আজকে আমাদের আলোচনার বিষয় – সেন্টারিং, সাটারিং ও ফর্মওয়ার্ক যা অধ্যায়-৭ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
সেন্টারিং, সাটারিং ও ফর্মওয়ার্ক
সেন্টারিং, সাটারিং ও ফর্মওয়ার্ক-এর সংজ্ঞা
সেন্টারিং: যে কোনো অবকাঠামোর নির্মাণকাজে কংক্রিটের কাজ করায় সময় কংক্রিটকে জমাটবদ্ধ করার জন্য কাঠ, শিট ইত্যাদি দিয়ে তৈরি খাঁচা বা ক্ষেত্র সৃষ্টি করার পদ্ধতিকে সেন্টারিং বলে।

শার্টারিং: নির্মাণকাজে যে কোনো অবকাঠামোয় কংক্রিট জমিয়ে নির্দিষ্ট আকার ও আয়তনে আনার জন্য কাঠ, বাঁশ, লোহা বা প্লাস্টিক দিয়ে যে অস্থায়ী কাঠামো তৈরি করা হয় তাকে শাটারিং বলে। ঢালাইকৃত কংক্রিট প্রয়োজনীয় শক্তি অর্জন করলে শাটারিং খুলে ফেলা হয়।
ফর্ম-ওয়ার্ক: যে কোনো অবকাঠামোর সাধারণভাবে সদ্য ঢালাইকৃত কংক্রিটকে জমিয়ে নির্দিষ্ট আকারে আনার জন্য কাঠ, প্লাস্টিক, ফাইবার প্লাস, অ্যালুমিনিয়াম বা লোহা দিয়ে যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে ফর্মওয়ার্ক বলে। ফর্মওয়ার্ক এবং সাটারিং মূলত একই নীতিতে তৈরি।

সাটারিং এর কাজ
সাটারিং কাজ নিম্নরূপ:
১। যে কোনো অবকাঠামোর নির্দিষ্ট আকার আকৃতি ও আয়তনের কাঠামোতে কংক্রিট ঢালাই-এর সুবিধা প্রদান করা হয়।
২। ঢালাইকৃত কংক্রিটকে নির্দিষ্ট সময় পর্যন্ত ঢালাই স্থানে ধরে রাখা।
৩। আরসিসি কাঠামোতে লোহাকে ডিজাইন মোতাবেক নির্ধারিত স্থানে ধরে রাখা।
৪। একই সময়ে একাধিক কাঠামো যথা বিম স্লাব ইত্যাদি ঢালাই করা।
৫। অনুভূমিক ও উল্লম্ব উভয় তলে সমতা রক্ষা করা।
সেন্টারিং এর কাজ
সেন্টারিং কাজ নিম্নরূপ:
১। অবকাঠামোর ঢালাইকৃত কংক্রিটকে নির্দিষ্ট সময় পর্যন্ত ঢালাই স্থানে ধরে রাখা।
২। অবকাঠামো কে যে কোনো আকৃতিতে গঠন করার জন্য সেন্টারিং কাজ করে।
৩। RCC কাঠামোতে লোহাকে ডিজাইন মোতাবেক নির্ধারিত স্থানে ধরে রাখা।
৪। একই সময় একাধিক কাজ করার জন্য।
নির্মানসামগ্রী অনুযায়ী বিভিন্ন প্রকার ফর্মওয়ার্ক
নির্মানসামগ্রী অনুযায়ী ফর্মওয়ার্ক তিন প্রকার যথা:
১) টিম্বার ফর্মওয়ার্ক (Timber Form work)
২) প্লাইউড ফর্মওয়ার্ক (Plywood Form work)
৩) স্টিল ফর্মওয়ার্ক (Steel Form work)
তবে বর্তমানে কাঠের নুন্যতম ব্যবহার এর উপর ভিত্তি করে ফর্মওয়ার্ক ডিজাইন হয়ে থাকে। ষ্টিল ফ্রেম সাপোর্ট এবং স্টিল/অ্যালুমিনিয়াম/ ফাইবার গ্লাস শিট সাটারিং সহযোগে তৈরি ফর্মওয়ার্কই ব্যাপকভাবে ব্যাবহৃত হয়ে থাকে। ফর্মওয়ার্ক নির্মাণের ধাপসমূহ: ফর্মওয়ার্ক নির্মাণে নিম্নের ধাপগুলো অনুসরণ করা হয়। যথা-
১। খুঁটি স্থাপন এবং সেন্টারিং (Propping and centering)
২। পাটাতন তৈরিকরণ (Shuttering)
৩। ক্যাম্বার প্রদান (Provision of camber)
৪। পরিষ্কার ও উপযোগীকরণ (Cleaning and surface treatment)
খুঁটি স্থাপন এবং সেন্টারিং: সেন্টারিং-এর জন্য স্টিল, কাঠ বা বাঁশের পোস্ট ব্যবহার করা হয়। তবে কাঁদা লিয়ে ইটের পিলার গেঁখে প্রোপ (Prop) হিসাবেও ব্যবহার করা যায়। কাঠের সোল প্লেটের উপর পোস্টগুলো স্থাপন করতে হয়। সোল প্লেটের আকার ০.১ বর্গমিটার এবং পুরুত্ব ৪০ মিঃ মিঃ। আর সোল প্লেট এবং কাঠের পোস্টের মাঝে দুটি ওয়েজ ব্যবহার করতে হয়। পার্টাডন তৈরিকরণ। কাঠের ভন্ডন বা প্লাইউড বা স্টিল প্লেটকে পাটাতন তৈরির কাজে ব্যবহার কর হয়।
ক্যাখার প্রদান: লং স্প্যান বিশিষ্ট কংক্রিট কাঠামোর ক্ষেত্রে ফিফ্লেকশন হ্রাস করতে প্রয়োজন অনুনায়ে পাটাতনকে কিছুটা উপরের দিকে উঠানো হয়। ক্লাব এবং বিষের ক্ষেত্রে প্রতিমিটার স্প্যানের জন্য ৪ মিঃমিঃ হারে ক্যাথার প্রদান করা হয়। ক্যান্টিলিভার জাতীয় কাঠামোর ক্ষেত্রে বর্ধিত ১/৩০ হাত্রে মুক্ত প্রান্ত উঁচু করতে হয়।
পরিষ্কার ও উপবোসীকরণ: কংক্রিট স্থাপনের পূর্বে ফর্মওয়ার্ককে ভালোভাবে পরিষ্কার করতে হয় এবং পানি লিয়ে ভিজিয়ে নিতে হয়। শুক্ষ সাটারিং যাতে কংক্রিট থেকে পানি শোষণ করতে না পারে, তার জন্য ব্যবস্থা করা হয়।
কর্মওয়ার্ক তৈয়িত্ব পদ্ধতির (Process of making form work)
(ক) কলাবের ফর্মওয়ার্ক-এর উপাংশগুলো
১। পিটিং (Sheeting): কলামের চারপার্শে খাড়াভাবে প্রদান করা হয়। সাধারণত ২৫ মিঃ মিঃ পুরু কাঠের তক্তা ব্যবহার করা হয়। একে BIK (Yoke) এর সাথে তার ঝাঁটা দিয়ে লাগানো হয়।
২। ওয়েজ (Wages): খাও BIK এবং বোল্টের সাঝে ওরেজ প্রদান ক্ষয়ে টাইট করা হয়।
৩। পার্শ্ব ইঙক এবং প্রাঙ্ক ইঙক (Side yoken and end yokan): পার্শ্ব ইওককে বোল্ট দিয়ে সংযোগ করতে হবে।
৪। যোস্ট (Bolt): শিটিংকে দৃঢ়ভাবে তার অবস্থানে ধরে রাখার জন্য ফ্রেম এবং শিটকে আবদ্ধ করার জন্য জুইং করতে যোন্টস্ট ব্যবহার করা হয়।

(খ) বিসেক্স কর্মওয়ার্ক এর উপাংশঝলো-
১। জিউ (Cleats): ঝিমেক্স পার্থে প্রদাম করা হয়। এর আকার ১০ লেঃ মিঃ।
২। পার্শ্ব নিটিং (Side sheeting): বিমেয় পার্শ্বে শিটিং এয় পুরুত্ব সাধারণত ও লেঃ মিঃ হয়।
৩। অলায় শাঁটিং (Bottom sheeting): ৫ সেঃ মিঃ থেকে ৭ সেঃ মিঃ পুরুত্ব হয়।
৪। লেজার (Ledgers): আনুভূমিক কাঠের পিছ, যাকে ক্লিটের সাথে আটকানো হয়।
৫। হেড মি (Head free): সমগ্র বিমটির ফর্মওয়ার্কে এটা সাপোর্ট প্রদান করে।

(গ) সিঁড়ির ফর্মওয়ার্ক-এর উপাংশগুলো
১। শিটিং বা ডেকিং (Sheeting or decking): সাধারণতঃ ৭.৫ সেঃ মিঃ x ১০ সেঃ মিঃ আকারের কাঠ, যার উপর শিটিং বা থেক প্ল্যাব (Deck slab) অবস্থান করে।
২। জল জয়েন্ট (Cross jaint): ৫ সেঃ মিঃ x ১০ সেঃ মিঃ আকারে কাঠ স্ট্রাটের সাথে চিত্রানুযায়ী ব্যবহার করা হয়।
৩। আাইজায় প্লাক (Riser plank): ৪ সেঃ মিঃ থেকে ৫ সেঃ মিঃ পুরু ভন্ডন হাইজারের উচ্চতার ব্যবহার করা হয়।
৪। কাট স্ট্রিং (Cut string): ৫ সেঃ মিঃ পুরু তক্তা রাইজারের দেয়ালের প্রান্তে ১০ সেঃ মিঃ জাকারের কাঠকে হ্যাংগার হিসাবে ব্যবহার করা হয়।
৫। স্টিফেনার জয়েন্ট (Stiffener joint): রাইজার প্লানের মাঝামাঝি ৫ সেঃ মিঃ x ১০ সেঃ মিঃ জাফাত্রের কাঠকে সিঁকেলায় জয়েন্ট হিসাবে ব্যবহার করা হয়।

সেন্টারিং, সাটারিং ও ফর্মওয়ার্ক ফৌশল
যে কোমো অবকাঠামোর নির্মাণকাজে কংক্রিটের কাজ করার সময় কংক্রিটকে জমাটবদ্ধ করার জন্য কাঠ, পিট ইত্যাদি দিয়ে তৈরি বাঁজ বা ক্ষেত্র সৃষ্টি করার পদ্ধতি হলো সেন্টারিং।
নির্মাণকাজে যে কোনো অবকাঠামোয় কংক্রিট জমিয়ে নির্দিষ্ট আকার ও আয়তনে আমার জন্য কাঠ, বাঁশ, লোহা বা প্লাস্টিক দিয়ে যে অস্থায়ী কাঠামো তৈরি করা হয় তাকে পাটারিং বলে। ঢালাইকৃত্ব কংক্রিট প্রস্রোজনীয় শক্তি অর্জন করলে শাটারিং খুলে ফেলা হয়।
যে কোনো অবকাঠামো সাধারণভাবে সদ্য চালাইকৃত কংক্রিটকে জমিত্রে নির্দিষ্ট আকারে জানার জন্য কাঠ, প্লাস্টিক বা লোহা মিত্রে যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে কর্মওয়ার্ক বলে।
সেন্টারিং, সাটারিং ও ফর্মওয়ার্ক রক্ষণাবেক্ষণ কৌশল
সাটারিং বা ফর্মওয়ার্ক:
- সাটারিং-এর এলাইনমেন্ট চেক করা,
- সাটারিং-এর মালামাল পরিষ্কার করা আছে কিনা,
- Steel-এর সাটারিং হলে এর তলায় তেলের ব্যবহার করা হয়েছে কিনা এবং কাঠের সাটারিং হলে এর তলায় কোনো প্রকার ছিদ্র বা তলা সমান ও সুখ আছে কিনা,
- সাটারিং-এয় ছিদ্র দিয়ে কোনো প্রকার পানি বের হচ্ছে কিনা তা পরীক্ষা করা,
- কাজের সময় যাতে সাটারিং নড়ে না যায় বা কেড়ে না পড়ে কাজের পূর্বে সাটারিং-এর সাপোর্ট ঠিকমতো দেওয়া আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে,
- পাতলা টিনের ফিতা বা ময়ূর দিয়ে কাঠের সাটারের জব্রেন্ট বন্ধ করতে হবে এবং ফোম বা ফুট ঠেগ ব্যবহার করতে হবে স্টিলের শার্টায়েয় জয়েন্টের ক্ষেত্রে।

অনুশীলনী – ৭
অতি সংক্ষিপ্ত:
১। সেন্টারিং কাকে বলে?
২। সাটারিং কাকে বলে?
৩। ফর্মওয়ার্ক কাকে বলে?
সংক্ষিপ্ত:
১। ফর্মওয়ার্ক নির্মাণের ধাপসমূহ লেখ।
২। সেন্টারিং এর কাজ কী?
৩। শাটারিং কাজে কী কী মালামাল ব্যবহৃত হয়?
৪। বীমের ফর্মওয়ার্ক এর উপাংশগুলোর নাম লেখ।
রচনামূলক:
১। সেন্টারিং, সাটারিং ও ফর্মওয়ার্ক-এর সংজ্ঞা।
২। সাটারিং কাজের বর্ণনা দাও।
৩। সেন্টারিং কাজের বর্ণনা দাও।
৪। নির্মানসামগ্রী অনুযায়ী বিভিন্ন প্রকার ফর্মওয়ার্ক-এর বর্ণনা দাও।
৫। সেন্টারি, সাটারিং ও ফর্মওয়ার্ক নির্মাণ কৌশল বর্ণনা কর।
আরও দেখুন :