আমাদের আজকের আলোচনার বিষয়ঃ বিল্ডিং মেইনটেন্যান্সের ভিত্তি।
বিল্ডিং মেইনটেন্যান্সের ভিত্তি
ভিত্তি
ইমারতের সবচেয়ে নিচের অংশ ভিত্তি যা, ইমারতের সকল ভর বা ওজন মাটির গভীরে পৌঁছে দেয়। ইমারতের মাটির নীচের অংশকে ভিত্তি বলে।
ভিত্তির প্রয়োজনীয়তা
ভিত্তির ওপরই ভবন বা স্ট্রাকচার সারমান থাকে। তিনি ভবনের ওজন । ভবনের ওজন নিরাপদভাবে ভূমিতে ছড়িয়ে দেয়াই ভিত্তির উদ্দেশ্য। এটা ভবন তৈরির সমতল ক্ষেত্র হিসেবে কাজ করে। এটা
ভবনের কাঠামোকে খাড়া রাখে ও বেঁকে যাওয়া থেকে রক্ষা করে। ভবনের ওজন পড়ায়
নিচের মাটি সংঙ্কুচিত হয়। ভিত্তি সর্বত্র সমানভাবে মাটির সংকোচন হওয়ার সাহায্য করে।
ভিত্তির প্রকার ভেদ : গভীরতা বিবেচনার ভিত্তিকে দুশ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। যথা
(১) অগভীর ভিত্তি
(২) গভীর ভিত্তি।
(১) অগভীর ভিত্তিঃ ভিত্তির গভীরতা বিদ্যমান তদের কাছাকাছি হলে তাকে অগতীর ভিত্তি (গভীরতা প্রশস্থতা 1 ) গভীরতা ও প্রশস্থতার অনুপাত ১ বা তার নীচে হলে অগভীর ভিত্তি। বিস্তৃত ভিত্তি, স্ট্রীপ ভিত্তি ব্যাঙ্ক বা ম্যাট ভিত্তি অগভীর ভিত্তির অন্তর্ভুক্ত।
(২) গভীর ভিত্তিঃ সুপার স্ট্রাকচার লোতকে মাটির গভীরে স্থানান্তরের প্রয়োজনে গভীর ভিত্তি করা হয়। এধরনের ভিত্তির গভীরতা এবং প্রশস্থতার অনুপাত ১ এর বেশী হয়। পাইল ফাউন্ডেশন (well foundation) কুয়া ভিত্তি এ পর্যায়ভূক্ত।
২.৩ বিস্তৃত ভিভিন্ন সচিত্র বর্ণনা
বিস্তৃত ভিত্তি (Spread footing) একজনা থেকে পাঁচ/ছয় তলা বিশিষ্ট সাধারণ দালানের জন্য এটা প্রযোজ্য। এধরনের ভিভিন্ন প্রশস্থতা বেশী থাকার কারণে (গভীরতার তুলনা) ভিত্তিতে আপতিত উপরকার সুপার স্ট্রাকচার লোডকে ভিত্তির নীচের স্তরে বিস্তৃতভাবে স্থানান্তর করে থাকে।
পাইল ভিত্তির সচিত্র বর্ণনা
পাইল ভিত্তি (Pile footing) : নরম মাটির বহন ক্ষমতা বৃদ্ধি করে সাধারণত বহুতল ভবনের জন্য কংক্রিট বা কাঠের খুঁটি দিয়ে এরূপ ভিত্তি নির্মাণ করা হয়।
র্যাফট ভিত্তির সচিত্র বর্ণনা
ভেলার ন্যার ভিত্তি (Raft foundatin) দুর্বল মাটির ওপর কংক্রিটের বিমযুক্ত মেঝে এমন ভাবে তৈরি করা হয় যাতে দালানের ওজন ভাসমান ভেলার (নৌকা) মতো উক্ত মেঝে ভূমিতে ছড়িয়ে দিতে পারে।
কুয়া ভিত্তির সচিত্র বর্ণনা
কুয়া ভিঞ্চি (Well Foundation) অত্যাধিক লোড মাটির গভীরে বিশেষ করে Under water fonudation স্থানাভারের প্রয়োজনে (যেমন- ব্রীজ বা অন্যকোন Heavy loaded hydraulic structure) এধরনের ভিত্তি প্রদান করা হয়। উপর-নীচ খোলা বঙ্গ সদৃশ (ভারতকার গোলাকার বিভিন্ন আকৃতিতে হয়ে থাকে। যার Outer porifery timber steel concrete বা RCC এর হয়ে থাকে।
থাপযুক্ত ভিত্তি ঃ structure area এর বিদ্যমান পৃষ্ঠতল অসমতল বা বেশী উঁচু-নীচু হলে স্বাভাবিক ডালকে কাজে লাগিয়ে বিভিন্ন লেভেলে connect করে, যে foundation প্রদান করা হয় তাহাই ধাপযুক্ত foundation। পাহাড়ী এলাকার structure এর foundation নির্মাণ খরচ সাশ্রয়ের লক্ষ্যে এ ধরনের foundation প্রদান করা হয়। Cantilever ভিত্তি যে ভিত্তি আংশিক বা পুরোপুরিভাবে Super structure Cantilever load কে স্থানাার করে।
অনুশীলনী – ২
অতি সংক্ষিপ্ত প্রশ্ন :
১। ভিত্তির সংজ্ঞা লেখ।
২। ভিত্তি কত প্রকার?
৩। গভীর ভিত্তি কী?
৪। অগভীর ভিত্তি কী?
৫। বিস্তৃত ভিত্তি কী?
৬। পাইল ভিত্তি কী?
৭। ভেলার ন্যায় ভিত্তি কী?
৮। কুয়া ভিত্তি কী?
৯। গ্রিলেজ ফাউন্ডেশন কী ?
১০। বিস্তৃত ভিত্তি কী?
সংক্ষিপ্ত প্রশ্ন।
১। ভিত্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
২। ভিত্তির প্রকারভেদ বর্ণনা কর।

রচনামূলক প্রশ্ন :
১। বিস্তৃত ভিত্তির সচিত্র বর্ণনা কর।
২। পাইল ভিত্তির সচিত্র বর্ণনা কর।
৩। র্যাফট ভিত্তির সচিত্র বর্ণনা কর
৪। কুয়া ভিত্তির সচিত্র বর্ণনা কর।
আরও দেখুনঃ