আমাদের আজকের আলোচনার বিষয়ঃ বিল্ডিং মেইনটেন্যান্সের মোজাইক।
বিল্ডিং মেইনটেন্যান্সের মোজাইক
মোজাইকের সংগা
মোজাইক : কংক্রিট বা ইটের ফ্লোরের উপর ৬ মি.মি ও তনিম্ন সাইজের বিভিন্ন রঙের মার্বেল পাথর দানা, সিমেন্ট (সাদা/রঙিন), পানি নিরোধক কম্পাউন্ড ইত্যাদি আনুপাতিক হারে মিশিয়ে যে কৃত্রিম পাথরের মেঝে তৈরি হয় তাকে মোজাইক বলে। সাদা সিমেন্টের সাথে রঞ্জক যোগ করে আকর্ষণীয় রঙ ও প্যাটার্নে এটা তৈরি করা যায়। মেঝের মসৃন উপরিতল নির্মাণে মোজাইক বেশ জনপ্রিয়। সাধারণত ২০ মি.মি. পুরু পিকেড ঝামা কুচি, বালি এবং সিমেন্ট দিয়ে প্রস্তুত কংক্রিট (১:২:৪) বেইসের উপর মোজাইক ঢালাই করা হয়। মোজাইক ৩-৬ মি.মি. পর্যন্ত পুরু হয়ে থাকে।
মোজাইকের উপাদান ও অনুপাত
মোজাইকের উপাদান ৬ মি.মি ও ৬ মি.মি এর ক্রমনিয় (ডাউন গ্রেডেড) সাইজের বিভিন্ন রং-এর মার্বেল পাথর দানা, সিমেন্ট (সাদা/রঙিন), ক্লোর বিভাজনকারী কাঁচ/পিতল বা অ্যালুমিনিয়াম পাত এবং পানি । সিমেন্ট (সাদা/রঙিন) মার্বেল পাথর দানা (৬মি.মি ও ৬মি.মি ডাউন সাইজ) = ১ : ২
মোজাইকের অনুপাত :
মোজাইকের উদ্দেশ্য
মোজাইকের উদ্দেশ্য
১. প্রাথমিক খরচ বেশি হলেও এটা দীর্ঘস্থায়ী।
২. উজ্জ্বল পৃষ্ঠ প্রদান করে বলে মসজিদ, উপাসনালয় ইত্যাদি সৌন্দর্যবর্ধনকারী স্থানে ব্যবহৃত হয়। ।
৩. আদ্রতারোধী বলে সাধারণত বাথরুমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়
৪. এটা শব্দ, তাপ ও অগ্নিরোধী বলে ব্যাপকভাবে সমাদৃত।
মোাধিক কাজে ব্যবহৃত যন্ত্রপাতির পরিচিতি
মোজাইক টালি বসানোর জন্য বলপ্রেস মেশিন ব্যবহৃত হয়। তাছাড়া পৃষ্ঠ মসৃন ও আকর্ষণীয় করার জন্য যন্ত্র দিয়ে অথবা পর্যায়ক্রমে বড়, মাঝারি এবং মিহি দানার কার্বোরেজম বা পিউমিক পাথর দিয়ে ঘা হয়।
মার্কেল পিলের উৎস
মার্কেল টিপসের উৎস বিভিন্ন বর্ণের ভারতীয়, পাকিস্তানি, চীনা, খাই মাসে চিপস বাজারে পওয়া যায়। তাছাড়া কালো দানার সিলেটি চিপসও উল্লেখযোগ্য।
মারবেল চিপসের ব্যবহার
৬ মি.মি. ও ৬ মি.মি এর ক্রমনিম্ন (ডাউন গ্রেডেড) সাইজের বিভিন্ন রঙের মার্বেল পাথর দানা নির্দিষ্ট অনুপাতে সিমেন্ট (সাদা/রঙিন) মিশিয়ে পানির সহযোগে পেস্ট প্রস্তুত করে কাঁচ/পিতল বা এলুমিনিয়াম পাত দিয়ে বিভাজিত ফ্লোরে লেইং করা হয়।
মারবেল চিপস দিয়ে মোজাইক কাজ করার পদ্ধতি
কাস্ট ইন সিটু বা টেরাজো মোজাইক (সরাসরি মোজাইক মিশ্রণ লেয়িং করে) :
১) কংক্রিট বেইসের উপর টপিং বা ফ্লোরিং নির্মাণের পূর্বে সমস্ত জায়গাটিকে কাঁচ/পিতল বা অ্যালুমিনিয়াম পাত ( ১.৫-২.০মি.মি x টপিং হাইট) দিয়ে ফ্লোরটিকে ছোট ছোটো প্যানেলে বিভিন্ন ডিজাইনে বিভাজিত করা হয়।
২) কংক্রিট বেইসের উপরিভাগের ধুলা-বালি পরিষ্কার করে পানি দিয়ে ভিজায়ে ভিজা পৃষ্ঠে গ্রাউট প্রয়োগ করে প্রতি অলটারনেট প্যানেল ১২:৪ অনুপাতে লেয়িং করা হয়।
৩) উপরিতল শক্ত হলে টেরাজো মিশ্রণ বিছিয়ে সমতল করে দিতে হয়।
৪) রোলিং এবং টেম্পিং কাৰ্য্য চলাকালীন সময়ে কিছু মার্বেল দানা ছড়িয়ে দিতে হয়, যেন মেঝের ৮০% জায়গাতে মার্বেল দানা দেখা যায় ।
৫) পাট্টা এবং কুর্নি দিয়ে সমতল করে ১২-২০ ঘণ্টা শুকাতে দিয়ে হয়।
৬) শুকানোর পরে ২-৩ দিন পর্যন্ত কিউরিং করা হয়।
৭) ঢালাই এর ৭ দিন পরে ঘষার কাজ আরম্ভ করা হয়। কার্বোরেন্ডাম বা ঘষা পাথর দিয়ে দখার কাজ করা হয়।
৮) প্রথমে পৃষ্ঠকে পানি দিয়ে ধুয়ে মোটা দানার (৬০ নং) পাথর দিয়ে ঘষা হয়। কোথাও বেশি ঘষা হলে বা পৃষ্ঠদেশে ছিদ্র বা গর্ত দেখা দিলে একই রংয়ের সিমেন্ট গ্রাউট প্রয়োগ করতে হবে।
৯) ৭ দিন পরে একইভাবে মাঝারি দানার (১২০ নং) পাথর দিয়ে ঘষতে হবে।
১০) এটার ৪-৬ দিন পর সরু দানার (৩২০ নং) পাথর দিয়ে একইভাবে ঘষা হয়। এভাবে ঘষা শেষ হলে পৃষ্ঠকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়। প্রয়োজনে সাবান-পানির পাতলা দ্রবন ব্যবহার করা যায়। তারপর অজ্জালিক এসিডের পাতলা দ্রবন পৃষ্ঠে ছিটিয়ে দিয়ে কাঠের ঊসা দিয়ে ঘষতে হবে।
১১) পরের দিন পরিষ্কার এবং অল্প ভিজা ন্যাকড়া দিয়ে মুছে ফেলতে হবে। তারপর তিন ভাগ তার্পিন তৈল এবং এক ভাগ মোম মিলিয়ে গরম করে মসলা তৈরি করে ন্যাকড়া দিয়ে মেঝে ঘষে পরে মুছে নিতে হয়।
প্রিকাস্ট (পূর্বে প্রস্তুতকৃত মোজাইক টাইল মেঝে লেয়িং করে ) :
১) মোজাইক করার জন্য প্রথমে সাব-বেইস তৈরি করা হয়।
২) সাব-বেইস তৈরি করতে ব্রিক ফ্লাট সলিং -এর উপর ১৩ ৬ অনুপাতের মসলা ৪-১০ সে.মি পুরু কংক্রিট ঢালাই করা হয়।
৩) মোজাইক করার জন্য ৬ মি.মি. আকারের মার্বেল কুচি, রঙিন সিমেন্টের মসলা কংক্রিট বেইসের উপর বিছিয়ে তৈরিকৃত মোজাইক টাইলগুলো বসানো হয়।
৪) টাইল বসানোর (৩-৪) দিন পর থেকে পিউমিক স্টোন দিয়ে ঘষার কাজ আরম্ভ করতে হয়। ঘষার কাজ উপরোক্ত নিয়মে করতে হয়।
অনুশীলনী – ১৭
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। মোজাইক কী?
২। মোজাই ফের উপদান সমূহ কী?
৩। পিউমিক স্টোন দিয়ে কী করা হয়?

সংক্ষিপ্ত প্রশ্ন
১। মোজাইক বলতে কী বুঝ?
২। মোজাইকের উপাদান ও অনুপাত দেখ।
৩। মোজাইকের উদ্দেশ্য কী?
৪। মার্বেল চিপসের উৎস কী?
৫। মার্বেল চিপসের ব্যাবহার কী?
রচনামূলক প্রশ্ন
১। মারবেল চিপস দিয়ে মোজাইক কাজ করার পদ্ধতিসমূহ লেখ।
আরও দেখুনঃ