বিল্ডিং মেইনটেন্যান্সের চুন

আমাদের আজকের আলোচনার বিষয়ঃ বিল্ডিং মেইনটেন্যান্সের চুন।

বিল্ডিং মেইনটেন্যান্সের চুন

 

বিল্ডিং মেইনটেন্যান্সের চুন

চুলের সংজ্ঞা

চুন (Lime) সাধারণত ফ্যালসিরামের কার্বনেট, অক্সাইড ও হাইড্রো অক্সাইডের যৌগসমূহ হুন হিসেবে পরিচিত। এক অবস্থায় এটি সাধারণত সাদা বর্ণের ঊড়াজাতীয় পদার্থ।

চুনের উৎসসমূহঃ

চুনাপাথর, চক ইত্যাদির মতো ক্যালসিয়াম কার্বনেটসমৃদ্ধ শিলা চুনের প্রধান উৎস। ৮২৫°সে. তাপ প্রয়োপে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড বা কুইকলাইম (Quick lime ) উৎপাদিত হয়।

কুইক লাইম আবার পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রেটেড লাইনে (Hydrated lime) পরিণত হয়। অজৈব ক্যালসিয়াম কার্বনেট ছাড়া বিভিন্ন প্রকার বিদুকের খোলস হতেও চুন উৎপাদিত হয়। এক্ষেত্রে চুন উৎপাদনের নিমিত্তে ঝিনুকের খোলস সংগ্রহ করে সেগুলোকে পোড়ানো হয়। গুণগত দিক বিচারে জৈব উৎস হতে উৎপাদিত চূন অধিক মানসম্পন্ন।

চুনের উৎসগুলো হলো চুনাপাথর, শামুক ও ঝিনুকের খোলস ইত্যাদি। সাধারণত খাঁটি বা অধাটি চুনাপাথর পুড়িয়ে চুন তৈরি করা হয় ।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের চুন

 

 চুলের শ্রেণীবিভাগ

চুন সাধারণত তিন প্রকার । যথা :-

১. ধনিক চুন (Fat lime )

২. উদক न (Hydranlic lime )

৩. প্রাকৃতিক চুন (Natural lime)

চুনের গুনাগুনঃ

চুনের গুণাগুণ সাধারণত নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে, যেমন-

* চুনের ভস্মীকরণ

* চুনের কলিকরণ

* চুনের জমাটবদ্ধতা

* চুনের পানি যোজন

* চুনের ঔদকতা

ভালো চুনের বৈশিষ্টসমূহ নিম্নে উল্লেখ করা হলো :-

* চুনকে অবশ্যেই জ্বালানি ছাইমুক্ত হতে হবে । চুনাপাথরের চুনে অপদ্রব্য ৫% এর বেশি থাকবে না ।

* চুনাপাথরগুলোকে কম পোড়াতে হবে ।

এটা শক্ত পিণ্ডাকারে থাকবে ।

* এটা সহজে পানিযোজিত করবে ।

এটা মৃদু পানিতে দ্রবণীয় হবে । ।

* এটা দুর্গন্ধযুক্ত হবে

* ৫০ নং চালুনি দিয়ে চালা যাবে।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

চুনের ব্যবহার

নিম্নলিখিত কাজে চুন ব্যবহার করা হয় । যথা:

* চুনকামের কাজে

* গাথুনি প্লাস্টারিং -এর মসলা তৈরিতে

* সিমেন্ট প্রস্তুতিতে

* শিল্পের কাঁচামাল হিসেবে

* কাঁচ শিল্পে

* কস্টিক সোডা উৎপাদনে

* ব্লিচিং পাউডার তৈরিতে

* বিভিন্ন প্রকার ঔষধ তৈরিতে

* চুন কৃষিক্ষেতে কৃষিজমির অম্লত্ব হ্রাসে

* খাবার পানির অস্থায়ী ক্ষারত্ব দূরীকরণে ইত্যাদি ।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের চুন

 

অনুশীলনী – ৮

অতি সংক্ষিপ্ত প্রশ্ন :

১। চুন কী?

২। চুনের উৎসগুলি কী কী ?

৩। চুন কত প্রকার কী কী?

সংক্ষিপ্ত প্রশ্ন :

১। ভালো চুনের বৈশিষ্ট্যগুলো কী কী ?

২। চুনের গুণাগুণ গুলি লেখ?

৩। চুনে রাসায়নিক কী কী উপাদান রয়েছে?

রচনামূলক প্রশ্ন :

১। চুনের ব্যবহার ক্ষেত্রগুলো বর্ণনা কর?

আরও দেখুনঃ

Leave a Comment