মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় আজেকর ক্লাসে আলোচনা করা হয়েছে। মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় [Determination of soil bearing capacity] ক্লাসটি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং (৬৬৪৬৫) কোর্সের ৩ অধ্যায়ের [Chapter 3] পাঠ। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং (৬৬৪৬৫) (Foundation Engineering) কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, পলিটেকনিক ডিসিপ্লিনের অংশ।
মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়
সাব-সয়েলের ব্যর্থতা ব্যতিরকে প্রতি একক ক্ষেত্রফলের উপর মাটি যে পরিমাণ ভার বহন করতে পারেতাকে মাটির ভারবহন ক্ষমতা (Bearing capacity of soil) বলে। ভারবহন ক্ষমতা মাটির কণার বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। একে P দ্বারা প্রকাশ করা হয়।
ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য ব্যবহৃত প্রচলিত পদ্ধতিগুলোর নাম নিম্নরুপঃ
১। প্লেট লোড পরীক্ষা (Plate Load Test)
২। আদর্শ পেনিট্রেশন পরীক্ষা (Standard Penetration Test)

মাটির ভারবহন ক্ষমতা বা Bearing Capacity নিম্নে লিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে।
ক) মাটির ধরণ, প্রকৃতি, ভৌগোলিক অবস্থান, ভৌত ও রাসায়নিক ধর্মের উপর নির্ভর করে। এছাড়া মাটির ঘনত্ব বা Density, শেয়ার ষ্ট্রেন্থ বা Shear Strength ইত্যাদি।
খ) মাটির সংকোচন বা Clay Shrinkage মাটি কি অবস্থায় আছে তার উপর নির্ভর করে।
গ) ভূমি হতে মাটির নিচে পানির লেভেল বা Water Level কত দূরে অবস্থান করে সেই বিষয় জানতে হবে।মাটির ভারবহন -ক্ষমতা ফাউন্ডেশনের আকৃতির উপর নির্ভর করে। সেগুলো হলো।১। ফাউন্ডেশনের ধরণ, ফুটিং, কম্বাবাইন, র্যাফট অথবা পাইলিং ইত্যাদির উপর।
২। ফাউন্ডেশনের ভারবহন ক্ষমতা আকার বা Size অথবা আকৃতি বা Shape এর উপর নির্ভর করে। যেমনঃ ত্রিভুজ (Triangle), গোলাকার (Circle), বর্গাকার (Square), চতুর্ভুজ (Quadrilateral), আয়তাকার (Rectangular), পঞ্চোভুজ (Pentagon) ইত্যাদি।
৩। ফাউন্ডেশনের গভীরতার উপর নিরর্ভর করে। কোহেসনলেস মাটি বা Cohesion Less Soil কাদামাটির বর্ণনা।১। নুড়ি বা গ্রিভেল, মোটা বালু ৪৫ টন প্রতি মিটার ভার বহন করতে পারে T/M2.
মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ