হুক এবং বেন্ড আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর “প্রতীক চিহ্ন [ ব্যবহারিক ]” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।
Table of Contents
হুক এবং বেন্ড
৩.১ হুক এবং বেন্ড (Hooks and bends) :
ACI কোড অনুযায়ী প্লেইন বারের ক্ষেত্রে হুক এবং বেন্ডের পরিমাণ নিম্নে উল্লেখ করা হলো :
(১) অর্ধবৃত্তাকার (১৮০) বাঁক বা হুক এর সাথে মুক্ত প্রান্ত কমপক্ষে ৪D বর্ধিত থাকবে ।
(২) ৯০° বাঁক বা বেন্ডের সাথে মুক্ত প্রান্ত কমপক্ষে ১২D বর্ধিত থাকবে । কোড অনুযায়ী আদর্শ হুক এবং বেন্ড অঙ্কন
৩.২ আরসিসি কাজে ব্যবহৃত রডের কম্প্রেশন জয়েন্ট অঙ্কন :
ACI কোড অনুযায়ী কম্প্রেশন বা সংনমন বারে চাপান (Lap) ২৪D বিবেচনা করা হয়। তাই হুকসহ ৪৪D ধরা হয়।
৩.৩ আরসিসি কাজে ব্যবহৃত রডের টেনসাইল জয়েন্ট অঙ্কন ঃ
ACI কোড অনুযায়ী টেনসাইল বা প্রসারণ বারে চাপান (Lap) ৩০D বিবেচনা করা হয়। তাই হুকসহ ৬০D ধরা হয়।
50D
৩.৪ বার চার্ট প্রস্তুতকরণ ঃ
বারের বক্রন চিত্র, প্রতিটির দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য, বারের বর্ণনা, বারের সাইজ, মোট ওজন ইত্যাদি দেখিয়ে রিইনফোর্সমেন্টের যে
তালিকা প্রস্তুত করা হয়, তাই বার চার্ট বা বার সিডিউল হিসাবে পরিচিত। বার চার্টে সাধারণত নিম্নলিখিত তথ্যগুলো সন্নিবেশ করা হয় : (ক) বারের বর্ণনা
(খ) দিকমাত্রাসহ বক্রনের ড্রয়িং
(গ) প্রতিটি বারের দৈর্ঘ্য
(ঘ) সংখ্যা
(ঙ) মোট দৈর্ঘ্য
(চ) প্রতি একক দৈর্ঘ্য ওজন (ছ) মোট ওজন।
১। হুকসহ সোজা রডের দৈর্ঘ্য = L + ২০D
২। ক্র্যাংক রডের দৈর্ঘ্য = L +০.৫ x + ২০D
৩। স্টিরাপের দৈর্ঘ্য, L = ২ ( A + B) + ৩০ সেমি
এখানে,
L = স্প্যান দৈর্ঘ্য
D = রডের ব্যাস d = কার্যকরী গভীরতা ।
নিম্নে আয়তাকার আরসিসি কাঠামোর বার সিডিউল তৈরি দেখানো হলো :
তথ্যাদি :
বিমের দৈর্ঘ্য = ৩.৬০ মিটার, সাপোর্টের পুরুত্ব = ২৫ সেমি
বিমের আকার = ২৫ সেমি x ৩০ সেমি, বটম কভারিং = ৬ সেমি প্রধান রড = ৪ টি ১৯ মিমি ব্যাসের (২টি ক্র্যাংক রড)
হ্যাংগার বার =২ টি ১২ মিমি ব্যাসের
স্টিরাপ = ২৭ টি ১০ মিমি ব্যাসের।
আরও পড়ুন: