ভুমির উপর সমকোন তৈরিকরণ | Construction Process 1

ভুমির উপর সমকোন তৈরিকরণ আজেকর ক্লাসের বিষয়। ভুমির উপর সমকোন তৈরিকরণ ক্লাসটি কন্সট্রাকশন প্রসেস কোর্সের অংশ। কন্সট্রাকশন প্রসেস কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলোজির অংশ।

 

ভুমির উপর সমকোন তৈরিকরণ

কাজের নাম: ভূমির উপর সমকোণ তৈরিকরণ

প্রয়োজীয় যন্ত্রপাতি ও উপকরণ: কাঠের খুঁটি, ৩০ মিটার মেজারিং টেপ, মাটাম

প্রয়োজনীয় মালামাল: চুন, তিনটি কাঠের খুঁটি

 

ভুমির উপর সমকোন

 

কার্যপ্রণালি

১। প্রথমে ৩০ মিটার একটি মেটালিক টেপ নিতে হবে।

২। ফিতাটি ০ থেকে ১২ মিটার অংশ হাতে নিতে হবে।

৩ । ৩ মিটার দাগ অঙ্কটি খ বিন্দুতে স্থাপন করে চুল দিয়ে ভূমিতে দাগ দিতে হবে।

৪। খ-গ রেখা সমান ৪ মিটার করতে হবে। এ রেখার শেষ প্রান্ত হবে ৭ মিটার অঙ্কের দাগ (এ বিন্দুতে চুন দিয়ে দাগ দিতে হবে)।

৫। গ বিন্দুতে একটি খুঁটি পুঁতে ঐখান থেকে ৫ মিটার দূরত্ব ‘ক’ বিন্দুর দিকে নিতে হবে। এবার ফিতা ০ থেকে এর সাথে মিলাতে হবে। সমকোণ সৃষ্টির জন্য টান টান করে ধরতে হবে। দেখা যাবে ০

থেকে ১২ ‘ক’ বিন্দুতে মিলে গিয়ে ‘খ’বিন্দুতে সমকোণ সৃষ্টি হয়েছে।

৬ । খ বিন্দুতে মাটাম দ্বারা সমকোণ পরীক্ষা করে দেখতে হবে।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সাবধানতাঃ

১. সাবধানে যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

২. পরিমাপগুলো যথাযথ ও সুক্ষ্মভাবে নিতে হবে।

৩. পেগগুলো যথাস্থানে ভালোভাবে আটকাতে হবে।

৪. টান টান করে সুতা বাধতে হবে।

৫. সমকোণ তৈরির সময় সাবধানতা পালন করতে হবে।

 

ভুমির উপর সমকোন তৈরিকরণ নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ

Leave a Comment