সিভিল কন্সট্রাকশনের ইট

আমাদের আজকের আলোচনার বিষয় সিভিল কন্সট্রাকশনের ইট । শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

Table of Contents

সিভিল কন্সট্রাকশনের ইট

 

সিভিল কন্সট্রাকশনের ইট

 

স্বল্প খরচে সুদৃঢ় দীর্ঘস্থায়ী নির্মাণকাজের জন্য নির্মাণ উপকরণ সম্বন্ধে স্বচ্ছ ধারণা একজন স্থপতি (architect), প্রকৌশলী (engineer), কাঠামো নির্মাতা এবং নির্মাণকাজে সংশ্লিষ্ট সকলের জানা একান্ত প্রয়োজন।

বর্তমানে আমাদের দেশে নির্মাণকাজে দেশীয় নির্মাণ উপকরণের সাথে সাথে বিদেশ থেকে আমদানিকৃত অনেক উপকরণও ব্যবহৃত হচ্ছে। সুতরাং নিয়মিতভাবেই নিজেকে নানা উপায়ে বিভিন্ন নির্মাণ উপকরণ সম্বন্ধে ধারণা সমৃদ্ধ করতে হবে। এ অধ্যায়ে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নির্মাণ উপাদান ইট সম্বন্ধে আলোচনা করা হলো ।

ইট

বাংলাদেশে ইট একটি বহুল ব্যবহৃত নির্মাণসামগ্রী। একই আকারের আয়তাকার ব্লকের ছাঁচে কাঁদামাটি ঢালাই (moulding) দেয়ার পর রোদে শুকিয়ে এবং আগুনে পুড়িয়ে যে পাথরসদৃশ্য ঘন বস্তু পাওয়া যায় তাকে ইট বলে। যেহেতু ইটগুলো একই আকারের হয়, তাই এগুলো সঠিকভাবে সাজানো যায়, ওজনে হালকা হয় ফলে ইট পাথরের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

ইটের জন্য ভালো মাটিতে নিম্নলিখিত উপাদান থাকে :

ক. এলুমিনা (Alumina) – শতকরা ২০-৩০

খ. সিলিকা (Silica)- শতকরা ৫০-৬০ ভাগ

গ. লাইম (Lime) শতকরা ১-১.৫ ভাগ

ঘ. আয়রন অক্সাইড (Oxide of iron)- শতকরা ৫-৬ ভাগ

ঙ. ম্যাগনেসিয়া (Magnesia) শতকরা ২-৩ ভাগ

ইট তৈরিতে নিম্নলিখিত পর্যায়গুলো বিদ্যমান:

১. মাটি প্রস্তুতকরণ (Preparation of clay )

২. ছাঁচে ঢালাই দেয়া (Moulding)

৩. রোদে শুকানো (Drying)

৪. পোড়ানো (Burning)

ইটকে সাধারণভাবে দুইভাগে ভাগ করা যেতে পারে; যথা-

(i) কাঁচা ইট বা পোড়ানোবিহীন বা রোদে শুকানো ইট ।

(ii) পাকা ইট বা পোড়ানো ইট ।

(i) পোড়ানোবিহীন বা রোদে শুকানো ইট:

মোল্ডিং প্রক্রিয়ার পর সূর্যের তাপে পোড়ানোবিহীন বা রোদে শুকানো ইট তৈরি হয়। অস্থায়ী এবং কম দামি কাঠামোর নির্মাণে এ ধরনের ইট ব্যবহার করা যেতে পারে। যে জায়গায় ভারী বৃষ্টিপাত ঘটে সেখানে এ ধরনের ইট ব্যবহার করা উচিত নয় ।

(ii) পোড়ানো ইট:

মোল্ডিং প্রক্রিয়ার পর আগুনে পুড়িয়ে পোড়ানো ইট তৈরী হয়। এ ধরনের ইট নির্মাণকাজে ব্যবহৃত হয়ে থাকে। এদেরকে নিম্নলিখিত চার ভাগে ভাগ করা হয়।

(ক) প্রথম শ্রেণির ইট ( First class bricks):

এ ধরনের ইট টেবিল মোল্ডেড (table moulded) এবং আদর্শ আকৃতির হয়। এর তল এবং কোণা তীক্ষ্ণ, বর্গাকার, মসৃণ এবং সোজা হয়ে থাকে। এই ধরনের ইটে আদর্শ ইটের সকল গুণাগুণ বিদ্যমান থাকে এবং তুলনামূলক স্থায়ী প্রকৃতির উত্তম (superior) কাজে এ ধরনের ইট ব্যবহৃত হয়।

(খ) দ্বিতীয় শ্রেণির ইট (Second class bricks):

এ ধরনের ইট গ্রাউন্ড মোল্ডেড (ground moulded) এবং এগুলো ইটের ভাটায় পোড়ান হয়। এর তল কিছুটা অমসৃণ এবং আকৃতি অসম হয়ে থাকে। এই ধরনের ইট সাধারণত যেখানে ইটের কাজের উপর প্লাস্টার করা হয় সেখানে ব্যবহৃত হয়।

(গ) তৃতীয় শ্রেণির ইট (Third class bricks):

এ ধরনের ইট গ্রাউন্ড মোল্ডেড (ground moulded) এবং এগুলো ইটের চুল্লীতে পোড়ানো হয়। এর তল অসম মসৃণ এবং কোণা ভাঙা হয়ে থাকে । এ ধরনের ইট যদি এক সাথে আঘাত করা হয় তাহলে ক্ষীণ শব্দ হয়। এই ইট সাধারণত কম গুরুত্বপূর্ণ অস্থায়ী কাঠামো এবং যেখানে ভারী বৃষ্টিপাত ঘটে সেখানে ব্যবহৃত হয়।

(ঘ) চতুর্থ শ্রেণির ইট (Fourth class bricks) :

এ ধরনের ইট বেশি পুড়ে যায় যাকে ঝামা ইট বলে। এই ইট অসম আকৃতির এবং কালো রঙের হয়ে থাকে। এ ধরনের ইট যদি এক সাথে আঘাত করা হয় তাহলে ক্ষীণ শব্দ হয়। এই ইট সাধারণত এগ্রিগেট হিসেবে কংক্রিটের ভিত্তি, ফ্লোর, রাস্তা ইত্যাদিতে ব্যবহৃত হয়। কেননা এই ইটের কাঠামো অনেক ঘন বিন্যস্ত থাকে, ফলে কখনও কখনও এগুলো প্রথম শ্রেণির ইটের চেয়েও বেশি শক্তিশালী হয় ।

ইটের পরিমাপ

বাংলাদেশে স্ট্যান্ডার্স BDS 208 : 2009 Specification for Common Building clay bricks (Third revision) এবং গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) স্পেসিফিকেশন ( specification) অনুযায়ী প্রতিটি ইটের পরিমাণ হবে ৯.৫ ইঞ্চি দৈর্ঘ্য, ৪.৫ ইঞ্চি প্রস্থ এবং ২.৭৫ ইঞ্চি উচ্চতা এফপিএস এককে (২৪০ মিমি x ১২০ মিমি x ৭০ মিমি মেট্রিক এককে) এবং প্লাস্টারসহ ১০ ইঞ্চি দৈর্ঘ্য, ৫ ইঞ্চি প্রস্থ এবং ৩ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে।

অন্যান্য মাপের ইটও রয়েছে কিন্তু এই মাপটি বিভিন্ন সাইজের ইটের দেয়াল নির্মাণে অর্থনৈতিকভাবে সবচেয়ে লাভজনক।

বিভিন্ন প্রকার ইটের গুণাগুণ

প্রথম শ্রেণির ইটের গুণাগুণঃ

  • উত্তমরুপে পোড়ানো, যার রং ও আকার সুষম ।
  • আঘাত করলে ধাতব পদার্থের মতো শব্দ হবে।
  • গঠন উত্তম, ধার বা কিনারাগুলো ধারালো ও পৃষ্ঠদেশ সমতল কিন্তু মসৃণ নয় ।
  • কোনো ফাটল বা বিকৃতি থাকবে না ।

আঁচড় কাটলে কোনো দাগ পড়বে না।

৫ বা ৬ ফুট উপর হতে ফেললে ভাঙে না।

২৪ ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখলে নিজ শুষ্ক ওজনের ২০% এর বেশি পানি শোষণ করে না।

ঘনত্ব বা একক ওজন  ২০০০ কেজি/মি.

ক্রাশিং স্ট্রেন্থ ১৭০ কেজি/ সেমি ২ (গড়), কিন্তু প্রতিটি ১৪০ কেজি / সেমি ২ এর চেয়ে কম হতে পারবে না।

দ্বিতীয় শ্রেণির ইটের গুণাগুণঃ

  • এ ধরনের ইট গ্রাউন্ড মোল্ডেড (ground moulded) এবং এগুলো ইটের ভাটায় পোড়ান হয় ।
  • এর পৃষ্ঠদেশ কিছুটা অসমৃণ এবং আকৃতি অসম হয়ে থাকে। প্রথম শ্রেণির ইটের মতই শক্ত।
  • রং কিছুটা সিঁদুরে কালচে লালের মতো।
  • পানি শোষণক্ষমতা প্রায় শতকরা ২২ ভাগ ।
  • এই ধরনের ইট সাধারণত যেখানে ইটের কাজের উপর প্লাস্টার ব্যবহার করা হয় সেখানে ব্যবহৃত হয়।

তৃতীয় শ্রেণির ইটের গুণাগুণঃ

  • এ ধরনের ইট গ্রাউন্ড মোল্ডেড (ground moulded) এবং এগুলো ইটের চুল্লীতে পোড়ানো হয় ।
  • এর তল অসম অমসৃণ ও কোণা ভাঙা হয়ে থাকে এবং নরম। এক সাথে আঘাত করলে ক্ষীণ শব্দ হয় ।
  • হালকা হলুদ রঙের মতো এবং জলীয় বাষ্প গ্রহণের ফলে এ ধরনের ইটে লবণাক্ততা দেখা যায় ।
  • কম গুরুত্বপূর্ণ এবং অস্থায়ী কাঠামোগুলোতে এবং যেখানে ভারী বৃষ্টিপাত ঘটে সেখানে ব্যবহৃত হয়।

পিক্‌ড ঝামা

  • সঠিকভাবে পোড়ানো, আকার আকৃতির সাম্যতাহীন ও গাঢ় রঙের হয়ে থাকে।
  • পোড়ানোর সময় অতিরিক্ত তাপের ফলে গলে এবড়ো থেবড়ো হয়।
  • ২৪ ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখলে নিজ শুষ্ক ওজনের ১৫% এর বেশি পানি শোষণ করে না।
  • ক্রাশিং স্ট্রেন্থ ২৪০ কেজি/ সেমি ২ (গড়), কিন্তু প্রতিটি ১৭০ কেজি/ সেমি. এর চেয়ে কম হতে পারবে না।

ঝামা ইট

  • আতিরিক্ত পোড়ানো থাকে ।
  • উচ্চ তাপমাত্রায় গলে ফোঁকর (ছিদ্র) অবস্থার সৃষ্টি হয়।
  • ইট কালো বর্ণের হয়ে থাকে।
  • আকার-আকৃতি সুষম থাকে না ।

ভালো ইটের বৈশিষ্ট্য বা গুণাগুণ

১। ভালো ইঁট টেবিল মোল্ডেড, ইট ভাটায় ভালোরূপে পোড়ানো, কপার রঙের, ফাটলবিহীন এবং তীক্ষ্ণ বর্গাকৃতির কোণা বিশিষ্ট হবে।

২। ইট সুষম আকৃতির এবং আদর্শ মাপের হবে।

৩। যখন দুটো ইট পরস্পরে আঘাত করা হবে তখন পরিষ্কার বাজনার মতো বা ধাতব শব্দ শোনা যাবে।

৪। এই ইট ভাঙা হলে একটি উজ্জ্বল সমগোত্রীয় এবং কোনো শূন্যস্থান (void) মুক্ত কাঠামো দৃষ্টিগোচর হবে।

৫। ২৪ ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখলে প্রথম শ্রেণির ইট তার নিজের ওজনের শতকরা ২০ ভাগের বেশি, দ্বিতীয়
শ্রেণির ইট শতকরা ২২ ভাগের বেশি পানি শোষণ করবে না।

৬। ইট যথেষ্ট পরিমাণ শক্ত হবে যাতে নখ দিয়ে আঁচড় কাটলে কোনো দাগ পড়ে না ।

৭। ভালো ইটের তাপ পরিবহন ক্ষমতা কম হবে এবং শব্দ নিরোধক হবে।

৮। যখন শক্ত কোনো মেঝেতে এক মিটার উঁচু হতে সোজা করে ফেলা হবে তা ভেঙে যাবে না।

৯। ২৪ ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখার পর ছায়াতে শুকানো হলে কোনো সাদা লবণ জমা হওয়া দেখা যাবে না।

১০। এই ধরনের কোনো ইটের ক্রাশিং স্ট্রেন্থ ১৪০ কেজি/ সেমি এর চেয়ে কম হবে না। ১.৬ ইটের মাঠ পরীক্ষা বা

ফিল্ড টেস্ট

কোনো ইট নির্মাণকাজে উপযুক্ত কিনা তা বোঝার জন্য নিম্নলিখিত পরীক্ষাগুলো সম্পাদন করতে হয়। যথা-

১। পানি শোষণ (Absorption):

একটি ভালো ইট তার শুষ্ক অবস্থার ওজনের চেয়ে শতকরা ২০ ভাগের বেশি পানি শোষণ করবে না।

২। ক্রাশিং স্ট্রেন্থ বা কমপ্রেসিভ স্ট্রেন্থ (Crushing strength or compressive strength) :

যদিও এগুলো জানার জন্য ল্যাবরেটরিতে কম্প্রেসন টেস্টিং মেশিনের সাহায্যের প্রয়োজন হয় তবে মাঠ পর্যায়ে বোঝার জন্য দুটো ইটকে ইংরেজি অক্ষর “T” এর মতো করে এক মিটার উঁচু হতে ফেলতে হবে, যদি না ভাঙে তাহলে বোঝা যাবে এটি ভাল ইট।

৩। কাঠিন্যতা (Hardness) :

একটি ভালো ইটের গায়ে নখ দিয়ে আঁচড় কাটলে দাগ না পড়ে তাহলে বুঝতে হবে ইট যথেষ্ট শক্ত।

৪। দ্রবীভূত লবণের উপস্থিতি ( Presence soluble salts) :

পানিতে ২৪ ঘণ্টা ডুবিয়ে রাখলে কোনো ধূসর বা সাদা লবন দেখা যাবে না।

৫। আকার-আকৃতি এবং মাপ ( Shape and size) :

ইট আদর্শ মাপের এবং এর কিনারাগুলো খুব তীক্ষ্ণ হবে।

৬। শব্দ (Sound) :

যখন দুটো ইটকে পরস্পর আঘাত করা হবে তখন পরিষ্কার বাজনার মতো বা ধাতব শব্দ শোনা যাবে।

৭। গঠন (Structure) :

ইটের গঠন সমগোত্রীয় (homogeneous), সুদৃঢ় এবং খুঁতবিহীন হলে ভালো ইট।

৮। রং (Colour) :

ইট ভেঙে টুকরা করলে টুকরাগুলোর রং দেখতে একই রকম হলে তাহলে এটি ভালো ইট।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

 ইটের ওজন

কাজের ধরনের উপর নির্ভর করে কোনো রকম বা কি ওজনের ইট ব্যবহার করতে হবে। যেমন : বহুতলা ভবন নির্মাণে কম ওজন বিশিষ্ট ইট বেশি উপযোগী।

সাধারণ প্রচলিত ইটের ওজন:

একটি ৯.৫ ইঞ্চি দৈর্ঘ্য, ৪.৫ ইঞ্চি প্রস্থ এবং ২.৭৫ ইঞ্চি উচ্চতার (২৪ সে. মি x ১২ সেমি x ৭০ সেমি) ইটের ওজন প্রায় চার (৪) কেজি।

মডুলার ইটঃ

২০ সেমি x ১০ সেমি x ১০ সেমি (মসলাসহ) মডুলার ইটের ওজন প্রায় ৩.৫ কেজি।

বিভিন্ন প্রকার ইট শনাক্তকরণ

ইট বিভিন্ন আকার আকৃতির এবং যে জায়গায় ব্যবহার করা হবে সেই উদ্দেশ্য অনুযায়ী তৈরি করা হয়। কাঠামোগত বিবেচনা বা অলংকৃত সৌন্দর্যের জন্য স্থপতি (architect) কর্তৃক নির্দেশনার কারণে বিশেষ প্রকার ইটেরও প্রয়োজন দেখা দেয়। বিশেষ ধরনের মোল্ডেড ইট আয়তাকার ইটকে ভাঙা বা গোলাকৃতির করে ব্যবহারের ঝামেলাকে কমিয়ে আনে। নিচে বিভিন্ন প্রকার ইটের চিত্র দেওয়া হলো:

COMMON BRICKS/SOLID BRICKS

1 standard brick, metric (European)

2 standard brick, coordinating (European )

3 flue brick, flue block, chimney block

4 modular brick, metric brick (European)

5 cuboid brick, soap

6 standard brick, imperial (British)

7 standard brick, metric (British)

8 modular brick, metric brick (British)

PERFORATED BRICKS

9 perforated brick, cored brick

10 perforated brick, cellular brick

11 hollow clay block

12 air brick, ventilating brick

SPECIAL BRICKS, SPECIAL SHAPE
BRICKS, PURPOSE-MADE BRICK

13 hollow brick, cavity brick

14 pre-chased brick

15 lintel brick, beam brick, channel brick

16 frogged brick

17 cove brick

18 stretcher plinth, plinth stretcher

19 header plinth, plinth header

20 cant brick, angle brick

21 squint, squint brick

22 birdsmouth brick

23 angle brick

24 bullnose brick

25 cownose brick, bullhead brick

 

সিভিল কন্সট্রাকশনের ইট

 

RADIAL BRICKS, ARCH BRICKS

26 radial stretcher

27 radial header

28 culvert header, tapered stretcher

29 culvert stretcher, tapered header

COPING AND CAPPING BRICKS

30 featheredged capping, featheredged coping

31 saddleback capping

32 saddle coping, saddleback coping

33 half round capping, segmental capping

34 half round coping, segmental coping

ইটের ব্যবহার

 

সিভিল কন্সট্রাকশনের ইট

আরও দেখুনঃ

Leave a Comment