আজকে আমাদের আলোচনার বিষয় – সিরিজ সার্কিট যা অধ্যায়-১৫ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
সিরিজ সার্কিট একাধিক লোড একের পর এক সংযোগ করে বৈদ্যুতিক উৎসের সাথে সংযুক্ত করলে, কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, একে সিরিজ-সার্কিট বলে।
অথবা,
দুই বা ততোধিক রেজিস্টর বা লোড একের পর এক বনি এমন ভাবে যুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, তবে তাকে সিরিজ-সার্কিট বলে।
Table of Contents
সিরিজ সার্কিট
সিরিজ সার্কিট-এর ভায়াগ্রাম।
সিরিজ সার্কিট-এর বৈশিষ্ট্য:
(i) সিরিজ-সার্কিটের মোট কারেন্ট ভিন্ন ভিন্ন লোড বা রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মানের যোগফলের সমান।
অর্থাৎ, I= 11+12+13+ + In
(ii) সিরিজ-সার্কিটে যুক্ত প্রতিটি রেজিস্টর বা লোডের ভোল্টেজ ড্রাগসমূহের যোগফল সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান ।
অর্থাৎ, V=V1+ V2 + 3 +——— +Vn
(iii) সিরিজ-সার্কিটে যুক্ত রেজিস্টর বা লোডসমূহের রেজিস্ট্যান্সগুলোর যোগফল মোট রেজিস্ট্যাল (সার্কিটের) সমান।
অর্থাৎ, R=R1+R2+R3+—-+ Rn

সিরিজ-সার্কিটের ব্যবহার:
নিম্নলিখিত ক্ষেত্রে সিরিজ-সার্কিটের ব্যবহার করা হয় :
১. সিরিজি সার্কিট বিভিন্ন-আলোকসজ্জার কাজে ব্যবহার করা হয়।
২. ভোল্টমিটারের সাথে মালটিপ্লায়ার হিসেবে সিরিজ-সার্কিট ব্যবহার করা হয়।
৩. বৈদ্যুতিক মোটর, জেনারেটর প্রভৃতি কয়েলসমূহে সিরিজ সংযোগ ব্যবহার করা হয়।
৪. টর্চলাইট, রেডিও, গাড়ি ইত্যাদির ব্যাটারিতে কারেন্ট নিয়ন্ত্রণের জন্য সিরিজ-সার্কিট ব্যবহার করা হয়।
অনুশীলনী-১৫
অতি সংক্ষিপ্ত
১। সিরিজ-সার্কিট কাকে বলে?
সংক্ষিপ্ত
১। সিরিজ-সার্কিট বলতে কী বোঝ ব্যাখ্যা কর।
২। সিরিজ-সার্কিটের ব্যবহার কী?
রচনামূলক
১। সিরিজ-সার্কিটের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
২। একটি সিরিজ-সার্কিটের ডায়াগ্রাম অঙ্কন কর।
আরও দেখুন :