আমাদের আজকের আলোচনার বিষয়ঃ ইমারত সামগ্রীর গুদামজাত করণ।
ইমারত সামগ্রীর গুদামজাত করণ
ইট মজুদকরণ পদ্ধতি
১। ইঁট শক্ত, সমতল ও উঁচু স্থানে রাখতে হবে।
২। প্রতিটি ইট কাত করে অর্থ্যাৎ এজ-এর উপর দাঁড় করাতে হবে।
৩। খোলা জায়গাতে ইটকে গুদামজাত না করা উত্তম।
বালু মজুদকরণ পদ্ধতি
১। বালু সমতল ও উঁচু স্থানে রাখতে হবে।
২। বালু রাখার পরে চারদিক আবদ্ধ করে দিতে হবে।
৩। খোলা জায়গাতে বালু রাখা ঠিক নয়।
সিমেন্ট মজুদকরণ পদ্ধতি
১. শুষ্ক বায়ু চলাচল করে এমন জায়গায় সিমেন্ট রাখতে হবে।
২. দেয়ালের ঠেস দিয়ে রাখা যাবে না।
৩. পানি সংস্পর্শে আসতে পারে এমন জায়গায় রাখা যাবে না।
৪. ব্যাগগুলো ধাপে ধাপে রাখতে হবে। ৫. একটি ব্যাগের উপর আরেকটি এভাবে সর্বোচ্চ দশটি ব্যাগ রাখা যাবে।
৬. দুই লাইনের মাঝে ফাঁকা জায়গা থাকতে হবে।
৭. স্টোর করার জায়গায় নিচে কাঠের গুঁড়া (ভুমি) ছিটিয়ে দিয়ে তার উপর কাঠের বাটাম রেখে সিমেন্ট
রাখতে হবে।
৮. মনে রাখতে হবে পানি সিমেন্টের সবচেয়ে বড় শত্রু। অতএব, সাবধান থাকতে হবে যাতে ঘরের দেয়াল বা মেঝে কিংবা সানশেড দিয়ে পানির ঝাঁপটা আসতে না পারে।
৯. ঠেলাগাড়িতে সিমেন্ট সরবরাহের সময় লক্ষ্য রাখতে হবে যাতে হঠাৎ বৃষ্টি এলেও সিমেন্ট ভিজে না যায়। এজন্য বর্ষাকালে আকাশ পরিষ্কার থাকলেও ত্রিপল অথবা পলিথিন দিয়ে সিমেন্ট ঢেকে নিয়ে যেতে হবে।
লোহা মজুদকরণ পদ্ধতি
১. লোহাকে সরাসরি মাটিতে রাখা যাবে না।
২. পানি সংস্পর্শে আসতে পারে এমন জায়গায় লোহা রাখা যাবে না।
৩. তল্ক বায়ু চলাচল করে এমন জায়গায় লোহা রাখতে হবে।
৪. আদ্রতা বা স্যাঁতসেঁতে কক্ষে লোহা রাখা যাবে না।
৫. স্টোর করার জায়গায় নিচে কাঠের মাঁচা দিয়ে তার উপর কাঠের বাটাম রেখে লোহা রাখতে হবে।
৬. বিভিন্ন গ্রেডের লোহা আলাদা রাখতে হবে ।
৭. ব্যবহারের প্রকৃতি অনুসারে সাজিয়ে রাখতে হবে ।

চুন মজুদকরণ পদ্ধতি
১. শুল্ক বায়ু চলাচল করে এমন জায়গায় চুল রাখতে হবে।
২. চুন এমন গুদাম ঘরে রাখার ব্যবস্থা করা উচিত যেখানে পানি বা জলীয়বাষ্পপূর্ণ বাতাস ঢুকতে না পারে।
৩. দেয়ালের ঠেস দিয়ে রাখা যাবে না।
৪. পানির সংস্পর্শে আসতে পারে এমন জায়গায় রাখা যাবে না।
৫. দুই লাইনের মাঝে ফাঁকা জায়গা থাকতে হবে।
৬. স্টোর করার জায়গায় নিচে কাঠের গুঁড়া (ভুমি) ছিটিয়ে দিয়ে তার উপর কাঠের বাটাম রেখে চুন রাখতে হবে।
৭. মনে রাখতে হবে পানি চুন সবচেয়ে বড় শত্রু। অতএব, সাবধান থাকতে হবে যাতে ঘরের দেয়াল বা মেঝে কিংবা সানশেড দিয়ে পানির ঝাঁপটা আসতে না পারে।
৮. ঠেলাগাড়িতে সরবরাহের সময় লক্ষ্য রাখতে হবে যাতে হঠাৎ বৃষ্টি এলেও চুন ভিজে না যায়। এজন্য বর্ষাকালে আকাশ পরিষ্কার থাকলেও ত্রিপল অথবা পলিথিন দিয়ে চুন ঢেকে নিয়ে যেতে হবে।
কাঠ মজুদকরণ পদ্ধতি
১. শুল্ক বায়ু চলাচল করে এমন জায়গায় কাঠ রাখতে হবে।
২. দেয়ালের ঠেস দিয়ে রাখা যাবে না।
৩. পানির সংস্পর্শে আসতে পারে এমন জায়গায় রাখা যাবে না।
৪. বায়ুর আর্দ্রতা ও উষ্ণতাসম্পন্ন কক্ষে কাঠ রাখা যাবে না ।
৫. দুই লাইনের মাঝে ফাঁকা জায়গা থাকতে হবে।
৬. উঁচু প্লাটফর্মের উপর কাঠ আড়াআড়ি সাজিয়ে রাখতে হবে ।
৭. পানি কাঠের সবচেয়ে বড় শত্রু। অতএব, সাবধান থাকতে হবে যাতে ঘরের দেয়াল বা মেঝে কিংবা সানশেড দিয়ে পানির ঝাপটা আসতে না পারে।
৮. ঠেলা গাড়িতে সরবরাহের সময় লক্ষ্য রাখতে হবে যাতে হঠাৎ বৃষ্টি এলেও কাঠ ভিজে না যায়। এজন্য বর্ষাকালে আকাশ পরিষ্কার থাকলেও ত্রিপল অথবা পলিথিন দিয়ে কাঠ ঢেকে নিয়ে যেতে হবে।
পেইন্ট মজুদকরণ পদ্ধতি
১. পেইন্ট বেশিদিন গুদামজাত করা যাবে না।
২. আবহাওয়াজনিত বিক্রিয়ারোধী কক্ষে রাখতে হবে।
৩. কৌটা বায়ুরোধী হতে হবে।
৪. পরিষ্কার কক্ষে গুদামজাত করতে হবে।
৫. দেয়ালের ঠেস দিয়ে রাখা যাবে না।
অনুশীলনী – ১৪
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. ইমারত সামগ্রীর গুদামজাতকরণ বলতে কী বুঝ ?
২. ইট মজুদ করার সময় তা কীভাবে রাখতে হয়?
৩. বালু মজুদ করার পর তা কী করতে হবে?
৪. সিমেন্টের ব্যাগ একটি ব্যাগের উপর আরেকটি এভাবে সর্বোচ্চ কয়টি ব্যাগ রাখা যাবে? ৫. চুন এবং কাঠের সবচেয়ে বড় শত্রু কী?
সংক্ষিপ্ত প্রশ্ন :
১. চুন কীভাবে স্থানান্তর করতে হবে?
রচনামূলক প্রশ্ন
১. ইট মজুদ রাখার নিয়মাবলি বর্ণনা কর।
২. বালু মজুদ রাখার নিয়মাবলি বর্ণনা কর।
৩. সিমেন্ট মজুদ রাখার নিয়মাবলি বর্ণনা কর।
৪. লোহা মজুদ রাখার নিয়মাবলি বর্ণনা কর।
৫. চুন মজুদ রাখার নিয়মাবলি বর্ণনা কর।
৬. কাঠ মজুদ রাখার নিয়মাবলি বর্ণনা কর।
৭. পেইন্ট মজুদ রাখার নিয়মাবলি বর্ণনা কর।
আরও দেখুনঃ