সড়ক ও বিভিন্ন ধরনের সড়কের প্রকারভেদ

সড়ক ও বিভিন্ন ধরনের সড়কের প্রকারভেদ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “সড়কের গঠন” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

রাস্তা বা সড়ক এক টুকরো ভূমিবিশেষ যা দুই বা ততোধিক স্থানের সাথে সংযোগ রক্ষা করে। সাধারণতঃ রাস্তায় সহজে মালামাল পরিবহন, লোক চলাচল বা ভ্রমণের উদ্দেশ্যে তৈরী করা হয়। গাছ, নালা-নর্দমা, পাহাড়-পর্বত যথাক্রমে কর্তন, ভরাট, সুড়ঙ্গ তৈরী বা মধ্যস্থল আরো সমান্তরাল করে রাস্তার উপযোগী করা হয়। রাস্তা প্রধানত ময়লা-আবর্জনা, নুড়ি পাথর, কংক্রিট বা ইট ইত্যাদির সাহায্যে তৈরী করা হয়।

জনগণ বা স্থানীয় সরকার কর্তৃপক্ষ দীর্ঘ সময়ের জন্যেই মূলতঃ রাস্তা তৈরী করে। প্রাচীন রোম ও ইনকাদের তৈরী সড়কগুলো নির্মাণশৈলী দুনিয়া জুড়ে প্রসিদ্ধ। কিন্তু নদীপথের যানবাহনগুলো তুলনামূলকভাবে সড়কপথের যানবাহনের চেয়ে সাধারণতঃ সহজ ও দ্রুততম হয়ে থাকে। শিল্প বিপ্লবের সময় যোগাযোগ ব্যবস্থায় রেলওয়ে পরিবহন আবিস্কৃত হয়। এ প্রেক্ষাপটে রেলপথ বিশেষ ধরনের সড়ক পথের স্বীকৃতি পায়। বর্তমানে রাস্তায় চাকাজাতীয় সকল ধরনের যানবাহন পরিচালিত হয়। তন্মধ্যে – গাড়ী, মোটর সাইকেল, সাইকেল, ট্রাম ইত্যাদি অন্যতম।

রাস্তা বিনির্মাণ এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় বার্ষিকভিত্তিতে নির্ধারিত হারে কর বা ট্যাক্স প্রদান করতে হয়। এছাড়াও, কিছু রাস্তায় টোল প্রদান করতে হয় যা রাস্তায় যানবাহন চলাচলের সময় প্রদেয়।

 

সড়ক ও বিভিন্ন ধরনের সড়কের প্রকারভেদ

 

৭.০ o (Roads) :

জনসাধারণের যাতায়াত ও মালামাল পরিবহনের প্রধান মাধ্যম হলো সড়কপথ, জলপথ ও আকাশ পথ। দ্রুততম ও সহজ মাধ্যম হিসাবে সড়ক ও মহাসড়কের গুরুত্ব অপরিসীম। সুতরাং জনসাধারণের যাতায়াত ও নিত্যপ্রয়োজনীয় মালামাল, বাদ্যসামগ্রী, ওষুধপত্র ইত্যাদি স্থলপথে দ্রুত পরিবহনের জন্য যে সহজ ব্যবস্থা করা হয়, যার উপর দিয়ে পথচারীগণ এবং যানবাহন আইনসঙ্গত অধিকারে ও নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে, তাকে সড়ক বা রাস্তা (Road) বলে ।

 

বিভিন্ন ধরনের সড়কের প্রকারভেদ

 

 

৭.১ বিভিন্ন ধরনের সড়কের প্রকারভেদ (Different types of road) ঃ

সড়কের শ্রেণিবিভাগ ঃ

 

(ক) অবস্থান ও কাজ অনুসারে সড়কের শ্রেণিবিভাগ :

১। জাতীয় হাইওয়ে (National highway)

২। জেলা হাইওয়ে (District highway)

৩। গ্রাম্য সড়ক (Village Road )

 

 

(খ) মালামালের উপর ভিত্তি করে সড়কের শ্রেণিবিভাগ ঃ

১। মাটির রাস্তা (Earthen road)

২। গ্র্যাভেল রাস্তা (Gravel road)

৩। মুরাম রাস্তা (Muram road

৪। পানি দ্বারা বাঁধা খোয়ার রাস্তা (Water-bound mecadam road)

৫। বিটুমেন রাস্তা (Bituminous road)

৬। সিমেন্ট কংক্রিটের রাস্তা (Cement concrete road)

৭। ব্লক পেভমেন্ট রাস্তা (Block pavement road) 1-

 

 

আরও পড়ুন:

Leave a Comment