আমাদের আজকের আলোচনার বিষয়ঃ বিল্ডিং মেইনটেন্যান্সের পুটি।
বিল্ডিং মেইনটেন্যান্সের পুটি
পুটির সংজ্ঞা
চক, খড়িচূর্ন এবং কাঁচা তিসির তৈল সহযোগে তৈরি একপ্রকার কাইকে গুটি (Putty) বলে। অনেক সময় এর সাথে সামান্য শ্বেত সিসা মিশিয়ে নিলে অধিকতর শক্তিশালী এবং কার্যকর হয়।
পুটির প্রকারভেদ ও ব্যবহার
দুটি মূলত দুই প্রকার, যথা:
১. তিসির তৈলের পুটি (Leinseed oil putty ) : তিসির তৈলের পুটি সাধারণত কাঠের ছিদ্র এবং ফাটল বন্ধ করতে ব্যবহৃত হয়। এছাড়া, দরজা-জানালার শার্সি লাগাতে এ জাতীয় পুটির ব্যাপক ব্যবহার হয়।
২. মেটালিক পুটি (Metalic putty) : ইস্পাতের ফ্রেম ফিটিং-এর সময় ছিল এবং ফাটল বন্ধ করতে
মেটালিক দুটি ব্যবহৃত হয়।
পুটির উপাদান
১. চক পাউডার
২. শেত সিসা
৩. তিসির তেল
৪. লিঘারেজ ইত্যাদি
গুটি প্রস্তুত করার পদ্ধতি
কাঁচা তিসির তেলে মিহিভাবে গুঁড়া করা চক পাউডার মিশিয়ে শক্ত গাঁদের আকারে পুটি তৈরি করা হয়। এতে প্রয়োজনমতো বিভিন্ন রং মিশিয়ে বিভিন্ন রঙের পুটি তৈরি করা যায়। সামান্য পরিমাণ সাদা সিসা এর সাথে মিশিয়ে নিলে অধিকতর শক্তিশালী হয় এবং উন্নততর কাজে ব্যবহার করা যায়।
পুটি প্রয়োগ পদ্ধতি
সামান্য গরম অবস্থায় পুটি সারফেসের সমান তলে ফাটা বা ছিদ্রে ভালো করে ভরে সমান করা হয়। অতঃপর শিরিস কাগজ দিয়ে ঘষে পাত্রতল সমান করে নিয়ে পেইন্ট বা ভার্নিশ ব্যবহার করা হয়।
অনুশীলনী – ২৫
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। পুটির সংজ্ঞা লেখ।
২। তিসির তেলের পুটি কাকে বলে?
৩। মেটালিক পুটি কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন
১। পুটি বলতে কী বোঝ?
২। পুটি কত প্রকার ও কী কী?
৩। তিসির তেলের পুটি ব্যাখ্যা কর।
৪। মেটালিক পুটি ব্যাখ্যা কর।
৫। পুটির উপাদান কয়টি ও কী কী?
রচনামূলক প্রশ্ন
১। পুটি প্রস্তুত করার পদ্ধতি বর্ণনা কর।
২। পুটি প্রয়োগ পদ্ধতি বর্ণনা কর।
আরও দেখুনঃ