মসলা বা মর্টার সম্পর্কে ধারনা আজকের ক্লাসের আলোচ্য বিষয়। মসলা বা মর্টার সম্পর্কে ধারনা [ Basic Concept Of Mortar ] এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি ও দাখিল ভোকেশনাল ডিসিপ্লিনের, বিল্ডিং মেইনটেনেন্স [৬৪১৩] Building Maintenance [6413] বিষয়ের, ১৭ম অধ্যায়ের [Chapter 17] পাঠ যা ৯ম শ্রেণীতে [ Class 9] পড়ানো হয়।
মসলা বা মর্টার সম্পর্কে ধারনা
পরিমাণ মতো পানিসহ সিমেন্ট-বালু বা চুন-বালু বা চুন-সুরকি বা চুন-সুরকি-বালু আনুপাতিক হারে একত্রে মিশালে যে নরম মিশ্রণ বা পেস্ট তৈরি হয় তাকে মসলা বা মর্টার বলে।
ভালো মর্টারের বৈশিষ্ট্যবলি
এটা ভবন ইউনিটের ইট, পাথর ইত্যাদি দিয়ে ভালো আনুগত্য তৈরির সক্ষম হওয়া উচিত।
* এটা পরিকল্পিত চাপ তৈরিতে সক্ষম হওয়া উচিত।
* এটা বৃষ্টি জল অনুপ্রবেশ প্রতিরোধ করতে সক্ষম হওয়া উচিত
* এটা সন্ধা হওয়া উচিত।
* এটিকে টেকসই হতে হবে।
* এটিকে সহজে কার্যকর হতে হবে।
* এটার উপকরণ আবহাওয়ার সংস্পর্শে এলে এর স্থায়িত্ব প্রভাবিত হওয়া উচিত নয়।
* এটা দ্রুত সেট করা উচিত, যাতে নির্মাণ এ গতি অর্জন করা যেতে পারে।
মসলার ব্যবহার ক্ষেত্র নিম্নরূপ :
*গীনির কাজে,
*প্লাস্টার করার কাজে
* পয়েন্টিং-এর কাজে
*মোল্ডিং বা অলংকরণের কাজে
*বিভিন্ন মেরামত কাজে
সিমেন্ট মর্টার ও লাইম মর্টারের উপাদান
* সিমেন্ট মর্টার (Cement Mortar) : সিমেন্ট + বালু + পানি
* চুন মর্টার (Lime Mortar) : চুন + বালু + পানি সুরকি মর্টার (Surki Mortar) : চুন + সুরকি + পানি
* চুন-সুরকি মর্টার (Lime – Surki Mortar) : চুন + বালু + সুরকি + পানি
* মাড মর্টার (Mud Mortar) : কাঁদা + গোবর + তুষ/কাঠের গুঁড়া + পানি

সিমেন্ট মর্টার ও লাইম মর্টারের অনুপাত
* সিমেন্ট মর্টার → সিমেন্ট : বালু : 2
* চুন মর্টার → চুন : বালু ⇒ ১ : ৩
* সুরকি মর্টার → চুন সুরকি → ১ : ২.৫
* চুন-সুরকি মর্টার → চুন : বালু : সুরকি → ১ : ১ : ১
* মাড মর্টার→ কাঁদা : গোবর : তুষ/কাঠের গুঁড়া ⇒ ১ : ১ : ১
সিমেন্ট মর্টার ও লাইম মর্টারের পার্থক্য নিম্নরূপ :
মসলা বা মর্টার সম্পর্কে ধারনা নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ