সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং I অধ্যায় ১৫ I সিভিল কন্সট্রাকশন-১

আমাদের আজকের আলোচনার বিষয় সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং । শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং

দেয়াল বা কাঠামো নির্মাণের সময় নির্মাণকাজের উচ্চতা ১.৫ মিটারের অধিক হলে প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতি নিকটে রেখে কাজ করার জন্য ধাতু, কাঠ বা বাঁশ নির্মিত যে অস্থায়ী মাচা তৈরি করা হয় তাকে স্ক্যাফোন্ডিং বলে। এ অধ্যায়ে ক্ষ্যাফোন্ডিং সম্পর্কে আলোচনা করা হলো।

স্ক্যাফোল্ডিং

একটি অস্থায়ী কাঠামো যার সাহায্যে কোনো ব্যক্তি কোনো স্থানে নির্মাণকাজ পরিচালনা করতে পারে। অন্য কথার স্টিল বা এলুমিনিয়াম টিউব, বাঁশ ইত্যাদি ক্লিপ, কাপল বা রশি দিয়ে কোনো উঁচু স্থানে কাজ করতে যে একটি অস্থায়ী ফ্রেম বা মাচা তৈরি করা হয় এবং মেটি কাজ করার জন্য নিরাপদ প্লাটফরম হিসেবে কাজ করে তাকে স্ক্যাফোন্ডিং বলে।
ক্যাফোন্ডিং-এর মৌলিক গঠন দুই প্রকার। যথা-

ক. পুটলল স্ক্যাফোন্ড (Putlog Scaffold)

খ. ইনডিপেন্ডেন্ট ক্যাফোন্ড (Independent Scaffolds

 

সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং
সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং

 

 

সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং
সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং

এই দুই প্রকার ছাড়াও আরও স্ক্যাফোন্ড দেখতে পাওয়া যায়। যথাঃ-

১। স্লাং স্ক্যাফোন্ড (Slung Scaffold)

২। সাসপেন্ডেন্ট বা ঝুলন্ত স্ক্যাফোন্ড (Suspended Scaffolds)

৩। ট্রাস আউট স্ক্যাফোন্ড (Truss-Out Scaffold)

৪। মোবাইল টাওয়ার স্ক্যাফোন্ড (Mobile Tower Scaffold)

৫। বার্ডকেইজ স্ক্যাফোল্ড (Birdcage Scaffolds)

৬। গাটাইস (Gantries)

৭। বাঁশের স্ক্যাফোন্ড

৮। কাঠের স্ক্যাকোন্ড

৯। ল্যাডার স্ক্যাফোন্ড

১০। চিমনি স্ক্যাফোল্ড

১১। স্টিল বা মেটাল স্ক্যাফোন্ড।

 

সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং

 

সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং

 

সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং

 

সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং

 

সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং

 

সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং

 

সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং

 

স্ক্যাফোন্ডিং-এর প্রয়োজনীয়তা

১। এটি নির্মাণ শ্রমিকদের জন্য একটি ওয়ার্কিং প্লাটফরম হিসেবে কাজ করে যাতে তারা সহজে ও নিরাপদে কাজ সম্পাদন করতে পারে।

২। শ্রমিকদের কাজ করতে প্রয়োজনীয় উপকরণ এবং যন্ত্রপাতি রাখার প্লাটফরম হিসেবে কাজ করে।

৩। শ্রমিকদের প্রয়োজনীয় উপকরণ, সামগ্রী এবং যন্ত্রপাতি পরিবহনের জন্য যে প্লাটফরম তাকেও স্ক্যাফোন্ডিং সাপোর্ট দেয়

৪। নির্মাণকাজে কাঠামোর উচ্চতা যদি ১.৫ মিটারের বেশি হয় তখন স্ক্যাফোল্ডিং প্রয়োজন হয়।

৫। বড় বড় ইমারত, স্থাপনা নির্মাণ মেরামত ও সংরক্ষণ কাজ করার জন্য এর প্রয়োজন পড়ে।

৬। কাঠামোকে সৌন্দর্যমণ্ডিত করতে যথা: প্লাস্টারিং, পয়েন্টিং, চুনকাম ও ডিসটেম্পার করার জন্য।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

স্ক্যাফোল্ডিং তৈরির মালামাল

স্ক্যাফোন্ডিং তৈরি করতে নিম্নলিখিত মালামাল ব্যবহৃত হয়ঃ

ক. স্টিলের টিউব এবং স্ক্যাফোল্ডিং ফিটিংস

খ. এলুমিনিয়ামের টিউব এবং স্ক্যাফোন্ডিং ফিটিংস

গ. কাঠের তক্তা

ঘ. বাঁশ

ঙ. রশি

একটি আদর্শ স্ক্যাফোল্ড-এর নিম্নলিখিত উপাদানগুলো থাকে। যথা-

১। স্ট্যান্ডার্ড (Standards)

২। লেজার (Ledger)

৩।ট্রান্সকম (Transcom)

৪। ডাবল কাপলার (Double Coupler)

৫। সুইভেল কাপলার (Swivel Coupler)

৬। পুটলগ কাপলার (Putlog Coupler)

৭। বেজ প্লেট (Base Plate)

৮। স্পিলিট জয়েন্ট পিন (Split joint Pin)

৯। রিভিল পিন (Reveal Pin)

১০। পুটলগ এন্ড (Putlog End)

আরও দেখুনঃ

Leave a Comment