আমাদের আজকের আলোচনার বিষয় লেভেলিং টুলস । শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
লেভেলিং টুলস
স্পিরিট লেভেল
কোনো কাজের বা বস্তুর পৃষ্ঠতল সমতল কিনা তা যাচাই করার জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তাকে স্পিরিট লেভেল বলে। স্পিরিট লেভেলের তলদেশ খুবই সমতল থাকে। এর বডির উপরের দিকে একটি বা দুটি বা তিনটি কাচের নল থাকে। নলগুলোকে সাধারণত হলুদ রঙের ইথানল বা স্পিরিট জাতীয় পদার্থ ঢুকানো থাকে। এর সাথে অল্প পরিমাণ বায়ুও থাকে। লেভেলটি শায়িত অবস্থায় রাখলে উপরের দিকে অবস্থানরত প্রান্তের দিকে বায়ুর বুদ্বুদ সরে যায়। ফলে কোনো বস্তুর ভূমিতল সমতল বা উলম্ব সঠিক আছে কিনা তা জানতে পারা যায়।
নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার স্পিরিট লেভেল
১. সার্ভেওর লেভেলিং যন্ত্রপাতি (Surveyor’s leveling instrument)
২. কারপেনটারস লেভেল (কাঠ, এলুমিনিয়াম বা কম্পোজিট) (Carpente’s level (either wood, aluminum or composite materials)
৩. ম্যাশনস লেভেল (Mason’s level)
৪. টরপিডো লেভেল (Torpedo level)
৫. পোস্ট লেভেল (Post level)
৬. লাইন লেভেল (Line level)
৭. ইঞ্জিনিয়ারস প্রিসিশন লেভেল (Engineer’s precision level)
৮. মেশিনিস্ট লেভেল (Machinists level)
৯. আয়রন বেঞ্চ লেভেল (Iron bench level)
১০. স্ট্রিডিং লেভেল (Striding level)

১. সার্ভেওর লেভেলিং যন্ত্রপাতি:
এগুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন- টিলটিং লেভেল (Tilting level), ডাম্পি লেভেল (Dumpy level) বা অটোমেটিক লেভেল (Automatic level)।
গঠন এবং কার্যপ্রণালি:
এ ধরনের যন্ত্রে ক্রসহেয়ার যুক্ত একটি টেলিস্কোপের উপর একটি স্পিরিট লেভেল বসানো থাকে। যন্ত্রটি একটি তিন পা বিশিষ্ট সাপোর্টের উপর থাকে। একজন দর্শক যন্ত্রটির সামনে পেছনে দুটি দণ্ডায়মান স্টাফের উচ্চতার রিডিং নেয়। এ থেকে ঐ স্টাফগুলো স্থাপিত দুটো স্থানের উচ্চতার পার্থক্য জানা যায়। শুরুর বিন্দুর এলিভেশন জেনে উপরের পদ্ধতি মতো রিডিং নিয়ে অনেক বড় দূরত্বের মধ্যকার উচ্চতার পার্থক্য এবং এলিভেশন জানা যায়। বর্তমানে ইলেকট্রনিক লেভেলও ব্যবহৃত হয়।
ব্যবহার: জরিপ কাজে দীর্ঘ দূরত্বের মধ্যকার স্থানগুলোর উচ্চতার পার্থক্য জানতে।
২. কারপেনটারস লেভেল (কাঠ, অ্যালুমিনিয়াম বা কম্পোজিট):
একটি সাধারণ কারপেনটরস লেভেল দেখতে একটি কাঠ খণ্ডের মতো। এর বেশ চওড়া গঠন থাকে যা লেভেলটির স্থায়িত্ব এবং পৃষ্ঠ তলের যথাযথভাবে পরিমাপ নিশ্চিত করে।
গঠন এবং কার্যপ্রণালি:
স্পিরিট লেভেলের সাধারণত তিনটি ভাইএল বা টিউব থাকে। চিত্রে দেখানো আনুভূমিকভাবে ৪৫ ডিগ্রি হেলানো অবস্থানে। পৃষ্ঠতল সমতল হলে বাবল কোথায় থাকবে তা লেভেলে দাগ কেটে দেওয়া থাকবে। কোনো কোনো লেভেলে বাঁকানো টিউব থাকে যা বাবল দ্রুত নিচে নামতে সাহায্য করে।
ব্যবহার: নির্মাণকাজে বিশেষত কাঠের কাজে সঠিক উল-ম্ব আনুভূত্মিক এবং ৪৫ ডিগ্রি কোণ মাপতে কারপেনটারস লেভেল ব্যবহার করা হয়।
৩. ম্যাশনস লেভেল (Mason’s level):
কারপেনটারস লেভেলের মতোই তবে আকারে ম্যাশনস লেভেল একটু বড়।
৪. টরপিডো লেভেল:
সাধারণত ৬ থেকে ৯ ইঞ্চি মাথার দিক দেখতে অনেকটা নৌকার মতো। সংকীর্ণ স্থানে লেভেল নিতে ব্যবহৃত হয়।
৫. লাইন লেভেলঃ
নির্মাণকাজে ঝুলানো তারে যে লেভেল ঝুলানো হয় তাকে লাইন লেভেল বলে। এই লেভেলের সাথে উভয় প্রান্তে ছোট হুক থাকে যা দিয়ে তারে ঝুলানো হয়। এটি ওজনে খুবই হালকা ফলে এটি ঝুলালে তার কোনো রকম নিচে হয় না। এর সাইজ এমন যেন এটি তারের সাথে ঝুলানোর পর তারের দুই প্রান্ত লেভেলের পৃষ্ঠকে প্রসারিত করে।
ব্যবহার: দুটি বিন্দু বা পয়েন্ট একই লেভেলে আছে কি না যেমন- একই ফ্লোরের বা উচ্চতার দুই পয়েন্ট তা যাচাই করতে ব্যবহৃত হয়। এটি অবশ্যই শক্ত করে বাঁধা রশির সাথে ব্যবহার করতে হয়।
৬. ইঞ্জিনিয়ারস প্রিসিশন লেভেল:
একে মাস্টার প্রিসিশন লেভেলও বলা হয়। এতে একটি বড় দাগ কাটা আনুভূমিক প্রধান ভাইএল (১) থাকে। লেভেলের উপরে এবং নিচে খুব সমান্তরালভাবে তৈরি করা হয়। এটি প্রধান ভাইএলের সাহায্যে প্রকৃত আনুভূমিক নির্ণয় করতে ভিত্তির তলে বা যাতে তৈরি সামগ্রী সঠিক মাপের হয় সেজন্য কোনো মেশিনের পৃষ্ঠ ব্যবহৃত হয়। দুই প্রান্তের ছোট ভাইএল-এর সাহায্যে প্রকৃত উলম্ব নির্ণয় করা যায়।
৭. মেশিনিস্ট লেভেল:
এতে একটি বড় আকৃতির ভাইএল থাকে। এটি এর সঠিকতা এবং সুক্ষ্মতা বৃদ্ধি করে। কোনো কোনো লেভেলের ঢেউযুক্ত তল থাকে ফলে পাইপ, স্যাফট ইত্যাদির উপর সহজে সরানো যায়। মেশিন সপে কাজ বা যন্ত্রপাতি লেভেলিং-এ এটি ব্যবহৃত হয়।
৯. স্ট্রিডিং লেভেল:
এটি একটু উঁচু ভিত্তির উপর থাকে। বর্তমান থাকা তার, পাইপ প্রসারিত করতে এটি ব্যবহৃত হয়।
বিভিন্ন স্পিরিট লেভেলের ব্যবহার
- ছাদের ঢাল পরীক্ষা করতে।
- ল্যান্ড স্কেপের ঢাল যাচাই করতে।
- ডেকের উপর দিয়ে পানি যাওয়ার জন্য এর ঢাল পরীক্ষা করতে।
- পোরছ এবং কংক্রিট ক্লাবের ঢাল নির্ণয় করতে।
- পানির নিচে প্লাম্বারের কাজ করার জন্য।
- বাড়ি ঘর পুনঃনির্মাণ বা মেরামত করার সময়।
- দেয়ালের রং লেভেলিং করতে।
- ছবি বা ওয়াল ম্যাট টাঙাতে।
- পাইপের সঠিক প্রবাহ নিশ্চিত করতে পাম্বিং কাজে।
- সুইমিং পুলের ঢাল রাখতে।
- টাইলস্ কাঠের ও ম্যাশনারি বিভিন্ন কাজে।
আরও দেখুনঃ