আজকে আমাদের আলোচনার বিষয় – ল্যাম্প হোল্ডার যা অধ্যায়-১৯ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
বৈদ্যুতিক তারের সাথে বৈদ্যুতিক বাতি বা ল্যাম্প সংযোগ করার জন্য যে ফিটিংস ব্যবহার করা হয়, তাকে ল্যাম্প হোন্ডার বলে। ল্যাম্পের প্রকৃতি বা ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার ল্যাম্প হোন্ডার ব্যবহার করা হয়।
Table of Contents
ল্যাম্প হোল্ডার
ল্যাম্প হোভারের শ্রেণিবিন্যাস
ল্যাম্পের প্রকৃতি বা ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার ল্যাম্প হোন্ডার ব্যবহার করা হয়। যেমন-
১। ব্যাটেন হোল্ডার:
ব্যাটেন হোল্ডার সাধারণত ব্যাটেন ওয়্যারিংয়ে বা কাঠের বোর্ডে ব্যবহার করা হয়ে থাকে। ছাদে বা দেয়ালে লাগানোর জন্য এ হোল্ডার ব্যবহার করা হয়।
২। পেনডেন্ট হোল্ডার:
ঝুলন্ত ল্যাম্পকে জ্বালানোর জন্য পেনডেন্ট হোল্ডার ব্যবহার করা হয়। ছাদে আটকানো সিলিং রোজ হতে ফ্লেক্সিবল তারের মাধ্যমে সংযোগ দেয়ার জন্য পেনডেন্ট হোল্ডার ব্যবহার করা হয়।
৩। ব্রাকেট হোল্ডার:
এ ধরনের হোল্ডারের এক প্রান্তে প্যাচ কাটা একটি ক্যাপ থাকে। ক্যাপের সাহায্যে পেঁচিয়ে ব্রাকেটের এক প্রান্তে হোল্ডার লাগানো হয়। ব্র্যাকেটের অন্য প্রাপ্ত দেয়ালে লাগানোর ব্যবস্থা থাকে। ব্র্যাকেটসহ এটি দেয়ালে ব্যবহার করা হয়।
৪। ফ্লোরোসেন্ট ল্যাম্প হোল্ডার:
এ ধরনের হোল্ডার ফ্লোরোসেন্ট টিউব লাইট জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। এটা টিউব লাইট সংযোগে সৌন্দর্য বৃদ্ধি করে এবং দামেও সস্তা।
৫। স্যুইভেল হোল্ডার:
বিভিন্ন দিকে আলো ছড়িয়ে দেয়ার জন্য দোকানে, প্রদর্শনীতে এবং জনসমাগম স্থানে ব্যবহৃত বাতিতে এ হোল্ডার ব্যবহৃত হয়।
৬। পুশ পুল হোল্ডার:
এ হোল্ডার কী সুইচ হোল্ডারের ন্যায় টেবিল ল্যাম্পে ব্যবহার করা হয়। হোল্ডারের গায়ে একটি সুইচিং ব্যবস্থা আছে, যার সাহায্যে বাতি জ্বালানো ও নিভানো হয়। খুব সহজে নাগালে পাওয়া যায় এমন জায়গায় ল্যাম্পকে জ্বালানো এবং নিভানোর জন্য এ হোল্ডার ব্যবহার করা হয় ।
৭। কী সুইচ হোল্ডার:
এ ধরনের হোল্ডার সাধারণত টেবিল ল্যাম্পে ব্যবহার করা হয়। ল্যাম্প জ্বালানো এবং নিভানোর জন্য এ হোল্ডারের গায়ে সুইচ এর ব্যবস্থা থাকে বিধায় এরূপ নামকরণ হয়েছে। সেজন্য খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায় এমন জায়গায় এ হোল্ডার ব্যবহার করা হয়।
৮। বেয়নেট ক্যাপ হোল্ডার:
সাধারণত: ২০০ ওয়াট পর্যন্ত বাতির জন্য বেয়নেট ক্যাপ হোল্ডার ব্যবহার করা হয়ে থাকে। বাড়ি ও অফিসে বাতি জ্বালানোর জন্য এ ধরনের হোল্ডার ব্যবহার করা হয়।
৯। ফু ক্যাপ হোল্ডার:
তুলনামূলকভাবে অধিক ক্ষমতা (২০০ থেকে ১০০০ ওয়াট) সম্পন্ন বাতির জন্য ক্যাপ হোল্ডার ব্যবহার করা হয়।
বাসা বাড়িতে সাধারনত দুই ধরনের হোল্ডার ব্যবহৃত হয়-
১) ব্যাটেন হোল্ডার
২) পেন্ডেন্ট হোল্ডার বা ঝুলন্ত হোল্ডার।
ল্যাম্প-হোল্ডারের ব্যবহার বর্ণনা করতে পারবে
বৈদুত্যিক ভালও লাগানোর কাজে ল্যাম্প-হোল্ডারের ব্যবহার করা হয়।
অনুশীলনী-১৯
অতি সংক্ষিপ্ত
১। ল্যাম্প হোন্ডার কাকে বলো
সংক্ষিপ্ত
১। ল্যাম্প হোন্ডারসমূহের-শ্রেণিবিন্যাস লেখ।

রচনামূলক
১। ল্যাম্প হোন্ডারসমূহের-শ্রেণিবিন্যাস বর্ণনা কর ।
২। চিত্রসহ ল্যাম্প হোন্ডারের গঠন ও ব্যবহার বর্ণনা কর।
আরও দেখুন :