আমাদের আজকের আলোচনার বিষয় কাঠের ট্রাই স্কয়ার তৈরিকরণ । শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
কাঠের ট্রাই স্কয়ার তৈরিকরণ
কাজের নাম: কাঠের ট্রাইস্কয়ার তৈরিকরণ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি: কাটিং টুলস (করাত) মার্কিং, টুলস, মেজারিং টুলস, র্যাদা, বাটালি, হাতুড়ি বা হ্যামার।
প্রয়োজনীয় মালামাল: কাঠ, জু বা পেরেক, পেন্সিল, আইকা।
১। প্রথমে ৩ সে.মি. পুরুত্ব তক্তা হতে ট্রাইক্ষষারের বেড ও স্টকের মাপ অনুযায়ী দুই খণ্ড কাঠ করাত বারা কেটে নিতে হবে। এক্ষেত্রে, কেড এবং সাঁফ একই গুরুত্বের হতে হবে।
২। তারপর কাঠ খণ্ড দুটিকে র্যাদা দ্বারা মসৃণ করতে হবে।
৩। কাঠ দুটির প্রতিটির এক প্রান্তে ৫ সে.মি ৫ সে. মি. করে অর্ধেক গভীরকার কেটে ঐ অংশটুকু বাটালি দ্বারা তুলে নিতে হবে।
৪। তারপর (চিত্র অনুযায়ী) অর্ধেক তুলে নেওয়া দুটি প্রাজকে আইকা দ্বারা জোড়া দিতে হবে। তবে এক্ষেত্রে ভিতরের দিকে অন্য এফটি ট্রাইফয়ায় দ্বারা মেপে ৯০ কোণ চিহ্নিত করতে হবে।

৫। আইকা দ্বারা আটকানো শেষ হলে ঐ অংশ আরও শক্ত করার জন্য জু/পেয়েক যারা আটকিয়ে দিতে হবে।
৬। ট্রাইস্কয়ারের বেডের সাথে প্রয়োজনীয় মাপ অনুযায়ী দাগাঙ্কিত করতে হবে।
আরও দেখুনঃ