আজকে আমাদের আলোচনার বিষয় – সারফেস কন্ডুইট ওয়্যারিং যা অধ্যায়-১৭ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
সারফেস কন্ডুইট ওয়্যারিং
সারফেস কন্ডুইট
যে ওয়্যারিং সারফেসের উপর কন্ডুইটের মধ্যে দিয়ে করা হয় তাকে সারফেস কন্ডুইট ওয়্যারিং বলে। ক্ষয়ক্ষতি হতে রক্ষা করার জন্য ইলেকট্রিক্যাল ওয়্যারিং কন্ডুইটের মধ্যে দিয়ে করা হয়ে থাকে।
Conduit Wiring

সারফেস কন্ডুইট ওয়্যারিং-এর সুবিধা-অসুবিধা
সারফেস কন্ডুইট ওয়্যারিং-এর সুবিধা:
১। এই ওয়্যারিং-এর সুবিধা তারগুলি সারফেসের উপর কন্ডুইট-এর ভিতরে থাকে বলে যেকোনো মুহূর্তে ত্রুটি দেখা দিলে পরিবর্তন করা যায়।
২। সারফেস কন্ডুইট ওয়্যারিং সাশ্রয়ী।
৩। এই ওয়্যারিং কম সময়ের মধ্যে করা যায়।
৪। এই ওয়্যারিং কম দক্ষ শ্রমিক দিয়ে করানো যায়।
৫। সহজে তার পরিবর্তন করা যায়।
৬। এই ওয়্যারিং-এর কোনো প্রকার ত্রুটি দেখা দিলে সহজে পরিবর্তন করা যায়।
সারফেস কন্ডুইট ওয়্যারিং-এর অসুবিধা:
১। ইমারতে সারফেসের উপরে থাকে বিধায় সৌন্দর্য নষ্ট হয়।
২। এই প্রকার ওয়্যারিং স্যাডল স্থাপন ভালোভাবে না হলে খুলে পড়ে যায়।
৩। এই প্রকার ওয়্যারিং সারফেসের বাইরে পাইপ থাকে বিধায় কোনো প্রকার আঘাত লাগলে পাইপ ফেটে যেতে পারে।
সারফেস কন্ডুইট ওয়্যারিং করার প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতি

সারফেস ককুইট ওয়্যারিং করার প্রয়োজনীয় মালামাল:
১। কড়ুইট পাইপ
২। জিআই তার
৩। উডেন জু
৪। আর্থিং ক্লিপ
সারফেস কনুইট ওয়্যারিং করায় প্রয়োজনীয় যন্ত্রপাতি:
১। কম্বিনেশন প্লায়ারস
২। কানেকটিং ক্রু ড্রাইভার
৩। ফিলিপস ক্রু ড্রাইভার
৪। ইলেকট্রিশিয়ান চাকু
৫। হ্যাক স ব্রেডসহ
৬। হ্যান্ড ড্রিল মেশিন
৭। ভাই ও ডাইল্টক
৮। পাইপ বেল্ডার
৯। রিমার
১০। স্পিরিট লেভেল ইত্যাদি।

সারফেস ফজুইট ওয়্যারিং করার পদক্ষেপ
১) ওয়্যারিং ফরায় জন্য ফন্ডুইট পাইপ প্ররোজণীর মাপে প্রথমেই কেটে দিজে হবে। কনুইট পাইপ হ্যাকসো অথবা পাইপ কাটায় দিয়ে ফাটা যায়।
২) স্টক ও ভাইরেয় সাহায্য কনুইটের প্রাপ্তবয় কেটে নিতে হবে।
৩) কনুইটের সাথাজলা রিমায় নিয়ে ফসৃণ করে দিতে হবে।
৪) ককুইট পাইস সাধারণত ঠাকা অবস্থায় পাইপ বেস্তার নিত্রে বাঁকা করা যায়। ককুইট পাইপ কখনও ৯০০ ডিগ্রি কোণে বাঁকানো যাবে না।
৫) কছুইট পাইপ সেয়ালের উপর ল্যাঙ্কেলের সাহায্যে আটকাতে হয়। স্যাডেলগুলো ১২০ সেন্টিমিটার অভয় অভন্ন উড়েন ডুয় সাহায্যে আটকাতে হয় এবং আর্থিং ক্লিপের সাহায্যে জার্ভিং তারও টাসতে হয়।
৬) কছুইট পাইপ সোজা করে বসানো হয়েছে কিনা ভা স্পিরিট লেভেল দিস্ত্রে পরীক্ষা করতে হবে।
৭) ফতুইট পাইপ বলাগোর সময় প্রয়োজনীয় সাইজের জি আই তার পাইপের মধ্যে স্বার্থতে হবে। কেননা এই জিলাই ভায়ের সাহায্যে পিডিসি অথবা আইআর ক্যাবল বা তার গাইপের মধ্য দিয়ে যাতে টানা যায়।



অনুশীলনী – ১৭
অতি সংক্ষিপ্ত:
১। সারফেস কহুইটওয়ারিং কী?
২। সারফেস কদুইট সাইজ কী?
৩। সারফেস কণ্ডুইট ওয়্যারিং-এর প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতির তালিকা তৈরি কর।
সংক্ষিপ্ত:
১। সারফেস কন্ডুইট ওয়্যারিং-এর সুবিধা ও অসুবিধা উল্লেখ কর।
রচনামূলক:
১। সারফেস কন্ডুইট ওয়্যারিং সংযোগ প্রণালি বর্ণনা কর।
২। সারফেস কছুইট ওয়্যারিং বলতে কী বুঝায়? ওয়্যারিং-এর সময় লক্ষশীয় বিষয়সমূহ কী?
৩। সারফেস কন্ডুইট ওয়্যারিং এর মালামাল ও যন্ত্রপাতির তালিকা বর্ণনা কর।
৪। সারফেস কন্ডুইট ওয়্যারিং করার পদ্ধতি বর্ণনা কর।
আরও দেখুন :