আমাদের আজকের আলোচনার বিষয়ঃ সিরামিক ইট।
সিরামিক ইট
সিরামিক-ইট একধরনের বিশেষ ইট। মেশিনে তৈরিকৃত এ ইটের বৈশিষ্ট্য সাধারণ ইটের থেকে সম্পূর্ণ ভিন্ন। নির্মাণ কাজে ব্যবহারের সুবিধার জন্য ও অবস্থানগত আকৃতির কারণে এ ধরনের বিশেষ ইট কাজে লাগানো হয়। এই ইট তৈরিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। আমাদের দেশে সাধারণ ইটের মতো সর্বত্র এ ইট তৈরি হয় না। ঢাকার মিরপুরে অবস্থিত সিরামিক ওয়ার্কস এ ধরনের ইটের অন্যতম প্রস্তুতকারক।
সিরামিক-ইটের মাটির উপাদান
সিরামিক-ইটের কাঁদার উপাদান সমূহ :-
ক. সিলিকা -৫৫%
খ. অ্যালুমিনা -00%
গ. আয়রন অক্সাইড- ০৮%
ঘ. ম্যাগনেশিয়া- -00%
ঙ .লাইম- -03%
চ. জৈব পদার্থ–03%
মোট – 100%
সিরামিক ইটের শ্রেণিবিভাগ :
সিরামিক ইটের আদর্শ মান ও গুণাগুণ
সিরামিক ইটের আদর্শ মान সাধারণ-
(২০x ১০ x ৫ সে.মি. বা ৮ x ৪ x ২) ইঞ্চি এবং
(২০x ৫ x ৫ সে.মি. বা (৮ x ২ x ২) ইঞ্চি।
এছাড়া ৩, ১০, ১৭ ছিল বিশিষ্ট বিভিন্ন ধরনের সিরামিক-ইট ও ফাঁপা ব্লক কোম্পানি নিজস্ব প্রমাণ মাপে তৈরি করে থাকে।
সিরামিক-ইটের গুণাগুণঃ
- এই ইটের পোড়া ও সাম্য ।
- পানিতে ভিজালে আয়তনের কোনো পরিবর্তন হয় না।
- ইটে আঘাত করলে ধাতব শব্দ হয়।
- ন্যূনতম তাপ পরিবাহী।
- নিজেরা দাহ্য নয় ও দহনে সহায়তা করে না।
- এই ইটের পৃষ্ঠে কোনো প্রকার প্লাস্টার করার প্রয়োজন হয় না।
- কাঠামোর সৌন্দর্য বৃদ্ধি করে।
সিরামিক-ইটের ব্যবহার
সিরামিক-ইট প্রধানত অলংকরণ বা শোভাবর্ধনমূলক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবেই এই ইটের ব্যবহার ব্যয়সাপেক্ষ।
অনুশীলনী – ১০
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. সিরামিক-ইট কাকে বলে?
২. কয় প্রকারের সিরামিক-ইট আছে?
৩. সিরামিক-ইটের আদর্শ মাপ কী?
৪. সিরামিক-ইটের ব্যবহার কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. সিরামিক-ইটের উপাদানসমূহ কয়টি ও কী কী?
২. বিভিন্ন প্রকার সিরামিক-ইটের নাম লেখ।
৩. সিরামিক-ইটের মাপের ধারণা প্রদান কর।
৪. সিরামিক-ইটের ব্যবহার লেখ।

রচনামূলক প্রশ্ন :
১. সিরামিক-ইটের মাটির উপাদান ছক আকারে প্রকাশ কর।
২. সিরামিক-ইট অন্যান্য সাধারণ ইটের মতো নয় কেন? বর্ণনা কর।
৩. সিরামিক-ইটের গুণাগুণের তালিকা প্রদান কর।
আরও দেখুনঃ