বিল্ডিং মেইনটেন্যান্সের লোহা

আমাদের আজকের আলোচনার বিষয়ঃ বিল্ডিং মেইনটেন্যান্সের লোহা।

বিল্ডিং মেইনটেন্যান্সের লোহা

 

বিল্ডিং মেইনটেন্যান্সের লোহা

 

লোহা

লোহার আকরিক

ধাতুগুলো প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। এগুলো অক্সিজেন সহযোগে অক্সাইডরূপে, সালফার সহযোগে সালফাইডরূপে এবং কার্বনিক এসিডের সহযোগে কার্বনেটরূপে প্রকৃতিতে অবস্থান করে। প্রাকৃতিক যে খনিজ পদার্থ হতে কোনো ধাতু লাভজনক উপায়ে উৎপাদন করা যায় ঐ খনিজ পদার্থকে ঐ ধাতুর আকরিক বলা হয়। সুতরাং যে আকরিক থেকে লোহা লাভজনক উপায়ে উৎপাদন করা হয় তাকে লোহার আকরিক বলা হয়।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের লোহা

 

লোহার আকরিক প্রধানত পাঁচটি। যেমন-

১। হোমাটাইট (Fe2O3)

২। লিমোনাইট (2Fe2O3, 3H2O)

৩। ম্যাগনেটাইট (Fe304 )

৪। সাইড্রোরাইট (Fe2CO3)

৫। আয়রন পাইরাটিস (Fe252)

লোহার শ্রেণিবিভাগ :

১. ঢালাই লোহা (Cast iron )

২. পেটা লোহা (Wrought iron )

৩. ইস্পাত (Steel)

৪. পিগ আয়রন (Pig iron )

প্লেনবার ও ডিকর্মকার-এর সুবিধা-অসুবিধা

প্লেনবার/হালকা ইস্পাত বার সিমেন্ট কংক্রিট কাজে, আরসিসি স্ল্যাব বিম ইত্যাদি প্রসাৰ্য চাপে জন্য ব্যবহৃত হয়, এই ইস্পাত বার পৃষ্ঠ সমতল হয় এবং ৬ থেকে ৫০ মিমি ব্যাসের বৃত্তাকার বিভাগে হয়। এর রড দীর্ঘ লেন্থ হয়।ডিফর্মবার/বিকৃত ইস্পাত বার স্টিল রড বার পৃষ্ঠের উপর Lungs, পাঁজর বা অঙ্গবিকৃতি সাথে উপলব্ধ করা হয়, এই বার কংক্রিটের মধ্যে স্লিপেজ কমানো এবং দুই উপকরণের মধ্যে বন্ধন বৃদ্ধি করে।

ডিফ্যবার হালকা ইস্পাত প্লেইন বার যে বেশি প্রসার্য চাপ আছে, এই বার শেষ অঞ্চলসমূহ ছাড়া ব্যবহার করা যাবে। অঙ্গবিকৃতি যথেষ্ট অভিন্ন দূরত্বে অবস্থিতরিবার বরাবর ব্যবধানযুক্ত হবে।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের সিমেন্ট

 

বিভিন্ন প্রকার লোহার গুণাগুণ

১। ঢালাই লোহা (Cast iron ) এর ধর্ম:

(ক) এতে কার্বনের পরিমাণ বেশি থাকে বলে এটা খুব শক্ত হয়।

(খ) এটা তুলনামূলক বেশি চাপ সহ্য করতে পারে কিন্তু টানে দুর্বল।

(গ) এটা ভঙ্গুর এবং আঘাত সহ্য করতে পারে না।

(ঘ) এটাকে টেনে তার বা পিটিয়ে পাত করা যায় না।

(ঙ) ছিদ্র করা যায় না কিন্তু সহজে গলানো যায়।

(চ) সহজে মরিচা পড়ে না এবং ক্ষয়প্রতিরোধী। সহজে ওয়েল্ড করা যায় না।

২। পেটা লোহা (Wrought iron) এর ধর্ম :

(ক) এটা অতীব প্ৰসাৰ্য ও ঘাতসহ এবং গলনাংক প্রায় ১৫০০০।

(খ) সহজে বাঁকানো যায় কিংবা বিভিন্ন আকারে নিয়ে আসা সম্ভব হয়।

(প) এটাকে ঢালাই করা যায় না।

(ঘ) এই লোহার দ্রুত মরিচা পড়ে।

(ঙ) তাপমাত্রায় একে সহজেই ওয়েল্ড করা যায়। (চ) এটাকে পান দেয়া বা কঠিনীভবন করা যায় না।

৩।ইস্পাত (Steel) -এর ধর্ম

(ক) এটা উচ্চ স্থিতিস্থাপক গুণসম্পন্ন।

(খ) এটাকে নমনীয় করা, প্রসারণ করা কিংবা বাঁকানো সম্ভব হয় ।

(গ) এটাকে সহজে ওয়েল্ড করা যায়।

(ঘ) উচ্চ প্রসারণ ও সংদমন শক্তিসম্পন্ন।

(ঙ) 900° C এটাকে ভাপ দিয়ে কঠিনতা বাড়ানো যায়।

(চ) এটাকে অল্প তাপে গলানো যায়।

৪।পিগ আয়রন (Pig iron ) এর ধর্ম :

(ক) বাত্যাচুল্লিতে প্রাপ্ত পিগ আয়রনে ৯০% থেকে ৯২% লোহা (Iron) থাকে।

(খ) এটা কার্বনযুক্ত বা যুক্ত অবস্থায় থাকতে পারে।

(গ) কার্বন মুক্ত অবস্থায় গ্রাফাইট রূপে (বড় কণা আকারে) এবং যুক্ত অবস্থায় সিমেন্টাইট বা পার্লাইট

রূপে এতে বিদ্যমান থাকে।

(ঘ) সিমেন্টাইট কঠিন, ভঙ্গুর ও অতীব শক্তিধর।

(ঙ) মুক্ত কার্বন বিশিষ্ট পিপ আয়রন নরম ও দানাদারযুক্ত। (চ) মুক্ত ও যুক্ত কার্বন বিশিষ্ট পিগ আয়রন নানা বর্ণেও ছাপযুক্ত এবং মাঝারি শক্তিধর।

বিভিন্ন প্রকার লোহার ব্যবহার

১। ঢালাই লোহার ব্যবাহারঃ এটা সি. আই. (Cast iron-C.I.) পাইপ, ম্যানহোল কভার, কলাম, ক্যাপ বা ক্যাপিটাল ও বেইজসহ কলাম, ব্রাকেট, যন্ত্রাংশ, রেলিং, বৃষ্টির পানি নিষ্কাশনী পাইপ, গাটার, স্যানিটারি ফিটিংস, গেট, এক্সপানডেড মেটাল, জানালার ফ্রেম ইত্যাদি তৈরিতে এবং আন্যান্য অলঙ্কারমূলক কাজে ঢালাই লোহা ব্যাবহর করা হয়।

২। পেটা লোহার ব্যবাহার : অপেক্ষাকৃত ব্যয় সাপেক্ষ হওয়ায় এই লোহা এখন আর ব্যাপকভাবে ব্যবহৃত হয় না। তবে রিভেট, তারকাঁটা, নাট ও বোল্ট, স্পাইক, পানির পাইপ ও পাইপ ফিটিংস, ঢেউটিন, শিট, শিকল, প্লেট, টাই হ্যান্ডরেইল, কাঠের ট্রাসের স্ট্রাপ, ওয়েন্ডিং ফিটিংস, যন্ত্রপাতি, অলংককৃত পেট ইত্যাদি তৈরির কাজে পেটা লোহা ব্যবহার করা হয়।

৩। ইস্পাতের ব্যবহারঃ এটা রেল, যানবাহন, ভারোত্তোলন যন্ত্র, সমরাস্ত্র, কৃষি যন্ত্রপাতি, বাসনপত্র, চুম্বক, ঘড়ি, স্প্রিং, যন্ত্রাংশ, পাইপ, কানেকটিং রড, শ্যাফট, ছুরি, ক্ষুর, বাটালি, ড্রিল ও নানাবিধ যন্ত্র তৈরির কাজে ইস্পাত ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

তাছাড়া মৃদু ইস্পাত বা মাইন্ড স্টিল প্রায় সকল ধরনের নির্মাণ কাজে ব্যবহার করা হয়। বিশেষভাবে ব্রিজ, ইমারত, রেল, আর.সি.সি কাজে রড ও তার, তারের রশি, শিট, পাইপ, হাতুড়ি, চেইন, ঢেউটিন, বিম, গ্রিল, দরজা-জানালা ইত্যাদি তৈরির কাজে ব্যবহৃত হয়।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

লোহার বিভিন্ন গ্রেড

বিভিন্ন বাংলাদেশের মান অনুযায়ী শক্তিবৃদ্ধি বার নং 432 খণ্ডে নিম্নলিখিত প্রকারের মধ্যে শ্রেণীবদ্ধ করা যেতে পারে।

(১) হালকা ইস্পাত বার: হালকা ইস্পাত বার দুই গ্রেডের মধ্যে সরবরাহ করা যেতে পারে।

ক) হালকা ইস্পাত বার গ্রেড 40 যার Yield স্ট্রেস্থ 60000 পি. এস আই (410mpa) খ) হালকা ইস্পাত বার গ্রেড 60 যার Yield স্ট্রেন্থ 40000 পি. এস. আই (280mpa)

২) মাঝারি ইস্পাত বার 540 এইচটি বা গ্রেড 75 হিসাবে মনোনীত।

 

বিল্ডিং মেইনটেন্যান্সের লোহা

 

অনুশীলনী – ৯

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. আকরিক কাকে বলে?

২. লোহার আকরিক কয়টি?

৩. পিগ লোহা কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. পিপ লোহা কী ব্যাখ্যা কর।

২. লোহার আকরিক কয়টি ও কী কী?

৩. ডিফর্মবার কোথায় ব্যবহার করা হয়?

৫. হালকা ইস্পাত বার কোথায় ব্যবহার করা হয়।

৬. ঢালাই লোহার ব্যবহার ব্যাখ্যা কর।

৭. পেটা লোহার ব্যবহার ব্যাখ্যা কর।

৮. ইস্পাতের ব্যবহার ব্যাখ্যা কর।

রচনামূলক প্রশ্ন

১. লোহা এবং ইস্পাতের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

২. প্লেনবার ও ডিফর্মবার -এর সুবিধা-অসুবিধা বর্ণনা কর।

৩. ঢালাই লোহার ধর্মসমূহ লেখ।

৪. পেটা লোহার ধর্মসমূহ লেখ।

৫. ইস্পাতের ধর্মসমূহ লেখ।

৬. পিগ আয়রনের ধর্মসমূহ লেখ।

৭. লোহার বিভিন্ন গ্রেড ব্যাখ্যা কর।

আরও দেখুনঃ

Leave a Comment