আজকে আমাদের আলোচনার বিষয় – বিল্ডিং মেইনটেন্যান্সের ট্র্যাপ যা অধ্যায়-১১ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
বিল্ডিং মেইনটেন্যান্সের ট্র্যাপ
ট্রাপ (Trap)
ট্র্যাপ হলো এক ধরনের বাঁকা পাইশ। এয় কাজ হলো নিউয়ার পাইপলাইনের দুর্গহুযুক্ত প্যালকে জার্টকে রাখা, যাতে দুর্গন্ধ ঘরে ঢুকতে না পারে। সে জন্য নিউয়ার পাইপলাইনের নিষ্কাশন পথে উট্রাপ লাগানো হয়। ট্র্যাপের বাঁকা ভলে সব সময় কিন্তু পরিমাণ পালি জমা থাকে এবং ঐ পানিই দুর্ণঝবুক্ত গ্যাসের বাজান্নাতে বাধা দেয়। দুর্গন্ধযুক্ত গ্যাসকে আটকে রাখে বলে একে ট্র্যাপ (প্যাস ফাঁদ) বলা হয় এবং প্রতিবন্ধকতার নাম ‘পালি প্রতিবন্ধক’ (Water seal)। পালি প্রতিষয়কতায় গন্ডীয়তায় উপয় ট্র্যাগের দক্ষতা নির্ভয় করে।
ট্র্যাপের প্রকারভেদ:

১। আকায় যা গঠন অনুযায়ী ট্র্যাপ তিন প্রকার বর্ষা-
(ক) পিট্র্যাপ (P-Trap)
(গ) কিউ চাপ (Q-Thap)
(গ) এস ট্র্যাস (S-Trap)
(ক) পি ইট্র্যাপ (P-Trap): যে ট্র্যাপের ময়লা আসায় প্রবেশপথটি খাড়া এবং মরুলা নিষ্কাশন পথটি ভূনিম্ন সমান্তরাল হবে, তাকে সি-ট্র্যাপ বলে। পি-ট্র্যাপ, ফিক্সচায়েত নির্লজ্য গথে অবস্থিভ ওয়েস্ট ওয়াটার পাইপের সাথে যুক্ত থাকে। পি-ট্র্যাপের ব্যাস ফিক্সচারের নির্গমন পথের ব্যাসের লমান হবে। ট্র্যাপের নিচু দিকের ডেউয়ে সব সময়ই পানি থাকে। এ পানি দুর্গন্ধযুক্ত প্যাসকে আটকে রাখে।
(খ) কিষ্ট ট্র্যাপ (Q-Trap): যে ট্র্যাপের ময়লা জালায় প্রবেশপথটি খাড়া এবং মরুলা দিক্ষাশন পথটি সমাচ্চরান্স না হয়ে কিছুটা নিম্নমুখী কোণে নিচের দিকে নামানো থাকে, তাকে কিছু ট্র্যাপ বলে। এ ট্র্যাপ ফিল্মসরে ব্যবহৃত ওক্রেস্ট ওয়ানের পাইপের সাথে যুক্ত থাকে। এর ব্যাস ফিক্সলরের নির্গমন পথের ব্যাসের সমান হবে।
(গ) এস ম্যাপ (S-Trap): যে ট্র্যাপের ময়লা আসার প্রবেশপথটি খাড়া এবং মরুলা নিষ্কাশন পথটি প্রবেশপথের মতো মাটি থেকে খাড়া থাকে, তাকে এস-স্ল্যাপ বলে। এ ট্র্যাপ ফিক্সচাত্রে ব্যবহৃত ওয়েস্ট ওয়াটার পাইপের সাথে যুক্ত থাকে। এয় ব্যাস ফিল্মচান্ত্রের নির্গমন পথের ব্যানের সমান হবে।

২। ব্যবহার অনুযায়ী ট্র্যাপকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়, বথা-
(ক) তল উট্রাপ (Floor-Trap)
(খ) গালি ট্র্যাপ (Gully-Trap)
(গ) ড্রাম ট্র্যাপ (Drum-Trap)
(ঘ) মোখী ট্র্যাপ (Intercepting-Trap)
(ঙ) বিজ ট্র্যাপ (Ginsase-Trap)
(ক) তল ট্র্যাপ (Floor-Trap): ঘরের মেঝে ধোয়া পানি, বাথরুমের এবং রান্নাঘরের ব্যবহৃত ময়লা পানি যে পাইপ দিয়ে নিষ্কাশন করা হয়, সে পাইপের মুখে তল ট্র্যাপ বসানো হয়।
(খ) গালি ট্র্যাপ (Gully-Trap): বাড়ির ছাদের মধ্যে বৃষ্টির পানি ধোয়ানীসহ বাড়ির চারপাশের ড্রেনে জমা হয়। সেই ড্রেনের একেবারে নিচু অংশে একটি ইটের কক্ষের মধ্যে ঝাঁঝরি দেয়া যে ট্র্যাপ ব্যবহার করা হয়, তাকে গালি ট্র্যাপ বলে। ঐ ড্রেনে জমে যাওয়া ময়লা পানি বাস্তু-মল পাইপ দিয়ে পৌর সিউয়ার পাইপে নিষ্কাশিত করা হয়। গালি ট্র্যাপ বাস্তু পাইপের সাথে সরাসরি যুক্ত থাকে। বাস্তু পাইপের দুর্গন্ধযুক্ত গ্যাস গালি ট্র্যাপের বাধা পেরিয়ে বাইরে ছড়াতে পারে না।
(গ) ড্রাম ট্র্যাপ (Drum-Trap): আবাসিক গৃহে বা হোটেলের গোসলখানায় পাইপের মুখে মেঝেতে যে বিশাল আকারের ট্র্যাপ ব্যবহৃত হয়, তাকে ড্রাম ট্র্যাপ বলে। ড্রাম ট্র্যাপ গ্যাস ফাঁদ হিসেবে কাজ করে। ড্রাম ট্র্যাপের উপরে ক্রুযুক্ত ঢাকনা থাকে। এর দুপাশে দুটি পাইপের সংযোগ দেয়া হয়। ফিক্সচার হতে নিষ্কাশিত ময়লা পানি যে পাইপ দিয়ে ট্র্যাপে প্রবেশ করে, তাকে ট্র্যাপের নিচের দিকে সংযোগ দেয়া হয়। যে পাইপ দিয়ে ময়লা পানি বের হয়ে পৌর সিউয়ারে গিয়ে পড়ে, তা ট্র্যাপের উপরের দিকে অপেক্ষাকৃত উঁচুতে লাগানো থাকে।
(ঘ) রোধী ট্র্যাপ (Intercepting-Trap): বসতবাড়ির নিকটে অবস্থিত পৌর পাইপলাইন এবং বাস্তুমল পাইপের সংযোগস্থলে একটি ইন্সপেকশন পিট তৈরি করা হয়। এ পিটে স্থাপিত ট্র্যাপটিই রোধী ট্র্যাপ। রোধী ট্র্যাপ পৌর সিউয়ার পাইপের গ্যাসকে বাস্তুমল পাইপে ঢুকে বসতবাড়িতে আসতে বাধা দেয়। এ ট্র্যাপটির অন্য নাম মাস্টার ট্র্যাপ।
(ঙ) গ্রিজ ট্র্যাপ (Grease-Trap): হোটেল, রেস্তোরাঁ, গ্যারেজ, রান্নাঘর, থালাবাসন ধোয়ার স্থান ইত্যাদি হতে নির্গত যাবতীয় তেল এবং চর্বিজাতীয় ময়লা পানি নিষ্কাশনের জন্য যে বিশেষ ধরনের ট্র্যাপ ব্যবহৃত হয়, তাকে গ্রিজ ট্র্যাপ বলে। এটি বৃহৎ আকারের একটি পাত্রের ন্যায়। সকল প্রকার তেল ও চর্বিজাতীয় পানি এর ভিতর দিয়ে বের হয়ে যায়। গ্রিজ ট্র্যাপের উপরের ঢাকনা খুলে মাঝে মাঝে জমাটবদ্ধ তেল ও চর্বিজাতীয় পদার্থ বের করে দেওয়া হয়।

ট্র্যাপ-এর কাজ ও ব্যবহার
যে কোনো ইমারতে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে ট্র্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্র্যাপের প্রধান কাজ হলো সিউয়ার পাইপ লাইনের দুর্গন্ধযুক্ত গ্যাসকে আটকে রাখা, যাতে দুর্গন্ধ ও বিষাক্ত গ্যাস ঘরে বা বাইরে ছড়িয়ে না পড়ে। ট্র্যাপ-এর কাজ ও ব্যবহার নিন্মরূপ:
১। ঘরে দুর্গন্ধযুক্ত দূষিত গ্যাস প্রবেশে বাঁধা দেয়।
২। ট্র্যাপ সব সময় তার বাঁকা অংশে কিছু পানি ধারণ করে রাখে ফলে সিউয়ার লাইন হতে পোকামাকড় বা এ জাতীয় কিছু ঘরে বা ফিকচারের উপরি অংশে আসতে পারে না।
৩। ঘরকে সব সময় বাস উপযোগী রাখে।
৪। সিউয়ার সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট রোগবালাই হতে ঘরের বাসিন্দাদের মুক্ত রাখে।
ট্র্যাপ সিল
ট্র্যাপ সিল নিষ্কাশন পাইপের নিচুতল হতে ডিপ পর্যন্ত বিদ্যমান পানির গভীরতাকে ‘ট্র্যাপ সিল’ বলে। অর্থ্যাৎ ট্র্যাপ তার বাঁকা অংশে যে পানি ধারণ করে রাখে তাই ট্র্যাপ সিল।
ট্র্যাপ সিল-এর গুরুত্ব
অবকাঠামোর নিষ্কাশন ব্যবস্থায় ট্র্যাপ ব্যবহার করা হয়। ট্র্যাপের কার্যকারিতা সঠিক ভাবে করার জন্য ট্র্যাপ সিল দেয়া হয়। ট্র্যাপ সিল থাকার কারণেই ব্যাক প্রেসারের ফলে ফিকচারের ভেতর দিয়ে বাইরের কোনো দূষিত গ্যাস বা পোকামাকড় গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না।

নিম্নলিখিত কারণে ট্র্যাপ সিল নষ্ট হয়ে যেতে পারে
(ক) দীর্ঘদিন পানি ব্যবহার না করলে পানি বাষ্পীভূত হয়ে চলে গেলে ‘ট্র্যাপ সিল’ নষ্ট হতে পারে।
(খ) ট্র্যাপে ছিদ্র থাকলে পানি পড়ে ‘ট্র্যাপ সিল’ নষ্ট হতে পারে।
(গ) নিষ্কাশন পদ্ধতিতে বায়ুচাপ বেশি হলে ট্র্যাপ সিল নষ্ট হতে পারে।
(ঘ) সিউয়ার পাইপে বেশি পরিমাণ বায়ু আটকা পড়লে উপর থেকে পানি ব্যবহার করলে বায়ু বের হবার সময় ‘ট্র্যাপ সিল’ নষ্ট হতে পারে।
অনুশীলনী-১১
অতি সংক্ষিপ্ত:
১। ট্র্যাপ কাকে বলে?
২। ট্র্যাপকে কয় ভাগে ভাগ করা যায়।
৩। ট্র্যাপ সিল কাকে বলে?
সংক্ষিপ্ত:
১। পি-ট্র্যাপ কাকে বলে?
২। কিউ-ট্র্যাপ কাকে বলে?
৩। এস-ট্র্যাপ কাকে বলে?
৪। গ্রিজ ট্র্যাপ কোথায় ব্যবহার করা হয়?
রচনামূলক:
১। ট্র্যাপ-এর কাজ এবং অবস্থান বর্ণনা কর।
২। ট্র্যাপ সিল-এর কাজ এবং অবস্থান বর্ণনা কর।
৩। ট্র্যাপ-এর শ্রেণিবিভাগ বর্ণনা কর।
৪। ট্র্যাপ সিল-এর গুরুত্ব বর্ণনা কর।
আরও দেখুন :