রিটেইনিং ওয়াল I অধ্যায় ৯ I সিভিল কন্সট্রাকশন-১

আমাদের আজকের আলোচনার বিষয় রিটেইনিং ওয়াল । শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

রিটেইনিং ওয়াল

রিটেইনিং ওয়ালকে বাংলায় ঠেস দেয়াল বলা যায়। উদ্দেশ্যগত দিক দিয়ে রিটেইনিং ওয়াল অনেকটা ড্যামের মতো কাজ করে। ড্যাম পানির চাপ প্রতিরোধ করে এবং রিটেইনিং ওয়াল মাটির চাপ প্রতিরোধ করে। তবে অনেক সময় ভূ-গর্ভস্থ পানির স্তরকেও রিটেইনিং ওয়াল নির্মাণে বিবেচনায় আনতে হয়। কেননা ভূ-গর্ভস্থ পানির যে কোনো রকম অনুপ্রবেশ এর মারাত্মক ক্ষতি করতে পারে।

রিটেইনিং ওয়াল হচ্ছে এমন একটি কাঠামো দেয়াল যা নির্মাণের প্রধান উদ্দেশ্যই হচ্ছে নিজ স্থানে স্থির থেকে মাটি বা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে। রিটেইনিং ওয়াল ডিজাইন এবং নির্মাণ এমন হতে হবে যাতে:

১। এটি ব্যাক ফিল বা পার্শ্ব চাপ প্রদানকারী পদার্থের চাপে উল্টিয়ে না যায়।

২। রিটেইনিং ওয়ালের টো এর নিচের মাটির চাপ মাটির অনুমোদিত বিয়ারিং ক্যাপাসিটির চেয়ে বেশি হবে না।

৩। এটির দেয়াল গ্রাস্টের (হঠাৎ প্রচণ্ড চাপ) কারণে বাইরের দিকে সরে আসবে না।

৪। এর কোনো অংশে কোনো প্রকার ফাটল তৈরি হতে পারবে না।

রিটেইনিং ওয়ালের অবস্থান

১। পাহাড়ি এলাকায় পাহাড় কেটে রাস্তা বা বাড়ি ঘর নির্মাণের সময় পার্শ্বস্থ মাটির চাপ প্রতিরোধ করতে।

২। নদী বা জলাশয়ের পার্শ্বস্থিত মাটির পাড় ভেঙে পড়া রোধ করতে পাড় ঘেঁষে নির্মাণ করা হয়।

৩। মহাসড়ক নির্মাণের সময় এর সঠিক ঢাল তৈরি করতে অস্থায়ী সিটপাইলিং রিটেইনিং ওয়াল দেখা যায়।

৪। স্থাপত্য ল্যান্ড স্ক্যাপিং-এ বড় রাস্তার মোড়ে বা বাগানে রিটেইনিং ওয়াল দেখতে পাওয়া যায়।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

রিটেইনিং ওয়ালের প্রকারভেদ এবং প্লান

কাঠামো, উপকরণ এবং অবস্থান অনুসারে রিটেইনিং ওয়াল বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যথা-

  • গ্র্যাভিটি রিটেইনিং ওয়াল (Gravity retaining wall)
  • সেমি গ্র্যাভিটি রিটেইনিং ওয়াল (Semi gravity retaining wall)
  • ক্রিব রিটেইনিং ওয়াল (Crib retaining wall)
  • ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল (Cantilever retaining wall)
  • কাউন্টারফোর্ট রিটেইনিং ওয়াল (Counterfort)
  • বাট্টেরেস ওয়াল (Butteress)
  • গ্যাবিয়ন ওয়াল (Gabions)
  • নন সারচার্জ রিটেইনিং ওয়াল (nonsurcharge retaining wall)
  • সারচার্জ রিটেইনিং ওয়াল (Surcharge retaining wall)
  • সিট পাইল ওয়াল (Sheet pipe wall)
  • সোলতার পাইল ওরাল (Shoulder pipe wall)
  • ব্লায়ি পাইল ওয়াল (Slury pile wall)
  • ব্রিজ এবাটমেন্ট (Brige abutment)
  • বক্স কালভার্ট (Box culvert)

 

রিটেইনিং ওয়াল I অধ্যায় ৯ I সিভিল কন্সট্রাকশন-১

 

রিটেইনিং ওয়ালের প্রয়োজনীয়তা

  • বিভিন্ন পোতাশ্রয় এবং নৌ-চলাচলের চ্যানেল যেখানে বড় বড় ঢেউ থেকে পাড়ের মাটিকে টিকিয়ে রাখতে সিট পাইল (বাল্কহেড) ওয়াল ব্যবহার করা হয়।
  • এ্যান্ডিটি ওয়াল সি ওয়াল হিসেবে সামুদ্রিক পরিবেশে মাটি-পানির সংস্পর্শে আসতে বাধা দেয়।
  • প্রাকৃতিক ঢালে যেমন পাহাড় বা কৃত্রিম মাটি ভরাটে পার্শ্ব চাপের ফলে কাঠামোকে স্লাইডিং এবং ওভারটানিং হতে এ ওয়াল বাধা দেয়।
  • পাহাড়ের মাটি ক্ষয় রোধ করে। পাহাড়ের রাস্তা বানাতে, গাছপালা লাগাতে বা চাষাবাদে সহায়তা করে।
  • বাগান বা ল্যান্ড ক্যাপিং-এ সৌন্দর্য বৃদ্ধি করে।
  • বিভিন্ন কাঠামোগত খননকাজ চলাকালীন সময়েও এ ওয়াল নির্মাণ বা স্থাপন করা হয়ে থাকে।

রিটেইনিং ওয়ালের অংশসমূহ

নিম্নে চিত্রের সাহায্যে রিটেইনিং ওয়ালের অংশসমূহ দেখানো হলো:-

 

রিটেইনিং ওয়াল I অধ্যায় ৮ I সিভিল কন্সট্রাকশন-১

 

রিটেইনিং ওয়াল I অধ্যায় ৮ I সিভিল কন্সট্রাকশন-১

আরও দেখুনঃ

Leave a Comment