বিল্ডিং মেইনটেন্যান্সের লিন্টেল

আমাদের আজকের আলোচনার বিষয়ঃ বিল্ডিং মেইনটেন্যান্সের লিন্টেল।

বিল্ডিং মেইনটেন্যান্সের লিন্টেল

সিস্টেমের সংঘা

লিন্টেল একটি ভবনের একটি কাঠামোগত উপাদান, এটা দরজা এবং জানালা খোলার উপরে তৈরি করা হয়। তার প্রধান ফাংশন খোলা উপরে পাখুনি প্রাচীরকে সাপোর্টের পাশাপাশি সাপোর্টের ওজনকে পার্শ্ব দেয়ালে হস্তান্তর করে দেয়া। এটা এমন একটি কাঠামো যা কোনো খোলা জায়গার উপর অনুভূমিকভাবে তৈরি করা হয় এবং তার নিজস্ব ওজন ও তার উপর গতিত অন্যান্য ওজনকে Opening -এর দুই পার্শ্বে Support এর উপর ছড়িয়ে দেয়। এটা কাঠ অথবা আর.সি.সি ইটের তৈরি হয় ।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের লিন্টেল

 

লিন্টেলের প্রয়োজনীয়

১. উপরের কাঠামো বা দেয়ালের ভার বহন করার জন্য।

২. ফোকরের পার্শ্বস্থ ও উপগ্রহ দেয়ালকে একত্রে সংযুক্ত করে কাঠামোর প্রয়োজনীয় শক্তি পাবার জন্য।

৩. দরজা জানালার ফ্রেম বা চৌকাঠ লাগানোর সুবিধার জন্য।

৪. সান-শেড (Sun shade) স্থাপনে কাঠামোগত সুবিধা পাওয়ার জন্য।

৫. কাঠামোর সৌন্দর্যের জন্য ।

লিস্টেলের প্রকারে

তৈরী উপকরণ ও নির্মাণ কৌশলের উপর ভিত্তি করে নিম্ন উল্লেখিত লিন্টেল দেখা যায়, যথা-

১. কাঠের লিন্টেল

৪. স্টিলের লিন্টেল

২. পাথরের নিন্টেল

৫. আর. বি. লিন্টেল

৩. ইটের লিন্টেল

৬. আর.সি.সি লিষ্টেল

কাঠের লিন্টেল ও আরসিনি লিন্টেলের সচিত্র বর্ণনা

 

বিল্ডিং মেইনটেন্যান্সের লিন্টেল

 

কাঠের লিস্টেশ

কাঠের লিন্টেল কাঠ দিয়ে যে লিন্টেল তৈরি করা হয় তাকে কাঠের লিন্টেল বলে জানালা এবং দরজার উন্মুক্ত পরিপামে লিন্টেল নির্মাণ করা হয় এর পুরুত্ব সাধারণত ৬-১০” হয় এ ধরনের লিন্টেলে শক্তি তুলনামূলক কম হয়।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের লিন্টেল

 

আর সি সি লিন্টেল আর সি সি লিন্টেল রড, সিমেন্ট কংক্রিটের সাহায্যে তৈরি কারা হয়। আর লিন্টেল যে কোন আকার আকৃতিতে করা যায়। এর শক্তি বেশি থাকে দীর্ঘস্থায়ী হয় এর পূরুত্ব ৬” হয়।

কাঠের আরসিসি লিন্টেলের পার্থক্য কাঠের ও আরসিসি লিন্টেলের পার্থক্য নিয়ে দেওয়া হলোঃ

 

বিল্ডিং মেইনটেন্যান্সের লিন্টেল

 

অনুশীলনী – ১০

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। লিন্টেল কী?

২। কাঠের লিন্টেল কী?

৩। আর.সি.সি. লিন্টেল কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

১। লিন্টেল কত প্রকার ও কী কী?

২। কাঠের লিন্টেলের গুণাবলি লেখ।

৩। আর.সি.সি. লিন্টেলের গুণাবলি লেখ।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

রচনামূলক প্রশ্ন

১। লিন্টেলের প্রয়োজনীয়তা বর্ণনা কর ।

২। কাঠের ও আরসিসি লিন্টেলের পার্থক্য ছকের মাধ্যমে দেখাও।

আরও দেখুনঃ

Leave a Comment