কাঠের কাজের জোড় | অধ্যায়-৫ | বিল্ডিং মেইনটেন্যান্স-২

আজকে আমাদের আলোচনার বিষয় – কাঠের কাজের জোড় যা অধ্যায়-৫ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত।  শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

কাঠের কাজের জোড়

কাঠের কাজের জোড়

কাঠের যথোপযুক্ত সৌন্দর্য্য বৃদ্ধি করে কাঠের মেম্বারকে একত্রে সংযুক্ত করার পদ্ধতিকে জয়েনারি বা জোড়াই কৌশল বলে।

 

কাঠের কাজের জোড়

 

কাঠের জোড়ের শ্রেণিবিভাগ

কাঠের জয়েন্ট (জয়) ৬ প্রকার । যথা:

১। লেংথেনিং ডারেন্ট (Lengthening joint)

২। ওরাইভেনিং জয়েন্ট (Widening joint)

৩। বেয়ারিং জয়েন্ট (Bearing joint)

৪। ফ্রেমিং জয়েন্ট (Framing joint)

৫। অ্যাংগেল জয়েন্ট (Angle joint)

৬। অবলিক শোল্ডারড জয়েন্ট (Oblique shouldered joint)

 

কাঠের কাজের জোড়

 

লেংথেনিং জয়েন্ট (Lengthening joint) কাঠের মেম্বার এর দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য এই প্রকার জয়েন্ট ব্যবহৃত হয়। প্রয়োজনীয় দৈর্ঘ্যের কাঠ না পাওয়া গেলে কাঠকে শেখেনিজেরেন্টের মাধামে দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়।

 

কাঠের কাজের জোড়

 

লেখেনিং জয়েন্ট ৪ প্রকার

১। ল্যাপ জয়েন্ট বা পাতন জোড়া।

২। ফিল জয়েন্ট বা পাটি জোড়া।

৩। চার্জড জয়েন্ট বা হেলানো জোড়া।

৪। ট্যাবলভ জয়েন্ট বা ট্যাবলেড জয়েন্ট।

ট্যাবলজরেন্ট : কোনো মেম্বার এর উপর টেনসন এবং কমপ্রেসন বল ক্রিয়ারত থাকলে ট্যাকলড জয়েন্ট ব্যবহার করা হয় । এটা দেখতে কার্যত জয়েন্টের ন্যায় তবে এক্ষেত্রে মেঘার প্রান্তরকে খাপে খাপে বিশেষভাবে কেটে চিত্রানুযায়ী কিশ প্লেট, বোল্ট এবং কী সহযোগে সংযুক্ত করা হয়ে থাকে।

 

কাঠের কাজের জোড়

 

ওয়াইডেনিং জয়েন্ট : এই প্রকার জয়েন্টকে অনেক সময় সাইড পয়েন্ট বা বোডিং জয়েন্ট বলে। কাঠের চওড়া বা প্রশয়তা বৃদ্ধির জন্য একটি কাঠের থাকে অন্য একটি কাঠের প্রাপ্ত স্থাপন করে যে জয়েন্ট করা হয়। তাকে ওয়াইভেনিং জয়েন্ট বা প্রশস্তকারী জোড়া বলে।
ওয়াইডেনিং জয়েন্টকে নিম্মলিখিত ভাগে ভাগ করা যায়।

১। ৰাট জয়েন্ট

২। বিেেটড জয়েন্ট

৩। রিবেটের এন্ড ফিলেটেড জয়েন্ট

৪। প্লাউড এন্ড টাপেড অয়েন্ট

৫। টাংপড এন্ড এন্ড জয়েন্ট

৬। সতে য়েন্ট

৭। ডাওয়েলড জয়েন্ট

৮। ম্যাড এন্ড বিভের জয়েন্ট

৯। ম্যাচড এন্ড ডিে

১০। রিবেটেড টাংগড এন্ড কত জয়েন্ট

 

কাঠের কাজের জোড়

 

বিয়ারিং জয়েন্ট: যখন দুইটি মেম্বার পরস্পরের উপর সমকোণে মিলিত হয় এবং একটি মেম্বার লোড অন্য মেম্বার দিয়ে স্থানান্তর করা হয় তখন তাকে বিয়ারিং জয়েন্ট বলে।

 

কাঠের কাজের জোড়

 

বিয়ারিং জয়েন্টকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় ।

১। হস্তি জয়েন্ট।

২। নচত জয়েন্ট।

৩। ফড জয়েন্ট।

৪। হাউজড জয়েন্ট।

৫। চেষ্টা মর্টাইজড ঘায়েন্ট।

৬। ডাবটেইলড পয়েন্ট।

৭। মর্টিজ এবং টেনন জয়েন্ট।

৮। অপল বা স্টাম্প জয়েন্ট।

৯। ব্রিডল জয়েন্ট।

১০। টাক টেনন জয়েন্ট।

ফ্রেমিং জয়েন্ট : দরজা জানালা ভেন্টিলেটর ইত্যাদির ফ্রেম নির্মাণে এটা ব্যবহার করা হয়। এটা দেখতে বিয়ারিং জয়েন্টের ন্যায় কিন্তু এটা লোড বহনকারী না।

অ্যাংগেল বা কর্নার জয়েন্ট

ক) বাট জয়েন্ট।

খ) প্রুভড এবং টাংগড জয়েন্ট।

গ) প্লেইন মিটারড ডায়েস্ট।

ঘ) মিটারড এবং ফেনারত জয়েন্ট

ঙ) হাউজ জয়েন্ট

চ) শোভার্ড এবং হাউজ জয়েন্ট

ছ) ডান্ডটেইলড হাউজড জয়েন্ট।

 

কাঠের কাজের জোড়

 

জ) মিটারড এবং রিলেটেড পয়েন্ট।

ঝ) মিটারড রিবেটেড এবং ফেলারত ভরেস্ট।

ঞ) টাংলড প্রড এবং মিটারড জয়েন্ট।

ল্যাপ জয়েন্ট : দুইটি সম আকৃতির কাঠের মেম্বার-এর দুইটি প্রান্তকে একটির উপর অপরটি রেখে ন্যাপ জয়েন্ট বা পাতন জোড়া দেওয়া হয়।

 

কাঠের কাজের জোড়

 

ফিস জয়েন্ট : দুইটি মেম্বার এর দুইটি প্রাপ্তকে বর্গাকার কেটে মুখোমুখি স্পর্শ করিয়ে এর উপরে এবং নিচে কাঠের অথবা লোহার ফিস প্লেট বসিয়ে নাট-বোল্ট সহযোগে পটি জোড়া বা ফিস জয়েন্ট তৈরি করা হয়।

 

কাঠের কাজের জোড়

 

স্কার্ফড জয়েন্ট : একই প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি মেম্বার এর একটি মেম্বার প্রান্তে হেলানো প্রজেকশন প্রান্তের সাথে সংযুক্ত করে এই জয়েন্ট করা হয় এই জয়েন্টের সাহায্যে প্রয়োজন অনুযায়ী দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়।

 

কাঠের কাজের জোড়

 

ওয়াইডেনিং জয়েন্ট ওয়াইডেনিং জয়েন্ট বিভিন্ন প্রকার হতে পারে। যথা :

ক) বাট অয়েন্ট।

খ) রিবেটেড জয়েন্ট।

গ) রিবেটেড এবং ফিলেটেড জয়েন্ট।

ঘ) টাংগুপ্ত এবং প্লাউড লরেন্ট।

ঙ) টাংগড় এবং গ্রুভড জয়েন্ট।

চ) রিবেটেড, টাংগুড এবং এড জয়েন্ট।

ছ) স্পেইড জয়েন্ট।

জ) ডাওয়েলড জয়েন্ট।

ঝ) ম্যা এবং বিডেড ঘায়েন্ট।

 

কাঠের কাজের জোড়

 

অবলিক শোল্ডারড জয়েন্ট :  সূক্ষ্ণকোণ অথবা মূল কোণে মেম্বার সংযুক্ত করার জন্য এই প্রকার জয়েন্ট ব্যবহৃত হয়। ট্রাস নির্মাণে এই প্রকার জয়েন্ট বেশি ব্যবহৃত হয়। এটা বিভিন্ন প্রকার যেমন –

ক) ব্রিডল জয়েন্ট

খ) মিটারড জয়েন্ট

গ) ডাডটেইলড হাত জয়েন্

ঘ) বার্ডস মাউথ জয়েন্ট

ঙ) অবদিক টেনন জয়েন্ট।

 

কাঠের কাজের জোড়

 

কাঠের কাজের জোড়

 

বিভিন্ন প্রকার জোড়া দেয়ার সুবিধা

১। কাঠের প্রয়োজনীয় দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি করার জ

২। আপতিত লোডকে দিছে মেঘারে স্থানান্তর করার জন্য।

৩। কাঠের কাজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।

৪। কাঠের শক্তি বৃদ্ধি করার জন্য।

৫। আসবাবপত্র তৈরি করার জন্য।

বিভিন্ন প্রকার জোড়ের ব্যবহার :

 

কাঠের কাজের জোড়

 

কাঠের কাজের জোড়

 

অনুশীলনী – ৫

অতি সংক্ষিপ্ত

১। কাঠের জোড়-এর সংজ্ঞা লেখ।

২। কাঠের জয়েন্ট কয় প্রকার?

৩। লেংথেনিং জয়েন্ট কী?

৪। লেংথেনিং জয়েন্ট কয় প্রকার?

৫। ট্যাবলড জয়েন্ট কী?

৬। ওয়াইডেনিং জয়েন্ট কী?

৭। বিয়ারিং জয়েন্টকে কয় ভাগে ভাগ করা যায়?

৮। বিয়ারিং জয়েন্ট কী?

৯। ফ্রেমিং জয়েন্ট কী?

১০। অ্যাংগেল বা কর্নার জয়েন্টকে কয় ভাগে ভাগ করা যায়?

১১। ল্যাপ জয়েন্ট কী?

১২। ফিস জয়েন্ট কী?

১৩। স্কার্ফড় জয়েন্ট কী?

১৪। ওয়াইডেনিং জয়েন্টকে কয় ভাগে ভাগ করা যায়?

১৫। অবলিক শোল্ডারড জয়েন্টকে কয় ভাগে ভাগ করা যায়?

১৬। অবলিক শোল্ডারড় জয়েন্ট কী?

সংক্ষিপ্ত

১। কাঠের জোড়ের শ্রেণিবিভাগ লেখ ।

২। লেংথেনিং জয়েন্টের শ্রেণিবিভাগ লেখ ।

৩। বিয়ারিং জয়েন্টের শ্রেণিবিভাগ লেখ।

৪। অ্যাংগেল বা কর্নার জয়েন্টের শ্রেণিবিভাগ লেখ।

৫। ওয়াইডেনিং জয়েন্টের প্রয়োজনীয়তা লেখ।

৬। অবলিক শোল্ডারড় জয়েন্টের শ্রেণিবিভাগ লেখ

৭। কাঠে জোড়া দেয়ার প্রয়োজনীয়তা লেখ।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

রচনামূলক

১। বিভিন্ন প্রকার জোড়ের ব্যবহার উল্লেখ কর।

২। কাঠের জোড়ের শ্রেণিবিভাগ লেখ ও কাঠে জোড়া দেওয়ার প্রয়োজনীয়তা লেখ।

আরও দেখুন :

Leave a Comment