আজকে আমাদের আলোচনার বিষয় – ব্রিক সলিং এর মালামাল ও শ্রম যা অধ্যায়-১৩ ও ১৪ এর সিভিল কন্সট্রাকশন ২ এ অন্তভুক্ত। শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে।
অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প- ২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত।
Table of Contents
ব্রিক সলিং এর মালামাল ও শ্রম
নির্ধারিত কাজে ইটের পরিমাণ
নির্ধারিত কাজে ইটের পরিমাণ হিসাব করার শুরুতে আমাদের ইটের মাপ জানতে হবে। নিম্নে মেট্রিক আদর্শ ইট এবং প্রচলিত ইটের মাপ উল্লেখ করা হলো।
সেট্রিক আদর্শ ইটের মাপ = ১৯ সেমি x ৯ সেমি x ৯ সেমি
মসলাসহ মেট্রিক আদর্শ ইটের মাপ = ২০ সেমি x ১০ সেমি x ১০ সেমি
মসলাসহ বর্তমানে প্রচলিত ইটের মাপ = ২৫.৪ সেমি x ১২.৭৪ ৭.৬ সেমি (১০”x ৫” xe”)


ক) নির্ধারিত কাজে ইটের পরিমাণ
মনে করি, ১০০ বর্গমিটার ব্রিক ফ্লাট সলিং কাজে ইটের পরিমাণ নির্ণয় করতে হবে।
প্রচলিত ইট মসলাসহ বর্তমানে প্রচলিত ইটের মাপ = ২৫.৪ সেমি X ১২.৭৪ ৭.৬ সেমি
২৫.৪ ১২.৭
প্রচলিত ১ টি ‘ইটের ক্ষেত্রফল = ———– X ———– বর্গ মি.=০.২৫৪ ০.১২৭ = ০.০৩২২ বর্গ মি. (ফ্লাট অবস্থায়)
১০০ ১০০
কাজের মোট পরিমাণ ১০০
মোট ইটের সংখ্যা = ——————————— = —————– =৩১০৬ টি
১ টি ইটের ক্ষেত্রফল ০.০৩২২
(হিসাব সহজের জন্য আমরা মসলাসহ ইটের পরিমাপ ধরেছি) মনে করি, ১০০ বর্গমিটার হেরিং বন্ড সলিং কাজে ইটের পরিমাণ নির্ণয় করতে হবে।
প্রচলিত ইট
মসলাসহ বর্তমানে প্রচলিত ইটের মাপ = ২৫.৪ সেমি X ১২.৭ x ৭.৬ সেমি
২৫.৪ ৭.৬
প্রচলিত ১ টি ইটের ক্ষেত্রফল = ———– X ———– বর্গ মি. =০.২৫৪ X ০.০৭৬ = ০.০১৯ বর্গ মি. (হেরিং অবস্থায়)
১০০ ১০০
কাজের মোট পরিমাণ ১০০
মোট ইটের সংখ্যা= ——————————— = —————– =৫২৬৩ টি
১ টি ইটের ক্ষেত্রফল ০.০১৯

নির্ধারিত কাজে বালির পরিমাণ
বালির পরিমাণ = ১ বর্গ মিটার ফ্লাট সলিং এ বালির পরিমাণ= ০.১৫ ঘনমিটার
১০০ বর্গমিটার ফ্লাট সলিং এ বালির পরিমাণ= ০.১৫ x ১০০ ঘনমিটার = ১৫ ঘনমিটার।
বালির পরিমাণ = ১ বর্গ মিটার হেরিং বন্ড সলিং এ বালির পরিমাণ = ০.৩ ঘনমিটার
১০০ বর্গমিটার ফ্লাট সলিং এ বালির পরিমাণ = ০.৩ x ১০০ ঘনমিটার = ৩০ ঘনমিটার।
১৩.৩ নির্ধারিত কাজে শ্রমিকের সংখ্যা এবং মজুরি
১০০ বর্গমিটার ব্রিক ফ্লাট সলিং কাজে শ্রমিকের সংখ্যা = ১০ জন
১০০ বর্গমিটার ব্রিক হেরিং বন্ড সলিং কাজে শ্রমিকের সংখ্যা = ১০ জন
পি ডব্লি ডি (গণপূর্ত অধিদপ্তর) সিডিউল অব রেটস ২০১৪ অনুসারে শ্রমিকের দৈনিক মজুরি = ৩০৩ টাকা (স্কিল বা দক্ষ লেবার), ২৪৫ টাকা (অদক্ষ লেবার)।
মিস্ত্রি = ৩৮৯ টাকা প্রতি দিন।
অনুশীলনী
সংক্ষিপ্ত প্রশ্ন
১) ব্রিক সলিং এর কাজে ইটের পরিমাণ উল্লেখ কর। ২) ব্রিক সলিং এর কাজে বালির-পরিমাণ উল্লেখ কর।
মোজাইক কাজে মালামাল ও শ্রম
নির্ধারিত মোজাইক কাজে মালামালের পরিমাণ হিসাব করার শুরুতে আমাদের কাজের পরিমাণ অর্থাৎ কত পুরু মোজাইক ও মালামালের অনুপাত জানতে হবে।

ধরি, ১০০ বর্গমিটার ও ৬ মিমি পুরু মোজাইক এবং সোজাইক চিপস, মোজাইক পাউডার, হোয়াইট সিমেন্ট, ক্ষিত কালারিং পিগমেন্ট এর অনুপাত্ত = ৫:১:৪:০.২৫
মোট-৫+১+৪+০.২৫- ১০.২৫
মোজাইকের পরিমাপ = ১০০০,০০৬= ০.৬ ঘনমিটার (আর্দ্র আয়তন)
শুষ্ক আয়তনের পরিমাণ= ০.৬১.৫-০.৯ ঘন মিটার (৫০% বেশি ধরে)
মোজাইক চিপসের পরিমাণ
০.৯
মোজাইক চিপসের পরিমাণ = ————– X ৫ =০,৪৪ ঘনমিটার
১০.৬৫
মোজাইক পাউডারের পরিমাণ
০.৯
মোজাইক পাউডারের পরিমাণ = ————– X ১ ০.০৮৮ ঘনমিটার
১০.৬৫
হোয়াইট সিমেন্টের পরিমাণ
০.৯
হোয়াইট সিমেন্টের পরিমাণ = ————– XB =০.৩৫ ঘনমিটার ৩০ ব্যাগ/ঘঃ সিঃ
১০.২৫
= ১১ ব্যাগ
ক্ষিত ফালারিং পিগমেন্ট পরিমাণ
০.৯
ক্ষিত কালারিং পিগমেন্ট পরিমাণ = ————– x ০.২৫ =০.০২২ ঘনমিটার = ২১ কেজি
১০.২৫
পি ডব্লি ডি (গণপূর্ত অধিদপ্তর) সিডিউল অব রেটস ২০১৪ অনুসারে প্রমিকের দৈনিক মজুরি ৩০৩ টাকা (স্কিল বা দক্ষ লেবার), ২৪৫ টাকা (অদক্ষ লেবার)।
মোজাইক মিস্ত্রি = ৩৮৯ টাকা প্রতি দিন।


অনুশীলনী
সংক্ষিপ্ত প্রশ্ন
১। মোজাইক চিপসের পরিমাণ নির্ণয় কর।
২। মোজাইক পাউডারের পরিমাণ নির্ণয় কর।
৩। হোয়াইট সিমেন্টের পরিমাণ নির্ণয় কর।
৪। ক্ষিত কালারিং পিগমেন্টের পরিমাণ নির্ণয় কর।
আরও দেখুন :