সিলিং ফ্যান | অধ্যায়-২৭ | বিল্ডিং মেইনটেন্যান্স-২

আজকে আমাদের আলোচনার বিষয় – সিলিং ফ্যান যা অধ্যায়-২৭ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত।  শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

সিলিং ফ্যান

সিলিং ফ্যান সম্পর্কে জ্ঞাত হবে:

সিলিং-ফ্যান হলো একটি যান্ত্রিক পাখা সাধারণত বৈদ্যুতিকভাবে চালিত, যা একটি রুম-এর সিলিং-এ স্থাপন করা হয়।

 

সিলিং ফ্যান
চিত্র: সিলিং ফ্যান

বিভিন্ন প্রকার সিলিং-ফ্যান

১. স্ট্যান্ডার্ড সিলিং-ফ্যান 

২. লো প্রোফাইল সিলিং-ফ্যান 

৩. এনার্জি স্টার সিলিং-ফ্যান 

৪. ডুয়েল মোটর সিলিং-ফ্যান 

৫. রিমোট কন্ট্রোল সিলিং-ফ্যান 

৬. ডাম্প অ্যান্ড ওয়েট সিলিং-ফ্যান 

৭. ইন্ডাষ্ট্রিয়াল সিলিং-ফ্যান

রেগুলেটর-এর প্রকারকেন

বৈদ্যুতিক পাখার গতি সীমিত রাখতে আমরা যে ডিভাইসটি ব্যবহার করি তা হলো রেগুলেটর। রেগুলেটর এমন একটি বৈদ্যুতিক ডিভাইস বা অপর কোনো বৈদ্যুতিক ডিভাইসের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে।

 

সিলিং ফ্যান
চিত্র : রেগুলেটর

রেগুলেটর মূলত দুই প্রকার, যথা:

১) চোক কয়েল রেগুলেটর 

২) ইলেকট্রনিক রেগুলেটর 

সিলিং ফ্যান-এর বিভিন্ন অংশ

সিলিং-ফ্যানের কার্যপ্রণালি: সিলিং-ফ্যান সিঙ্গেল ফেজ মোটর যে নীতিতে কাজ করে সেই একই নীতিতে কাজ করে থাকে। আমরা জানি এক ফেজ মোটর স্বয়ংক্রিয়ভাবে চালু হতে পারে না। কারন এতে যখন এক ফেজ সাপ্লাই দেয়া হয় তখন পজিটিভ অর্ধসাইকেলে যে চুম্বকক্ষেত্রের সৃষ্টি হয় পরবর্তী নেগেটিভ অর্ধসাইকেলে তার বিপরীতমুখী চুম্বকক্ষেত্রের সৃষ্টি হয়। ফলে চুম্বকক্ষেত্র ঘূর্ণয়মান হয় না।

এ কারনে এটা চলতে পারে না। আর এজন্য এক ফেজ মোটর বা ফ্যানে একটি সাহায্যকারী কয়েল বা স্টার্টিং কয়েলের সঙ্গে সিরিজে একটি ক্যাপাসিটর সংযোগ করে দুই ফেজে রূপান্তরিত করা হয়। যখন এতে সাপ্লাই দেয়া হয় তখন রানিং এবং স্টার্টিং কয়েলের মধ্যে ফেজ ডিফারেন্স থাকায় ঘূর্ণয়মান চুম্বকক্ষেত্রের তৈরি হয় ফলে মোটর বা ফ্যান ঘুরতে আরম্ভ করে। এভাবে সিলিং-ফ্যান কাজ করে থাকে। নিচে চিত্রের মাধ্যমে এর গঠন এবং কার্যপ্রণালি বোঝানো হয়েছে।

একটি সুইচ ও রেগুলেটরের সাহায্যে সিলিং-ফ্যান নিয়ন্ত্রণের জন্য সার্কিট

 

সিলিং ফ্যান
চিত্র : সিলিং ফ্যান নিয়ন্ত্রণের জন্য সার্কিট।

অনুশীলনী – ২৭ 

অতি সংক্ষিপ্ত:  

১। সিলিং-ফ্যান কাকে বলে? 

২। রেগুলেটর কাকে বলে? 

সংক্ষিপ্ত: 

১। সিলিং-ফ্যান কত প্রকার ও কী কী? 

২। রেগুলেটর কত প্রকার ও কী কী? 

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

রচনামূলক: 

১। চিত্রসহ সিলিং-ফ্যানের গঠন ও কার্যপ্রনালি বর্ণনা কর। 

২। চিত্রসহ একটি সুইচ ও রেগুলেটরের সাহায্যে সিলিং-ফ্যান নিয়ন্ত্রণের জন্য সার্কিট-এর বর্ণনা কর।

আরও দেখুন :

Leave a Comment