্জি মিটার এক প্রকার বৈস্যুভিক পরিমাপক যন্ত্র। এয় সাহায্যে কোনো সার্কিটের বৈদ্যুভিক এলার্জি পরিষাপ করা হয়। এনার্জি পিটারকে ওরটি আওরায় বা কিলোওয়াট আওয়ার পিটায়ও বলা হয়। এ মিটায়-এ বৈদ্যুন্ডিক পাওয়ার এবং কত সময় এই পাওয়ার ব্যয় হয়েছে সে সময়ের গুণফল সরাসরি পাওয়া যায়। বর্তনীতে যুদ্ধক্ষণ পর্যন্ত পাওয়ার ব্যয় হয়, কতক্ষণ পর্যন্ত ডায়ালের কাঁটাগুলো খুত্রে পাওয়ার খরচ রেকর্ড করে।

 

বৈদ্যুতিক এনার্জি মিটার

চিত্র : বিভিন্ন মিটার

এনার্জি মিটার ব্যবহার উল্লেখ করতে পারবে

বাসা-বাড়ি, ব্যবলা প্রতিষ্ঠান, শিল্পকারখানা, অফিল-আদালত, হাসপাঙ্কালসহ সব স্থানে ব্যবহৃত বিদ্যুৎ পরিমাপ করার জন্য এনার্জি মিটার ব্যবহার করা হয়।

এনার্জি মিটারের বিভিন্ন অংশ

 

বৈদ্যুতিক এনার্জি মিটার
চিত্র : মিটারের সংযোগ চিত্র

 

বৈদ্যুতিক এনার্জি মিটার
চিত্র: ডিজিটাল এনার্জি মিটার-এর বিভিন্ন অংশ

অনুশীলনী-২৩

অতি সংক্ষিপ্ত:

১। এনার্জি মিটার কী?

২। এনার্জি মিটার কত প্রকার ও কী কী?

সংক্ষিপ্ত:

১। এনার্জিমিটারের ব্যবহার উল্লেখ কর।

২। সিঙ্গেল ফেজ এনার্জি মিটার সংযোগ চিত্র অঙ্কন কর।

৩। থ্রি ফেজ এনার্জি মিটার সংযোগ চিত্র বর্ণনা কর।

রচনামূলক:

১। এনার্জিমিটারের বিভিন্ন অংশ চিহ্নিত কর এবং তা বর্ণনা দাও।

হ্যান্ড ড্রিল মেশিনের পরিচিতি

হ্যান্ড ড্রিল মূলত একটি যন্ত্রবিশেষ। এটি মূলত কাটিং টুলস যার মাধ্যমে ছিদ্র করা যায়। হ্যান্ড ড্রিল মেশিনে ড্রিল বীট ব্যবহার করা হয়। এই বীটটি বোরিং করে বস্তু ছিদ্র করা হয়।

 

বৈদ্যুতিক এনার্জি মিটার
চিত্র : হ্যান্ড ড্রিল ও বিট

হ্যান্ড ড্রিল মেশিনের ব্যবহার

হ্যান্ড ড্রিল দিয়ে বিভিন্ন সারফেসে ছিদ্র করা হয়। সাধারণত কাঠের জোড় বা ইলেকটিক্যাল ওয়্যারিং করার সময় ড্রিল দিয়ে ছিদ্র করা হয়

হ্যান্ড ড্রিল মেশিনের বিভিন অংশ

 

বৈদ্যুতিক এনার্জি মিটার
চিত্র : হ্যান্ড ড্রিল ও এর প্রধান অংশসমূহ

হ্যান্ড ড্রিল মেশিন ব্যবহারের কৌশল

হ্যান্ড ড্রিল ব্যবহারের সময় (PPE) ব্যক্তিগত নিরাপত্তার ওয়‍্যার পরিধান করতে হবে। হ্যান্ড ড্রিল সাবধানে ব্যবহার করতে হবে, কেননা এটা ম্যানুয়ালি পরিচালিত হয়। যথাযথভাবে পরিচালিত না হলে দুর্খটনা ঘটে ব্যবহারকারী গুরুতর আঘাতপ্রাপ্ত হতে পারে। নিম্নে একটি কর্মক্ষম হ্যান্ড ড্রিল -এয় ব্যবহার করার প্রক্রিয়া বর্ণনা করা হলো:

হ্যান্ড ড্রিল ব্যবহার করে একটি ছিদ্র করতে সব সময় ড্রিল করার সব উপাদান একটি ওয়ার্কবেক (workbench)-এ ক্লাম্প (যেমন সি ক্লাম্প) ব্যবহার করে শক্ত করে আটকে নিতে হবে। ড্রিল করার উপাদান গুলোর নিচে খনন স্থানে কাঠের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে যাতে কোনো কারণে ড্রিল বিট সব ছেদ করে কের হলেও যেন ওয়ার্কবেঞ্চ অক্ষত থাকে।

হ্যান্ড ড্রিল ব্যবহার করে একটি ছিদ্র করতে সব সময় হ্যান্ড ছিলের বিটকে সারফেসের উপর নিদিষ্ট স্থানে উল্লম্বভাবে (Vertically) স্থাপন করতে হবে। এক হাত দিয়ে ছিলের উপরের মেইন হাতল ধরতে হবে এবং অন্য হাত দিয়ে টার্নিং হাতল ধরে ঘড়ির কাঁটার ডিরেকশনে ঘুরাতে হবে।

 

বৈদ্যুতিক এনার্জি মিটার
চিত্র : হ্যান্ড ড্রিল ও এর ব্যবহার প্রক্রিয়া

ফলে স্ক্রিলের ঢাক (Chuck) এবং ড্রিল বিট (bit) ঘুরতে শুরু করবে। উপরের মেইন হাতলে হালকা চাপ প্রয়োগ করতে হবে। বলি চাপ প্রয়োগের মাত্রা বেশি দিতে হয় তবে ড্রিল বিট পরিবর্তন করতে হবে।

 

বৈদ্যুতিক এনার্জি মিটার
চিত্র : হ্যান্ড ড্রিল বিট

প্রথম কয়েকবারের জন্য হ্যান্ড ড্রিল ব্যবহার করা অবস্থায় দ্বিতীয় একজন ব্যক্তিকে পাশে দাঁড়াতে হবে। হ্যান্ড ড্রিল উল্লম্বভাবে অবস্থান করছে কিনা তা পরীক্ষা করার জন্য। ঘূর্ণনের ফলে ড্রিল বিট পর্যায়ক্রমে কাঠের ভিতর প্রবেশ করতে থাকবে এবং কাঠের গুড়ো
উপরে উঠে আসবে। এ গুঁড়োকে ব্রাশ বা অন্য কোনো উপায়ে সংগ্রহ করতে হবে। এই গুঁড়োকে বুলো হিসেবে উড়িয়ে দিতে মুখে ফুঁ দেয়া যাবে না, কারণ তা চোখে প্রবেশ করে বেদনাদায়ক হতে পারে।

 

বৈদ্যুতিক এনার্জি মিটার
চিত্র : হ্যান্ড ড্রিল বিট ও এর অংশসমূহ

একটি নির্দিষ্ট গভীরতায় একটি উপাদানের মধ্যে ড্রিল করা বন্ধ করতে হবে সে স্থানের কাছাকাছি বিট এক টুকরা মাস্কিং টেপ দিয়ে মোড়ানো হয়, ফলে সঠিক গভীরতায় ড্রিলিং বন্ধ করা যায়।

অনুশীলনী – ২৪

অতি সংক্ষিপ্ত :

১। হ্যান্ড ড্রিল মেশিন কী?

২। ড্রিল চাক কী?

সংক্ষিপ্ত :

১। হ্যান্ড ড্রিল মেশিনের প্রধান অংশসমূহ কী কী?

২। হ্যান্ড ড্রিল মেশিনের ব্যবহার উল্লেখ কর।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

রচনামূলক:

১। হ্যান্ড ড্রিল মেশিনের বিভিন্ন অংশ চিহ্নিত কর এবং তা বর্ণনা দাও।

২। হ্যান্ড ড্রিল মেশিন ব্যবহারের কৌশল বর্ণনা কর।

আরও দেখুন :

Leave a Comment