আজকে আমাদের আলোচনার বিষয় – বিল্ডিং মেইনটেন্যান্সের অ্যাভোমিটার যা অধ্যায়-২২ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
বিল্ডিং মেইনটেন্যান্সের অ্যাভোমিটার
অ্যাভোমিটার এর পরিচিতি
যে মিটারের সাহায্যে অ্যাম্পিয়ার (A) ভোল্ট (V) এবং ওহম (0) পরিমাপ করা হয় তাকে অ্যাভো (AVO) মিটার বলে। একে মাল্টিমিটার নামেও অভিহিত করা হয়। এটা দুই ধরনের পাওয়া যায়, যথা-১) এনালগ ও ২) ডিজিটাল।

অ্যান্ডোমিটারের ব্যবহার
কাজের দিক দিয়ে অ্যাভোমিটার কে চার ভাগে ভাগ করা যায়।
- এসি ভোল্টেজ পরিমাপক,
- ডিসি ভোল্টেজ পরিমাপক,
- ডিসি মিলি অ্যাম্পিয়ার পরিমাপক,
- ওহম পরিমাপক।

- AC Voltage: Ac voltage মাপার সময় অ্যাভোমিটার সিলেক্টর AcV 250 এ রেখে মাপতে হবে, তখন Avometer এর চতুর্থ স্কেল দেখতে হবে।
- De Voltage: Dc Voltage মাপার সময় Avomiter selector Dc V 10 রেখে মাপতে হবে, তখন মিটারের ২য় স্কেল দেখতে হবে।
- De Mili Ampiear: ব্যাটারির এম্পিয়ার মাপার সময় icma 25 আথবা 0.25 এ রেখে মাপতে হবে। ব্যাটারি ভালো থাকলে মিটারের রিডিং দ্রুত দেখাবে।
- Ohm: Avometer Selector x1 থেকে x10k রেখে মাপতে হবে, তখন মিটারের প্রথম স্কেল দেখতে হবে।
অ্যাভোমিটারের বিভিন্ন অংশ

অ্যাভোমিটারের সাহায্যে ভোল্টেজ পরিমাপ পদ্ধতি
১) Ac voltage মাপার সময় অ্যাভোমিটার সিলেক্টর Ac V250 এ রাখতে হবে।
২) ভোল্টেজ পরিমাপ করার সময় অ্যাভোমিটারকে লোডের প্যারালালে সংযোগ করতে হবে।
৩) কানেকটিং লিভষয়ের পজিটিভ প্রান্তকে লোডের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তকে লোডের নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ করতে হবে।
৩) এখন Avometer-এর চতুর্থ স্কেল দেখতে হবে। এবং মিটার রিডিং নিতে হবে।
৪) মিটারের কাটা যত দাল পর্যন্ত যাবে সেই সংখ্যাকে প্রতি দাগের মান দিয়ে গুণ করলে লোডের ভোল্টেজ পাওয়া যাবে।
অনুশীলনী-২২
অতি সংক্ষিপ্ত :
১। অ্যাভোমিটার কী?
২। কাজের দিক দিয়ে অ্যাভোমিটার কে কয় ভাগে ভাগ করা যায়?
৩। এসি ভোল্টেজ কী?
৪। ডিসি ভোল্টেজ কী?
৫। De Mili Ampear কী?
৬। ওহম কী?
সংক্ষিপ্ত:
১। অ্যাভোমিটার-এর পরিচিতি বর্ণনা কর।
২। অ্যাভোমিটারের ব্যবহার উল্লেখ কর।
৩। অ্যাভোমিটারের বিভিন্ন অংশের নাম লেখ।

রচনা মূলক:
১। অ্যাভোমিটারের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করার পদ্ধতি বর্ণনা কর।
২। অ্যাভোমিটারের বিভিন্ন অংশের বর্ণনা দাও।
আরও দেখুন :