ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ স্কেলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

স্কেলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “ইঞ্জিনিয়ারিং ড্রয়িং স্কেলের মূলনীতি” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ স্কেলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

স্কেলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

 

স্কেলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা (Need and importance of scale) :

প্রয়োজন ও সুবিধা অনুসারে কোনো বস্তু কিংবা কাঠামোর পরিমাপকে প্রায়ই একটি নির্দিষ্ট হারে কমিয়ে (Reduced) বা বাড়িয়ে (Enlarged) অঙ্কন করতে হয়। বস্তুর প্রকৃত মাপের তুলনায় ড্রয়িং-এ বস্তুকে ক্ষুদ্রতর, বৃহত্তর বা পূর্ণমাপে অঙ্কন করার সম্পর্ককে স্কেল (Scale) বলে। সুতরাং, বস্তু কিংবা কাঠামোর ড্রয়িং-এ স্কেলের গুরুত্ব অপরিসীম। নিম্নে ড্রয়িং-এ স্কেলের প্রয়োজনীয়তা তুলে ধরা হলো-

  • কোনো এলাকার লোকেশন ম্যাপ তৈরি করতে Reduced scale ব্যবহার করা হয়। এক্ষেত্রে বিশাল এলাকাকে কাগজে ক্ষুদ্রপরিসরে সঠিক অনুপাতে তুলে ধরা হয়। এক্ষেত্রে ব্যবহৃত স্কেল সাধারণত ১ ১০০০০০০ হয়।
  • টাউন সার্ভে, সাইট প্ল্যান ও ম্যাপ তৈরিতে ও Reduced scale ব্যবহার করা হয়।
  • বিভিন্ন কাঠামোর প্ল্যান, এলিভেশন এবং বিভিন্ন স্ট্রাকচারাল মেম্বারের সেকশন সঠিক অনুপাতে প্রদর্শনের জন্য স্কেল ব্যবহৃত হয়। এক্ষেত্রে সাধারণত ১:৫০ স্কেল ব্যবহার করা হয়।
  • অনেক সময় ক্ষুদ্রতর বস্তু (যেমন- হাতঘড়ির যন্ত্রাংশ) একে প্রকাশ করতে স্কেল বৃদ্ধি করতে হয়। এক্ষেত্রে Enlarged scale ব্যবহৃত হয় এবং এর RF এর মান। এর বেশি হয়।
  • পুরকৌশল, স্থাপত্যবিদ্যা ও যন্ত্রকৌশলের বিভিন্ন ডিজাইনের স্কেলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

 

 

স্কেলের সংজ্ঞা (Define scale) :

স্কেল বলতে সাধারণত একটি ইনস্ট্রুমেন্টকে বুঝায়, যা ড্রয়িং-এ সরলরেখা আঁকতে ব্যবহৃত হয়। তবে, ইঞ্জিনিয়ারিং পরিভাষায় স্কেল বলতে কোনো অবজেক্ট বা কাঠামো অঙ্কনের জন্য গৃহীত পরিমাপ এবং উক্ত অবজেক্ট বা কাঠামোর প্রকৃত পরিমাপের রেশিও বাি অনুপাতকে বুঝানো হয়। 

 

স্কেলের গুরুত্ব

 

একটি বস্তুকে পূর্ণমাপে কাগজে অঙ্কন করা যায়, যদি বস্তুটির আকার কাগজের আকারের তুলনায় বড় না হয়। কিন্তু কাগজের তুলনায় বস্তু বড় হলে তাদেরকে কখনো পূর্ণমাপে অঙ্কন করা সম্ভব হয় না; যেমন- ঘরবাড়ি, রাস্তা, সেতু, বড় মেশিন, জমি ইত্যাদি । আবার কোনো কোনো ক্ষেত্রে ক্ষুদ্র ও জটিল বস্তুর গঠনকে উত্তমরূপে বুঝানোর জন্য এদেরকে বড় করে অভন করার প্রয়োজন পড়ে। তাই প্রয়োজন ও সুবিধা অনুসারে এদের মাপকে সর্বদা একটা নির্দিষ্ট হারে কমিয়ে (Reduced) বা বাড়িয়ে (Enlarged) অঙ্কন করতে হয়।

 

 

আরও পড়ুন:

Leave a Comment