আজকে আমাদের আলোচনার বিষয় – সার্কিট ব্রেকার যা অধ্যায়-২৩ বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
সার্কিট ব্রেকার
বৈদ্যুতিক সার্কিট ব্রেকারের সংজ্ঞা
সার্কিট-ব্রেকার। সার্কিট-ব্রেকার হলো একটি বৈদ্যুতিক সুইচিং ডিভাইস যা দিয়ে ইলেকট্রিক্যাল সার্কিটকে সাপ্লাই হতে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা হয়। তবে এটি ইলেকট্রিক্যাল সার্কিটে নিয়ন্ত্রণ ও রক্ষণ যন্ত্র হিসাবে কাজ করে। ওভারলোড বা শর্টসার্কিট দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ঐ ইলেকট্রিক্যাল সার্কিটকে সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তবে সার্কিট-ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে সংযোগ করে না।
চিত্র : সার্কিট ব্রেকার
বৈদ্যুতিক সার্কিট ব্রেকারের প্রকার
গঠন, ব্যবহারের স্থান, কাজের ধরন অনুযায়ী সার্কিট-ব্রেকার বিভিন্ন প্রকার হয়ে থাকে। সচরাচর ব্যবহৃত সার্কিট-ব্রেকারগুলো হলো-
১. এয়ার সার্কিট-ব্রেকার
২. মিনিয়েচার সার্কিট-ব্রেকার
৩. ওয়েল সার্কিট-ব্রেকার
৪. এসসিসিবি
৪. ইএলসিবি
৬. সালফার হেক্সা-ফ্লোরাইড সার্কিট-ব্রেকার
বৈদ্যুতিক লাইনে সার্কিট ব্রেকার সংযোগের প্রয়োজনীয়তা
সাধারণত কম কারেন্ট বহন ক্ষমতা বিশিষ্ট সার্কিট বা বৈদ্যুতিক লোডকে দুর্ঘটনাজনিত বা ওভারলোডের কারণে মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহের হাত থেকে রক্ষার জন্য সার্কিট-ব্রেকার ব্যবহার করা হয়। সার্কিট-ব্রেকার হলো একটি বৈদ্যুতিক সুইচিং ডিভাইস, যা দিয়ে ইলেকট্রিক্যাল সার্কিটকে সাপ্লাই এর সাথে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা হয়। তবে এটি ইলেকট্রিক্যাল সার্কিটে নিয়ন্ত্রণ ও রক্ষণ যন্ত্র হিসাবে কাজ করে। ওভারলোড বা শর্টসার্কিট দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ঐ ইলেকট্রিক্যাল সার্কিটকে সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়, বা সুইচ দিয়ে সম্পন্ন হয় না।
অথচ সার্কিট-ব্রেকার দিয়ে ফিউজ এবং সুইচ উত্তরের কাজ পাওয়া যায়। সুইচ হিসেবেও সার্কিট-ব্রেকার ব্যবহার করা যায়। পরিমিত কারেন্ট প্রবাহে এটি অনির্দিষ্ট সময়ের জন্য সক্রিয় থাকে। ফিউজ ব্যবহার করলে এবং তা পুড়ে গেলে পুনরায় ফিউজ তার না লাগানো পর্যন্ত সার্কিট অফ থাকে। কিন্তু সার্কিট-ব্রেকার ব্যবহার করলে সার্কিট-এর ফল্ট দূর করে অন করে দিলেই পুনরায় সার্কিটে কারেন্ট প্রবাহিত হবে। উপরোক্ত সুবিধার কারণে সার্কিট-ব্রেকার ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম।
বৈদ্যুতিক সার্কিট ব্রেকারের ব্যবহার
- বৈদ্যুতিক সার্কিট-এ নিম্নলিখিত ক্ষেত্রে সার্কিট-ব্রেকারের ব্যবহার করা হয়-
- সুইচ বোর্ডে রক্ষণ যন্ত্র হিসেবে সার্কিট-ব্রেকার ব্যবহার করা হয়।
- মিটারের পর মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে সার্কিট-ব্রেকার ব্যবহার করা হয়।
- প্রতিটি সাব-সার্কিটে সার্কিট-ব্রেকার ব্যবহার করা হয়।
- বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি, যেমন-রেফ্রিজারেটর, হিটার, মোটর ইত্যাদিতে সার্কিট-ব্রেকার ব্যবহার করা হয়।
- বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার প্রতিটি ধাপে সার্কিট-ব্রেকার ব্যবহার করা হয়।
অনুশীলনী-২৩
অতি সংক্ষিপ্ত:
১। সার্কিট-ব্রেকার কাকে বলে?
সংক্ষিপ্ত:
১। সার্কিট-ব্রেকার কত প্রকার ও কী কী?
২। বৈদ্যুতিক লাইনে সার্কিট-ব্রেকার ব্যবহারের সুবিধাগুলো লেখ।

রচনামূলক:
১। সার্কিট-ব্রেকার এর শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
আরও দেখুন :