আমাদের আজকের আলোচনার বিষয় মসলা ছাড়া ইটের গাঁথুনিকরণ । শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
মসলা ছাড়া ইটের গাঁথুনিকরণ
কাজের নাম: মসলা ছাড়া স্ট্রেচার বন্ডে ১২.৫ সে. মি. পুরু দেয়াল গাঁথা
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ: বাসুলি, গুলন ও সুতলি।
প্রয়োজনীয় মালামাল: প্রয়োজনীয় সংখ্যক ইট।
কার্যপ্রণালি:
(১) দেয়ালের দৈর্ঘ্য বরাবর দুই প্রান্তে দুইটি ইট বসাতে হবে।
(২) দেয়ালের ইটের স্তন্ন সোজা রাখার জন্য এঐ দুটি ইটের উপর অন্য দুটি ইট বসিয়ে ভাতে সুভা বেঁধে রাখতে হবে।
(৩) সুতা সোজা ইটের প্রান্ড মিলিয়ে মাঝখানে ইট বসাতে হবে।
(৪) দ্বিতীয় স্তর ইট বসানোর সময় প্রথমে ১টি তিন-চতুর্থাংশ ইট বসাতে হবে।
(৫) ওলন দিয়ে উলম্ব তলে ইট খাড়া কিনা পরীক্ষা কর। খাড়া না থাকলে কুর্দি দিয়ে সামনে পিছে আঘাত করে তা খাড়া বা সোজা করতে হবে।
(৬) ১ম ও ২য় স্তর গাঁথার পর ৩য় ৫ম ও ৭ম স্তর ১ম স্তরের অনুরূপ এবং ৪র্থ, ৬ষ্ট স্তর ২ স্তরের অনুরূপ করে গাঁথতে হবে।
(৭) কমপক্ষে সাত জ্বর পর্যন্ত গাঁথতে হবে।
মসলা ছাড়া হেডার বন্ডে ২৫ সে.মি. পুরু দেয়াল গাঁথা
কার্যপ্রণালি:
১। হেডারটি ইট সম্মুখ দিকে রেখে দেয়ালের দুইপ্রান্তে ২টি ইট বসাতে হবে।
২। ঐ দুটি ইটের উপর আরও ২টি ইট রেখে সোজা করে ইটদ্বয়ে সুতা বেঁধে উভয় দিকে সুভা টান টান করে বাঁধতে হবে।
৩। প্রথম দুটি ইটের মধ্যবর্তী জায়গায় হেডার হিসাবে পাশাপাশি ইট বসাও। (চিত্র দেখ)
৪। দ্বিতীয় স্তরে প্রথমে একটি ইট কেটে কুইন ক্লোজার তৈরি করে বসাতে হবে। তারপর ১ম স্তরের নিয়মে হেডার ইট পাশাপাশি বসাতে হবে।
৫। গুলনের সাহায্যে দেয়াল খাড়া আছে কিনা দেখতে হবে। ইট খাড়া বা সোজা না থাকলে কর্নি দ্বারা ইটকে সরিয়ে সঠিকভাবে বসাও।
৬। ১ম স্তরের অনুরূপ ৩য় ও ৫ম স্তর এবং ২য় স্তরের অনুরূেপ ৪র্থ ও ৬ষ্ঠ স্তর বসাতে হবে।
৭। ২য়, ৪র্থ ও ৬ ষ্ঠ স্তরে একটি কুইন ক্লোজার ইট ছাড়া বাকি ইট হেডার হিসেবে বসবে।
মসলা ছাড়া ইংলিশ বন্ডে ২৫ সে. মি. পুরু দেয়াল গাঁথা
কার্যপ্রণালি:
(১) স্ট্রেচার সম্মুখে রেখে দেয়ালের দৈর্ঘ্য বরাবর পাশাপাশি দুই প্রান্তে দুটি করে ইট বসাতে হবে।
(২) পূর্বে বসানো দুইপ্রান্তের দুটি ইটের উপর ইট বসিয়ে তার সাথে সুতা বেঁধে রাখতে হবে।
(৩) তারপর মধ্যবর্তী স্থানে সুতার সাথে মিলিয়ে সবগুলো ইট স্ট্রেচার হিসাবে বসাতে হবে।
(৪) দ্বিতীয় স্তরে প্রথম একটি হেডার তারপর একটি কুইন ক্লোজার বসিয়ে বাকি অংশে হেডার হিসাবে ইট বসাতে হবে।
(৫) মাটাম ও ওলনের সাহায্যে দেয়াল খাড়া হচ্ছে কিনা তা যাচাই করতে হবে।
(৬) বেজোড় সংখ্যক স্তরসমূহ একে অপরের অনুরূপ হবে এবং জোড় সংখ্যক স্তরগুলোও একে অপরের অনুরূপ হবে।
(৭) এক্ষেত্রে এক স্তর হেডার ও অন্য স্তর স্ট্রেচার হবে।
(৮) কমপক্ষে ছয় স্তর ইট গাঁথতে হবে।00
মসলা ছাড়া ফ্লেমিশ বন্ডে ২৫ সে. মি. পুরু দেয়াল গাঁথা
কার্যপ্রণালি:
(১) স্ট্রেচার সম্মুখে রেখে দেয়ালের দুই প্রান্তে দুটি করে ইট বসাতে হবে।
(২) দেয়াল সোজা রাখার জন্য দুইপ্রান্তের দুটি ইট সুতা দ্বারা বেঁধে রাখতে হবে।
(৩) প্রথম স্তরে মধ্যখানে একটি হেডার ও পাশাপাশি দুটি স্ট্রেচার বসাতে হবে।
(৪) দ্বিতীয় স্তরে প্রথম একটি হেডার তারপর একটি কুইন ক্লোজার বসিয়ে বাকি অংশে কুইন ক্লোজারের পর পাশাপাশি স্টেচার এবং এরপর হেডার এভাবে ইট বসাতে হবে।
(৫) মাটাম ও ওলনের সাহায্যে দেয়াল খাড়া হচ্ছে কিনা তা যাচাই করতে হবে।

(৬) প্রথম ও দ্বিতীয় স্তরের অনুরূপভাবে পর্যায়ক্রমে পরের স্তরগুলো গাঁথতে হবে।
(৭) মনে রাখতে হবে একই স্তরে একটি হেভারের পাশাপাশি দুটি স্ট্রেচার ধারাবাহিকভাবে বসাতে হবে।
(৮) কমপক্ষে ছয় স্তর ইট গাঁথতে হবে।
আরও দেখুনঃ