আজকে আমাদের আলোচনার বিষয় – বিল্ডিং মেইনটেন্যান্সের ফিউজ যা অধ্যায়-২২ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
ফিউজ এক প্রকার নরম ধাতুর ভার দিয়ে পঠিত বৈদ্যুতিক রক্ষণযন্ত্র, সার্কিট দিয়ে প্রবাহিত হওয়ার সময় কারেন্ট এক নির্দিষ্ট উচ্চতম পরিমাণ অতিক্রম করলেই ঐ তার গলে গিয়ে সার্কিটকে কারেন্ট শূন্য অকর্মণ্য (Off) করে দেয়। এতে ঐ নরম ধাতু, কিংবা ভাষার সরু এক টুকরো তারই শুধু পুড়ে যায়, ফলে কোনো দামি যন্ত্রপাতি কিংবা আসবাবপত্র নষ্ট হতে পারে না। কি সার্কিট খুলে যায় বলে এর অপর নাম কাট- আউট (Cut-Out)|
Table of Contents
বিল্ডিং মেইনটেন্যান্সের ফিউজ
বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত কিউডোর শ্রেণিবিন্যাস
গঠন অনুযায়ী ফিউজ তিন ধরনের, যথা :
১. রিওয়্যারয়েবল ফিউজ
২. প্রাগ ফিউজ এবং
৩. হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ ।
নিম্নে এদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলো –
রি-ওয়্যারয়েবল ফিউজ : বাড়ির ওয়ারিয়র যে ছোট বাটির মতো কাট্-আউট ব্যবহার করা হয়, তার নাম ফিউজিং ফাট্-আউট। এই কাট্-আউটে ফিউজ তার লাগানো হয়। কাট-আউট অধিকাংশ জায়গার চীনামাটির হয়ে থাকে। এতে চীনামাটির আধারের উপর দুটো পিতলের বাঁকানো কনট্যাক্ট-প্লেট আর তার উপর ফিউজ তার আটকানোর জন্য কনট্যাক্ট-ক্রু থাকে এর সঙ্গে ফিউজ তার এঁটে দেয়া হয়। কনট্যাক্ট-প্লেট দুটোর মাঝখানে চীনা মাটির দেওয়াল থাকে। ফিউট-
তারকে এর উপর দিয়ে ঘুরিয়ে এক টার্মিন্যাল থেকে অন্য টার্মিন্যালে এনে এঁটে দেয়া হয়। সময়টা একটা চীনামাটির ঢাকনার ভিতরে ঢাকা থাকে। ঢাকনার ভিতরে নিচের দিকে প্যাঁচ কাটা থাকে, ঘুরিয়ে ঘুরিয়ে সেই ঢাকনাকে আধারের সঙ্গে এঁটে দেয়া হয়। তার পোড়া গ্যাস বেরিয়ে যাবার জন্য ফিউজিং কাটআউটের ঢাকনার উপয় গোটা চারেক ছিদ্র থাকে। ৫ অ্যাম্পিয়ার সাইজের কাট-আউটই সবচেয়ে ছোট, আর তাই সাব-সার্কিট ব্যবহার হয়। আজকাল বেকেলাইটের আধার আর ঢাকনাওয়ালা কাট-আউট তৈরি হচ্ছে।
এ রকম ফিউজকে কার্টিজ ফিউজ বলে। এ জাতীয় ফিউল আরও নিরাপদ। আসল যে অংশ ফিউজ তার থাকে তা বন্দুকের কান্ট্রিজের (কার্তু টোটা) মতো বলে এর নাম কার্টিজ ফিউজ। কার্টিজটি একটি দুদিক খোলা চীনামাটির চোষ। একবার ফি পুড়ে গেলে কার্টিজের সবটাই ফেলে দিতে হয়। এতে খরচ বেশি পড়ে।
হাই-ন্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ :
হাই-ক্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ এক বিশেষ ধরনের কার্টিজ ফিউজ। এর বহিরাবরণ এমন এক সিরামিক বছর সাহায্যে তৈরি, যার ভিতর দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না, আর উষ্ণতার পরিবর্তন ঘটলেও যার আয়তনের কোনো পরিবর্তন হয় না। ভিতরে যথেষ্ট চাপ সৃষ্টি হলেও এ আবরণ তা সহ্য করতে পারে।
হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজের নাম অন্যান্য সমগোত্রীর কিউজের খুলনার কিছুটা বেশি আর একবার পুড়ে গেলে এই কিউজের সবটাই ফেলে দিতে হয়। কিন্তু এই ফিউজ ব্যবহারে কতকগুলি বিশেষ সুবিধা। পাওয়া যায় বলে কার্যক্ষেত্রে এর ব্যবহার যথেষ্টই দেখা যায়।
বৈদ্যুতিক লাইনে ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা
বৈদ্যুতিক লাইনে ফিউজ ব্যবহারের সুবিধাগুলি নিচে দেয়া হলো-
(১) বৈদ্যুতিক লাইন, মেশিন প্রভৃতি রক্ষা করার কাজে হাই-হ্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ যতটা- সহায়তা করে, সমপরিমাণ কাজ অন্য কোনো ব্যবস্থার সাহায্যে পেতে গেলে খরচ অপেক্ষাকৃত বেশি পড়ে।
(২) লাইনে শর্ট সার্কিট দেখা দিলে এই ফিউজ চমৎকার কাজ করে।
(৩) দীর্ঘদিন চালু থাকলেও এ ফিউজের কারেন্ট বহন ক্ষমতা কখনও আপনা থেকে কমে যায় না।
(৪) লাইনের কারেন্ট যত বেশি বিপজ্জনক অবস্থায় পৌঁছায় এই ফিউজের তার তত তাড়াতাড়ি গলে গিয়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে।
(৫) কার্যক্ষেত্রে অন্যান্য যেকোনো ফিউজের তুলনায় এই ফিউজ অনেক বেশি নির্ভরযোগ্য।
ফিউজ লিংক
যে পরিমান কারেন্ট প্রবাহের ফলে ফিউজ ইলিমেন্ট পুড়ে যায় বা গলে যায়, তাকে উক্ত ফিউজ-এর ফিউজিং কারেন্ট বলে। যে ইলিমেন্ট পুড়ে যায় তাকে লিংক বা ফিউজ লিংক বলে। কোনো ফিউজ-এর ফিউজিং কারেন্ট এবং রেটেড কারেন্ট এর অনুপাতকে উক্ত ফিউজ-এর ফিউজিং ফ্যাক্টর বলে। লাইটিং লোডের ক্ষেত্রে ফিউজিং কারেন্ট, লোড কারেন্টের ১.৫ গুণ। অর্থাৎ ফিউজিং ফ্যাক্টর ১.৫।
অপরদিকে মোটরের ক্ষেত্রে ফিউজিং কারেন্ট লোড কারেন্টের ২.৫ গুণ। অর্থাৎ ফিউজিং ফ্যাক্টর ২.৫। সাধারণত গ্রহণযোগ্য ফিউজিং ফ্যাক্টর নরমাল কারেন্টের দ্বিগুণ হিসেবে ধরা হয়। ফিউজ তারের সাইজ ও কারেন্ট বহনক্ষমতা লোড প্রবাহিত নরমাল কারেন্টের ২৫% বেশি দিতে হয়। নিচে বিভিন্ন সাইজের ফিউজের রেটেড কারেন্ট ও ফিউজিং কারেন্ট দেখানো হলো :
অনুশীলনী – ২২
অতি সংক্ষিপ্ত
১। ফিউজ কাকে বলে?
২। রি-ওয়্যারয়েবল ফিউজ কাকে বলে?
৩। স্ক্রু-প্লাগ ফিউজ কাকে বলে?
৪। হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ কাকে বলে?
৫। ফিউজিং কারেন্ট কাকে বলে?
৬। ফিউজিং ফ্যাক্টর কাকে বলে?
সংক্ষিপ্ত
১। ফিউজ কত প্রকার ও কী কী?
২। বৈদ্যুতিক লাইনে ফিউজ ব্যবহারের সুবিধাগুলো লেখ।

রচনামূলক
১। ফিউজ-এর শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
২। ফিউজ লিংক সম্পর্কে বর্ণনা কর।
আরও দেখুন :