কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার | অধ্যায়-৬ | বিল্ডিং মেইনটেন্যান্স-২

আজকে আমাদের আলোচনার বিষয় – কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার যা অধ্যায়-৬ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত।  শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

দরজা-জানালা তৈরি, ব্যবহার ও অলংকৃত করার জন্য যে সমস্ত সরঞ্জাম বা যন্ত্রাংশ ব্যবহৃত হয় তাদের দরজা-জানালায় ব্যবহৃত হার্ডওয়্যার বলে। যেমন-হিনজ, হ্যান্ডেল, ল্যাচ, ডেড বেস্টস, লেটার প্লেট, সুইচ প্লেট, নবম এবং লক

 

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

 

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

 

বিভিন্ন আসবাবপত্রে ব্যবহৃত প্রয়োজনীয় হার্ডওয়্যারের তালিকা

জানালায় ব্যবহৃত হার্ডওয়্যারসমূহ

 

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

 

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

 

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

 

দরজা ব্যবহৃত  হার্ডওয়্যারসমূহ

 

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

 

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

 

বিভিন্ন প্রকার ফ্যাসেনিং-এর তালিকা

কাঠ দিয়ে বিভিন্ন রকমের আসবাবপত্র, কাঠামো ইত্যাদি তৈরি করে থাকি। আর এসব আসবাবপত্র ও কাঠামো মূলত অনেকগুলো কাঠ খণ্ডের সমন্বয়ে গঠিত। এ সমস্বর কাজে বিভিন্ন রকম (Joint) নিতে হয় এবং কাঠ খঞ্চ গুলোকে আটকানোর জন্য যে সব সামগ্রী ব্যবহার করা হয় ঐসব সামগ্রীকে কাঠের কাজে ফ্যাসেনিং ও সাজসরঞ্জাম বা হার বলে।

কাঠের কাজে বেশষ সামগ্রী ব্যবহার করা হয় এগুলো সাধারণ ধাতু নির্মিত কাঠের কাজে দুই বা ততোধিক অংশ এক সঙ্গে আৰম্ভ বা জোড়া লাগাতে ফ্যালেনার ব্যবহৃত হয়। এ কাজে বিভিন্ন প্রকার তার ব্যবহৃ হয়। মুটি কাঠকে একসঙ্গে আবদ্ধ করে রাখতে জয়েন্টকে শক্তিশালী করতে কাঠের সাথে কবলা, ডালা, হাতল ইত্যাদি লাগাতে ক্যালেনার ব্যবহৃত হয়। এ কাজে সাধারণত ব্যবহৃত হয়।

তারকাঁটা বা পেরেক সাইজ সাধারণত ১.২ সেন্টিমিটার হতে ১৫ সেন্টিমিটার (ইঞ্চি হতে ৬ ইঞ্চি) লম্বা এবং ২০ নং হতে ০নং গেজের হয়ে থাকে। তারফাঁটা বা পেরেক-এর পরেন্ট থেকে মাথার উপরিভাগ পর্যন্ত দুরত্বকে ভাৱকাটার দৈর্ঘ্য বোঝায়। তারকাঁটার দৈর্ঘ্য ইঞ্চিতে যা সেন্টিমিটারে প্রকাশ করা হয়।

কাঠের কাজের দুই বা ততোধিক অংশ একই সঙ্গে আছ বা জোড়া লাগাতে তারকাঁটা বা পেরেক (Nail) ব্যবহার করা হয়। অধিকাংশ তারকাঁটা বা পেরেক মাইন্ড স্টিলের (Mild steel) গোলাকার ভার দিে তৈরি হয়। আবার কোনো কোনো পেরেক খাজুর পাত দিয়ে তৈরি করা হয়। ঘরের ছাদে বা ক্ষণ আবহাওয়ার সংস্পর্শে ৰেসৰ ভাৱকাটা বা পেরেক ব্যবহার করা হয় তাদের পারে দার প্রদেশ (Coat) থাকে, নতুবা পেরেকে মরিচা (Rust) ধরবে।

 

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

 

তারকাঁটা বা পেরেক এর তিনটা অংশ থাকে, যেমন-

১। হেড (Head)

২। শ্যাঙ্ক (Shank)

৩। পয়েন্ট (Point)।

 

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

 

তারকাঁটা বা পেত্রোকের সবচেয়ে উপরের অংশের নাম হে (Head), তার নিচের অংশের নাম স্টার (Shank) সর্ব অংশের নাম প (Point)।
মাধ্য (Elend) ও শ্যাঙ্ক (Shink) এর আকার অনুসা বা কে (Nail) বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন –

  • (WWT HURT GT (Oval wire Nail)
  • র ওয়্যার দেশ (Roud wire nail)
  • (Floor Brad )
  • (FE (Clout)
  • প্যানেল পিন (Panel Pin)
  • (Veneer pin)
  • (Wooden pin)
  • টু সাইডস পয়েন্টেড नি (Two sides pointed pin)
  • রুফিং দেশ (Roofing Neal)
  • সকালে পিন (Escutcheon Pin)
  • রাগ দেশ (Wall Nail )
  • স্নেক হেড দেন (Deck Head Neil
  • ফাইবার বোর্ড নেন (ber Board Nail )

 

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

 

টেক (Tack) : এটা সাধারণত লোহা দিয়ে তৈরি হয়ে থাকে। মাথা বড় এবং ধারালো পয়েন্ট থাকে। বিভিন্ন রকমের টোক আছে। যেমন-

(ক) কার্ট টেক (Cut tack).

(খ) ইমশ্রুভড টেক (Improved Tack).

(ক) কটি টেক (Cut tack) এটা সাধারণত কুশনের কাজে ব্যবহার করা হয়। ০.৬ সেন্টিমিটার হতে ৩ সেন্টিমিটার (১/৪ ইঞ্চি হতে ১১/৪ ইঞ্চি) লৰা হয় ।

(খ) ইমড টেক (Improved tack) এটার মাথা কাট টেক হতে বড় এবং অন্যান্য সম্পূর্ণ কাট টেক (Cut tack) এর ন্যায়।

করিউপেটেড (Corrugated) : এটা লোহা দিয়ে তৈরি। পাশাপাশি দুটি কাঠকে দৃঢ়ভাবে আটকে রাখতে ব্যবহার করা হয়। এটা লোহার পাতলা পাতা আঁকাবাঁকা করে তৈরি করা হয়।

সাইজ: প্রয়োজন অনুযায়ী। ব্যবহার: প্লাইউড, হার্ডবোর্ড ইত্যাদির ভেতরে গোড়া দিতে এটি ব্যবহার করা হয়।

(Screw) : দুটি কাঠকে একসঙ্গে জোড়া দিতে, কাঠের সঙ্গে তালা, হাতল ইত্যাদি লাগাতে ফু ব্যবহার করা হয়। এটি কাঠকে দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখতে পারে এবং ইচ্ছামতো কাঠ থেকে খোলা যায়। জু সাধারণত নরম ইস্পাত, পিতল ভাষা ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। এর তিনটা অংশ। যেমন- মাথা, প্যাঙ্ক ও গ্রেড বা প্যাঁচমুক্ত অংশ।

 

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

 

১। মাথা (Head)

২। শ্যাঙ্ক (Shank)

৩। ব্লেড বা পাঁচযুক্ত অংশ (Threaded Portion)

মাথা (Head) : ক্রুর সবচেয়ে উপরের অংশের নাম মাথা বা হেড (Head)। জুব মাথা আকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে এবং মাথার আকৃতি অনুসারে জুর নামকরণ করা হয়। যেমন- রাউন্ড হেড ড. ফ্ল্যাট হেড ফ্লু ইত্যাদি। জ্বর মাথায় খাঁজ বা প্লট (Slot) কাটা থাকে।

 

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

 

শ্যাঙ্ক (Shank) : ক্রুর মাথার নিচে যে অংশটুকু মসৃণ থাকে অর্থাৎ কাঁটা থাকে না ঐ অংশের নাম শ্যাঙ্ক (Shank)। শ্যাঙ্ক (Shank) এর ব্যাস গেজ নম্বর নিয়ে নির্দেশ করা হয়। এ গেজ নং ০০ (শূন্য) হতে ২৪ নং পর্যন্ত থাকে।

ডেযুক্ত অংশ বা প্যাঁচানো অংশ (Threaded Portion) : শ্যাঙ্কের নিচে যে অংশটুকু প্যাঁচ বা ব্লেড থাকে তাকে ডেযুক্ত অংশ বলে।

জু এ থ্রেড বা প্যাঁচ অংশ দিয়ে কাঠকে আটকে রাখে।

জু (Screw) সাধারণত পাঁচ প্রকার। যেমন-

(ক) রাউন্ড হেড ফ্লু (Round head screw )

(খ) কাউন্টার সাঙ্ক জু (Counter sunk screw)

(গ) ওত্যাল হেড ফ্লু (Oval head screw

(ঘ) কোচ (Coach Screw )

(ঙ) ফিলিপস স্ক্রু বা স্টার হেড ফ্লু (Philips screw or star head screw) ইত্যাদি।

বিশেষ বিশেষ কাজে ব্যবহৃত গ্রুগুলোর নাম নিম্নরূপ-

(ক) ডাবল হেড ফ্লু (Double head screw )

(খ) হু হুক (Screw hook

(গ) কাপ হুক (Cup hook)

(ঘ) ভ্রু আই (Screw eye)

(ঙ) ড্রাইভ (Drive screw )

(চ) স্কয়ার জু হুক (Square screw hook) ইত্যাদি।

বিভিন্ন প্রকার হার্ডওয়্যার-এর ব্যবহার

 

কাঠের কাজে ব্যবহৃত হার্ডওয়্যার

 

কবজা ( hinges) : একটি কবজা এমন একটি যন্ত্রাংশ, যা দরজা বা জানালার ফ্রেমের সাথে দরজা বা জানালার পাল্লার এক প্রান্তকে ধরে রাখে এবং অন্য প্রান্ত থেকে দোল বা ঝুলিয়ে রাখে। সকল প্রকার দরজা বা জানালার পাল্লায় কবজা ব্যবহার করা হয়।

হাতল (handles) : দরজা বা জানালার পাল্লাকে ধরে খুলতে বা বন্ধ করতে ব্যবহৃত হয়।

ডেড বোল্টস (deadbolts) : এটা এক প্রকার লক বা ভালা বিশেষ, যা পাল্লাকে একদিক হতে তালা দেওয়ার সুবিধা দেয় এবং অপর প্রান্ত হতে চাবি ছাড়াই খোলার সুবিধা দেয়।

ছিটকিনি (latches): দরজা বা জানালার পাল্লাকে আটকাতে ব্যবহার করা হয়।

লেটার প্লেট (letter plates ) : সাধারণত দরজায় পরিচিতিমূলক তথ্যাদি প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়।

কাঁড়া (door knockers) : দরজায় শব্দ করার জন্য ব্যবহার করা হয়।

আই হোল/পিন হোল ( Pin hole ) : দরজা বন্ধ অবস্থায় অপর প্রান্তের দৃশ্য দেখার কাজে ব্যবহৃত হয়।

হ্যাচ বোল্ট (Hatch Bolt) : দরজা লক করার কাজে ব্যবহৃত হয়।

অনুশীলনী – ৬

অতি সংক্ষিপ্ত

১। দরজা-জানালায় ব্যবহৃত হার্ডওয়্যার কাকে বলে?

২। ফ্যাসেনিং কাকে বলে?

৩। কবজা (Hinges) কী?

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সংক্ষিপ্ত

১। তারকাঁটা বা পেরেক এর কয়টি অংশ ও কী কী ?

২। উঁচু (Screw)-এর কয়টি অংশ ও কী কী?

রচনামূলক

১। বিভিন্ন প্রকার তারকাঁটা বা পেরেক (Nail) এর নাম লেখ।

২। বিভিন্ন প্রকার স্ক্রু (Screw) এর নাম লেখ

৩। বিভিন্ন প্রকার হার্ডওয়্যার-এর ব্যবহার বর্ণনা কর।

আরও দেখুন :

Leave a Comment