বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

আমাদের আজকের আলোচনার বিষয়ঃ বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ।

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

আর্চের সংগা

গোলাকার আকৃতির ইট বা পাথরের খণ্ডের Mechanical Arrangement, যা কোনো Opening -এর উপর স্থাপিত হয়ে তার নিজস্ব ও তার উপর পতিত অন্যান্য ওজন Opening -এর দুই পার্শ্বের Support এর উপর ছড়িয়ে দেয় তাকে আর্চ বলে।

অর্থাৎ, দেয়ালের দরজা, জানালা অথবা যে কোনো ফেকিরের উপরও লোডকে বহন করার জন্য স্তরে আকার ইট অথবা পাথর ব্লক দিয়ে বিশেষভাবে নির্মিত ধনুকাকৃতির পাণ্ডুনিকে আর্দ্র বা খিলান বলে ।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

আর্টের প্রকারভেদ

নির্মাণ উপকরণ অনুযায়ী আর্চের শ্রেণি বিভাগ

১। ইটের আর্ট (Brick Arch)

  • রাফ আর্চ (Rough Arch
  • অ্যানড বা রাফ-কাটা আর্ট (Axed or rough cut Arch over (Gauged Arch)
  • ইটের ফ্লাট আর্চ (Brick Flat acrch)

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

২। স্টোন আর্চ (Stone Arch)

  • রাবল আর্চ (Ruble Arch),
  • অ্যাপলার আর্চ (Ashlar Arch

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

৩। কংক্রিট আর্চ (Concrete Arch)

  • কংক্রিট ব্লক আর্চ (Concrete block Arch).
  • নোলিখি কংক্রিট আর্চ (Monalithic Concrete Arch),

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

আর্টের কেন্দ্র সংখ্যার উপর নির্ভর করে শ্রেণি বিভাগ

১। এক কেন্দ্র বিশিষ্ট আর্দ্র (One-centered Arch),

  • সেগমেন্টাল আর্ট (Segmental Arch).
  • অর্ধবৃত্তাকার আর্চ (Semi-circular Arch).
  • অন্য ক্ষুরাকৃতি আর্চ (Horseshoe Arch
  • ফ্লাট আর্চ (Flat Arch),
  • স্টিলটেড আর্ড (Stilted Arch),
  • হুইল বা বুলস আই আর্চ (Whell or Ball’s eye Arch),

২। সুকেন্দ্ৰ ৰিশিষ্ট আৰ্চ (Two centred Arch)

  • ব্লাস্ট আর্চ (Blunt Arch),
  • ইকুইলেটারাল আর্চ (Bquilateral Arch),
  • অ্যাকিউট আর্চ (Acute Arch),
  • সেমি ইলিশটিক্যাল আর্চ (Semi-elliptical Arch),

৩।তিন কেন্দ্র বিশিষ্ট আর্চ (Three-centred Arch)

  • ইলিপটিক্যাল আর্ড (Elliptical Arch)
  • প্যারাবোলিক আর্চ (Prabolic Arch)
  • পয়েন্টেড আর্চ (Pointed Arch)

৪। চার কেন্দ্র বিশিষ্ট আর্ট (Four-centered Arch)

  • ভয়েড স্যুয়্যার আর্চ (Void Sewer Arch
  • ভিনিশিয়ান আর্চ (Venetian Arch
  • টিউব আর্চ (Tuber Arch

আর্চের আকার অনুযারী শ্রেণি বিভাগ

১। সেগমেন্টাল আর্চ (Segmental Arch),

২। অর্ধবৃত্তাকার আর্চ (Semi-circular Arch),

৩। জন্ম ক্ষুরাকৃতি আর্চ(Horseshoe Arch),

৪। পয়েন্টেড আর্চ (Pointed Arch),

৫। তিনিশিয়ান আর্চ (Venetian Arch). ৬। ফ্লোরেন্টাইন আর্চ (Florentine Arch),

৭। রিলিজিং আর্চ (Relieving Arch),

৮। স্টিলটেড আর্চ (Stilted Arch),

৯। সেমি ইলিপটিক্যাল আর্চ (Semi Elliptical Arch),

১০। ইনভার্টেড আর্চ(Inverted Arch),

১১। ফ্লাট আর্চ (Flat Arch),

১২। ডাচ যা ফ্রেঞ্চ আর্চ (Dutch or French Arch),

বিভিন্ন প্রকার আর্চের চিত্র

শিল্পে বিভিন্ন প্রকার আর্ডের চিত্রসহ বর্ণনা দেয়া হলো:

সেগমেন্টাল আর্টঃ এটা এক প্রকার সাধারণ ধরনের আর্চ, যা দালানে বেশি ব্যবহার করা হয়। এটা বৃত্তের অংশবিশেষ। এই জাতীয় আর্টের ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র স্প্রিংগিং লাইনের নিচে থাকে।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

অর্ধবৃত্তাকার আর্চঃ এ প্রকার আর্ডের কেন্দ্র স্প্রিংগিং লাইনের উপরে অবস্থিত থাকবে। এটা খাড়াষাবে লোডকে এবাটমেন্টের উপর স্থানান্তরিত করে। কারণ কিট ব্যাককে অনুভূমিকভাবে বসানো হয়।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

অশ্বক্ষুরাকৃতি আর্চঃ এই জাতীয় আর্চের আকার অর্ধযুদ্ধের চেয়ে বেশি হবে। স্থাপত্যশৈলীর প্রয়োজনে অশ্বক্ষুরাকৃতি আর্চ সাধারণতঃ নির্মাণ করা হয়।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

পরেক্টেড আর্ট: বৃত্তের দুটি আর্চ (Arch) শীর্ষবিন্দুতে মিলিত হবে এই ধরনের আর্ট উৎপন্ন করে। এটা সাধারণত সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে। এই জাতীয় আর্চ গোধিক (Gothic) বা ল্যানসেট (Lancelt) আর্চ নামেও পরিচিত।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

ভিনিশিয়ান আর্চঃ এটা একধরনের পয়েন্টেড আর্চ। তবে এই জাতীয় আর্ডের ক্রাউনের গভীরতা স্ট্রিপিং -এর চেয়ে বেশি থাকে। এর চারটি কেন্দ্র এবং সব কেন্দ্রগুলোই স্প্রিংগিং লাইনের উপরে থাকে।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

ফ্লোরেন্টাইন আর্টঃ এটা দেখতে তিনিশিয়ান আর্চের মতো কিন্তু এর উইডোজ অর্ধবৃত্তাকার। এই জাতীয় আর্চের তিনটি কেন্দ্রে থাকে এবং সবগুলো কেন্দ্রই স্প্রিংগ লাইনের উপরে অবস্থিত।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

স্টিলটেড আর্চঃ এই জাতীয় আর্চ, অর্ধবৃত্তাকার হয়ে থাকে এবং স্প্রিংগিং লাইনের সাথে দুটি খাড়া মেঘারের সমন্বয়ে গঠিত।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

সেমি ইওলিপটিক্যাল আর্চঃ এই জাতীয় আর্চ দেখতে উপবৃত্তাকারের মতো। এর তিনটি অথবা পাঁচটি কেন্দ্র থাকে।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

বৃত্তের দুটি মার্চ (Arch)ঃ শীর্ষবিন্দুতে মিলিত হয়ে এই ধরণের আর্ড উৎপন্ন করে। এটা সাধারণত সমবায় যা সমাজি তৈরি করে। এই গোষিক (Gothic) ব্যা (Lancelt) আর্ট নামেও পরিচিত।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

ডাচ অথবা ফ্রেঞ্চ আর্চঃ এই প্রকার আর্চের ডিজাইন পদ্ধতি ফ্লাট জার্ডের মতো। কিন্তু আকার এবং नি পদ্ধতি ভিন্ন। এই জাতীয় আর্চ নিরাপদ নয় বলে ছোট পনিং-এর ক্ষেত্রে উপযোগী।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

ব্রিক আর্চঃ প্রমাণ সাইজ বিশেষভাবে নির্মিত ইট দিয়ে এই প্রকার আর্চ নির্মাণ করা হয়। ব্যবহৃত ইটো গুণাগুণ এবং কাস্ত্যের মান অনুযায়ী বিভিন্ন ধরনের डক আর্চ নির্মাণ করা হয়। যেমন: রাফ আর্চ, অ্যান্সড বা রাফ-কাট আর্চ, গোত, আর্চ, ফ্লাট আর্চ ইত্যাদি।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

স্টোন আর্চ: ইটের আর্চের ন্যায় স্টোন আর্চ, বৃত্তাকার, সেগমেন্টাল, ইলিপটিক্যাল, অথবা পয়েন্টেড হতে পারে। সোমগুলোকে ওরেজ আকারে কেটে ভনোর প্রস্তুত করার পর আর্চ নির্মাণ করাতে হয়। ফলে যে জয়েন্টগুলো রেডিয়াল হয়।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

আর্চের ব্যবহার

আর্চের ব্যবহারঃ

১। উপরের দেয়ালের ভার বহন করার জন্য।

২। প্রয়োজনীয় শক্তি পাবার জন্য।

৩। জয়েন্টের সাথে একত্রে মিলিত হওয়ার জন্য।

৪। দরজার জানালার চৌকাঠ লাগানোর সুবিধার জন্য।

৫। কাঠামোর সৌন্দর্য বৃদ্ধির

সেগমেন্টাল আর্চের বিভিন্ন অংশের নাম

 

বিল্ডিং মেইনটেন্যান্সের আর্চ

 

Veussairsঃ যে ইট বা পাথর বা Precast block সাজিয়ে Arch তৈরি করা হয় তাকে Voussairs বলে back -এর পর Springer হতে আরম্ভ করে key stone পর্যন্ত এই গুলিকে Voussairs বলে।

Skew back : এটা হলো pier Abutment এর শেষে গাঁথুনি বা Inclined অথবা Splayed পৃষ্টদেশ যেখান হতে Arch এর প্রথম Voussairs স্থাপন করা হয়। অর্থাৎ Arch স্তম্ভের উপরে যে অংশে চেপে বসে।

Spring point : দেয়ালের যেখান হতে বাঁকা অথবা Arch -এর গাঁথুনি শুরু হয় সেই স্থানটিকে Springing point বলে।

Springing line : দুইটি Springing point -কে একটি রেখা নিয়ে সংযুক্ত করলে ঐ রেখাটিকে Springing line বলে।

Springer or springing stone : এটা Arch এর সবচেয়ে নিচের বা প্রথম Voussairs যা

Skew back -র উপর স্থাপন করা হয়।

Extrados or back : এটা হলো Arch এর উপরের বাঁকা উত্তল পৃষ্ঠদেশ।

Intrados or soffit : এটা Arch -এর বাঁকা বা অবভল পৃষ্ঠদেশ।

Crown : Arch এর Extrados এর সর্বোচ্চ বিন্দুতে যেটি Voussairs স্থাপন করা হয়, তাকে key stone বলে। দুই পাশের Voussairs গাঁথার পর ঠিক মাঝখানে এই key stone প্রবেশ করিয়ে Voussairs গুলিকে ধরে রাখা হয়।

Rise : Arch এর Springing line হতে key stone এর তলদেশ পর্যন্ত দূরত্বকে Rise বলে ।

Haunch : Arch এর Skew bake এবং Crown এর মধ্যে নিচের অর্ধেক অংশকে Haunch বলে।

Spandrill: Arch এর দুই শেষ প্রান্তে দেয়ালের উপর abutment Arch এর ওজন পড়ে এবং আড়াআড়িভাবে বাইরের দিকের চাপ সহ্য করে তাকেই Abutment বলে।

Pier : পরপর দুইটি Arch -এর মাঝখানের স্তনকে যার উপর Arch এর ভার ন্যস্ত হয় তাকে pier বলে।

Span : দুই দিকে ভারবাহী দেয়াল বা pier -এর মাঝের ফাঁকা অংশকে Spun বা Clear Span বলে। Arch ring : Arch তৈরি করার জন্য যে গোলাকার গাঁধুনি করা হয় তাকে Arch ring বলে।

১১.৬ আর্চ ও লিন্টেলের পার্থক্য

লিন্টেল: এটা এমন একটি কাঠামো যা কোনো খোলা জায়গার উপর অনুভূমিকভাবে তৈরি হয় এবং তার

নিজস্ব ওজন ও তার উপর পতিত অন্যান্য ওজনকে Opening -এর দুই পার্শ্বে Support এর উপর ছড়িয়ে দেয়। এটা কাঠ অথবা আরসিসি ইটের তৈরি হয়।

আর্চ: গোলাকার আকৃতির ইট বা পাথরের খণ্ডের Mechanical Arrangement যা কোনো Opening এর উপর স্থাপিত হয়ে তার নিজস্ব ও তার উপর পতিত অন্যান্য ওজন Opening -এর দুই পার্শ্বের Support এর উপর ছড়িয়ে দেয় তাকে আর্চ বলে।

অনুশীলনী – ১১

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। আর্চ কাকে বলে?

২। সেগমেন্টাল আর্চ কাকে বলে?

৩। Springing point কাকে বলে?

৪। Haunch কাকে বলে?

৫। Span কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

১। আর্চকে কয়টি ভিত্তিতে আলাদা করা হয় ও কী কী?

২। নির্মাণ উপকরণ অনুযায়ী আর্চের শ্রেণিবিভাগ লেখ।

৩। আর্চের কেন্দ্র সংখ্যার উপর নির্ভর করে শ্রেণি বিভাগ লেখ।

৪। আর্চের ব্যবহার লেখ।

রচনামূলক প্রশ্ন

১। আর্চের শ্রেণি বিভাগ বর্ণনা কর।

২। সেগমেন্টাল আর্চের বিভিন্ন অংশ চিহ্নিত করে বর্ণনা কর।

আরও দেখুনঃ

Leave a Comment