বিল্ডিং মেইনটেন্যান্স স্কার্টিং

আমাদের আজকের আলোচনার বিষয়ঃ বিল্ডিং মেইনটেন্যান্স স্কার্টিং।

বিল্ডিং মেইনটেন্যান্স স্কার্টিং

 

বিল্ডিং মেইনটেন্যান্স স্কার্টিং

 

স্কার্টিং

স্কার্টিং-এর সংজ্ঞা

কক্ষের মেঝেতে ধুলাবালি ও ময়লা পড়ায় নিয়মিত ধোয়া-মোছার কারণে দেয়ালগুলোর মেঝ সংলগ্ন কিছু পরিমাণ জায়গাকে পানিরোধক করা হয়। এই পানিরোধক অংশকেই স্কার্টিং বলে। সাধারণত প্লাস্টার করার পর সিমেন্টের সাথে পানি মিশিয়ে প্রস্তুতকৃত প্রবণকে মেঝে থেকে দেয়াল মানে ১৫ সে.মি হতে ২২.৫ সে.মি পর্যন্ত স্কার্টিং করা হয়।

স্কার্টিং-এর উদ্দেশ্য

* কক্ষের দেয়ালগুলোকে আর্দ্রতারোধী করার জন্য।

* পানি চুয়ানো রোধ করার জন্য।

* কক্ষের সৌন্দর্য বৃদ্ধির জন্য।

দেয়ালগুলোকে ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি হতে রক্ষা করার জন্য।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

স্কার্টিং-এর প্রয়োজনীয় মালামাল

স্কার্টিং-এর জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী :

*মোজাইক পাথরকুচি

*মোজাইকে ব্যবহারকৃত সাদা পাউডার

* সাদা সিমেন্ট

* পাথর কুচি

* পাডলো

* পোর্টল্যান্ড সিমেন্ট

* বালু

* প্লেইজড টালি

* পানি এবং

* কাঠ ইত্যাদি।

স্কাটিং-এর ব্যবহার

নিট সিমেন্ট ফিনিশিং-এর প্রয়োজনীয়তা নিম্নরূপ:

* আস্তরকৃত পৃষ্টকে মসৃন করার জন্য।

* আস্তরকৃত পৃষ্টকে স্থায়ী করার জন্য।

* আস্তরকৃত পৃষ্টকে শক্তিশালী করার জন্য।

* পানিরোধী করার জন্য।

* ক্ষয়রোধী করার জন্য ।

* সৌন্দর্য্য বৃদ্ধি করার জন্য ।

* আস্তরকৃত পৃষ্ঠকে সহজে পরিষ্কার করার জন্য।

স্কাটিং-এর মেরামত পদ্ধতি

নিম্নে স্কার্টিং মেরামত পদ্ধতির ধাপ অনুযায়ী বর্ণনা দেওয়া হলো :

১ম ধাপ : ক্ল হেমার ও বলস্টার-এর সাহায্যে নষ্ট হওয়া স্কার্টিং জায়গা এবং এর আশপাশের জায়গা ভালোমতো পরিষ্কার করতে হবে।

২য় ধাপ : সিমেন্টে পানি মিশ্রিত ঘন তরল মিশ্রন তৈরি করতে হবে।

৩য় ধাপ : পাট্টাতে মসলা নিয়ে নষ্ট হওয়া স্কার্টিং-এর জায়গাতে লাগাতে হবে।

৪র্থ ধাপ : পৃষ্ঠতল কিছুটা শক্ত হবার পর সিমেন্টে পানি মিশ্রিত ঘন তরল ঢেলে দিতে হবে এবং কর্নি বা পাট্টা দিয়ে সমহারে প্রলেপ দিয়ে সমান করতে হবে।

 

বিল্ডিং মেইনটেন্যান্স স্কার্টিং

 

অনুশীলনী – ২২

অতি সংক্ষিপ্ত প্রশ্ন :

১. স্কার্টিং বলতে কী বোঝ?

সংক্ষিপ্ত প্রশ্ন :

১. স্কার্টিং-এর প্রয়োজনীয়তা লেখ ।

২. স্কার্টিং-করার ক্ষেত্রসমূহ কী কী ?

৩. স্কার্টিং-এর জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী কী কী?

রচনামূলক প্রশ্ন :

১. স্কার্টিং-এর ব্যবহার বর্ণনা কর।

আরও দেখুনঃ

Leave a Comment