রঙ্গিন চুনকাম

আমাদের আজকের আলোচনার বিষয়ঃ রঙ্গিন চুনকাম।

রঙ্গিন চুনকাম

রঙিন চুনকামের সংজ্ঞা

কাঠামোকে স্বাস্থ্যসম্মত উপায়ে ব্যবহার ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্লাস্টারকৃত ওয়েদার এক্সপোজত পৃষ্ঠদেশে (বাহিরের পৃষ্ঠদেশ) পাথুরে চুন, কলিচুন, পানি ও আঠা জাতীয় পদার্থ (যমন- গাম বা ) এবং রঙের গুঁড়া ইত্যাদি পদার্থের সংমিশ্রণে যে প্রলেপ দেয়া হয়, তাহাকে রঙিন চুনকাম (Color Wash) বলে।

 

রঙ্গিন চুনকাম

 

রঙিন চুনকামের উদ্দেশ্য

১. কাঠামোকে বাহিরের পৃষ্ঠদেশকে কার্বন ডাই-অক্সাইডের প্রতিক্রিয়া হতে রক্ষা করার জন্য ।

২. কাঠামোতে শ্যাওলা বা সবুজ জাতীয় গাছ জন্মানো প্রতিরোধ করার জন্য।

৩. আলোকরশ্মির তেজস্ক্রিয় কমানোর জন্য। ।

৪. ইমারতের সৌন্দর্য বৃদ্ধির জন্য

৫. ঘরকে জীবাণুমুক্ত রাখার জন্য ।

রঙিন চুনকামের উপাদান

১. পাথুরে চুন।

২. কলিচুন বা ঝিনুক, ফোটান চুন।

৩. গাম বা গ্লু (আঠা জাতীয় পদার্থ)।

৪. রঙের গুঁড়া

৫. প্রয়োজনমতো বিশুদ্ধ পানি।

রঙিন চুনকাম করার জন্য দেয়ালের গাত্র প্রস্তুত করার পদ্ধতি

দেয়ালের বা কাঠামোর প্লাস্টার বা আন্তর ভালোভাবে শুকানোর পর চুনকাম করা যায়। চুনকাম করার আগে পৃষ্ঠদেশকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। পূর্বের সব ধরনের ময়লা বা অনিষ্টকর উপাদান বা ধূলা-বালি ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং ভালোভাবে শুকানোর পর চুনকাম করতে হবে। পুরাতন চুনকামের উপর নতুনভাবে চুনকামের আগে পুরাতন চুনকাম উত্তমরূপে তুলে ফেলতে হবে এবং পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

রঙিন চুনকাম করার পদ্ধতি

দেয়ালের বা কাঠামোর প্লাস্টার বা আন্তরকৃত পৃষ্ঠের উপর ব্রাস বা তুলি দিয়ে চুনকাম প্রয়োগ করা হয়। চুনকামের সময় একবার উপর হতে নিচে এবং পরের বার নিচ থেকে উপরে তুলি টানতে হয়। তারপর ডান হতে বামে এবং বাম হতে ডানে তুলি টেনে প্রথম কোট সম্পূর্ণ করতে হয়।

এভাবে প্রথম কোট শুকনোর পর দ্বিতীয় কোট, তারপর তৃতীয় কোট চুনকাম করতে হয়। সাধারণত নতুন কাজে তিন কোট এবং পুরাতন কাজে দুই কোট চুনকাম করতে হয়। দেয়ালের আগে সিলিং-এর চুনকাম করতে হয়। চুনকাম প্রবণের জন্মে যাওয়া থেকে বিরত রাখতে চুনকাম দ্রবণকে মাঝে মধ্যে নাড়া দিতে হয়।

চুনকাম ও রঙিন চুনকামের মধ্যে পার্থক্য

চুনকাম ও রঙিন চুনকামের মধ্যে পার্থক্য নিম্নে দেয়া হলো:

 

রঙ্গিন চুনকাম

 

অনুশীলনী – ২২

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১। রঙিন চুনকাম কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন 

১। রঙিন চুনকামের উদ্দেশ্য লেখ?

২। রঙিন চুনকামের উপাদান কয়টি ও কী কী?

৩। রঙিন চুনকাম করার জন্য দেয়ালের গাত্র প্রস্তুত করার পদ্ধতি লেখ।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

রচনামূলক প্রশ্ন

১। রঙিন চুনকাম করার পদ্ধতি বর্ণনা কর।

২। চুনকাম ও রঙিন চুনকামের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।

আরও দেখুনঃ

Leave a Comment