দরজার আদর্শ সাইজ | অধ্যায়-২ ও ৩ | বিল্ডিং মেইনটেন্যান্স-২

আজকে আমাদের আলোচনার বিষয় – দরজার আদর্শ সাইজ যা অধ্যায়-২ ও ৩ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত।  শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

দরজার আদর্শ সাইজ

চৌকাঠের ক্রসসেকশনের আদর্শ সাইজসমূহ

চৌকাঠের ক্রসসেকশনের আদর্শ সাইজসমূহ চৌকাঠের মাপ বলতে বাহিরের দৈর্ঘ্য ও প্রন্থের মাপ বোঝায়। অর্থাৎ দরজা স্থাপনের জন্য প্রয়োজনীয় পাঁধুনির (Opening) ফাঁকা মাপকে বোঝায়। শয়ন ঘর (Bed Room) দরজার চৌকাঠ সাধারণত ৩’-০” x ৬’-৩”, ৩’-৩” x ৬’-৩” বা ৩’-৬’ x ৬’-৬” রান্নাঘর, বাথরুম, ভান্ডার ঘর-এর দরজার চৌকাঠের প্রন্থ সাধারনভাবে ২’-৬” রাখা হয়।

 

দরজার আদর্শ সাইজ

চিত্র : দরজার চৌকাঠ

দরজায় আকার:

M.K.S মাপেরF.P.S মাপের
১২০ সেমি x ২১০ সেমি৪ ফুট X ৭ ফুট
১১০ সেমি x ২০০ সেমি৩-৬ ফুট x ৬-৬” ফুট
১০০ সেমি x ১৯০ সেমি
৩ ফুট ৩ ইঞ্চি x ৬ ফুট ৩ ইঞ্চি
৯০ সেমি x ১৮০ সেমি৩ ফুট x ৬ ফুট
৭৫ সেমি x ১৮০ সেমি২ ফুট ৬ ইঞ্চির ৬ ফুট

 

দরজার চৌকাঠ-এর পুরুত্বের আদর্শ সাইজ সমূহ

দরজার চৌকাঠ-এর প্রস্থচ্ছেদ:

M.K.S মাপেরF.P.S মাপের
১২.৫ সেমি x ৭.৫ সেমি৫ ইঞ্চি x ৩ ইঞ্চি
১০ সেমি x ১০ সেমি৪ ইঞ্চি x ৪ ইঞ্চি
১০ সেমি x ৭.৫ সেমি৪ ইঞ্চি x ৩ ইঞ্চি
৭.৫ সেমি x ৭.৫ সেমি৩ ইঞ্চি x ৩ ইঞ্চি

 

 

দরজার আদর্শ সাইজ

চিত্র : দরজার চৌকাঠ এর পুরুত্বের সাইজ

দরজার পাল্লার আদর্শ সাইজসমূহ

দরজার পাল্লার পুরুত্ব:

M.K.S মাপেরF.P.S মাপের
২.৫ সেমি১ ইঞ্চি
৩ সেমি৫/৬ ইঞ্চি
৪.৫ সেমি১ x ৩/৪ ইঞ্চি

অনুশীলনী-২

অতি সংক্ষিপ্ত:

১। চৌকাঠের ক্রসসেকশন কাকে বলে?

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সংক্ষিপ্ত:

১। শয়ন ঘর (Bed Room)-এর দরজার প্রন্থ সাধারণত কত?

২। রান্নাঘর বা ভান্ডার ঘর-এর দরজার প্রস্থ সাধারণত কত?

৩। দরজার বিভিন্ন আকার-এর মাপ লেখ।

৪। দরজার চৌকাঠ-এর পুরুত্বের আদর্শ সাইজসমূহ লেখ।

৫। দরজার পাল্লার আদর্শ সাইজ সমূহ লেখ।

রচনামূলক:

১। দরজার চৌকাঠ এবং পাল্লার আদর্শ সাইজ সমূহ লেখ।

জানালার আদর্শ সাইজ

জানালার চৌকাঠের আদর্শ সাইজ

জানালার আকার:

M.K.S মাপেরF.P.S মাপের
১০০ সেমি x ১৫০ সেমি৩ ফুট ৩ ইঞ্চি x ৫ ফুট
৯০ সেমি x ১২০ সেমি৩ ফুট x ৪ ফুট 8
১০৫ সেমি x ১২০ সেমি৩ ফুট ৪ ইঞ্চি x ৪ ফুট
১৮০ সেমি x ১২০ সেমি৬ ফুট x ৪ ফুট

 

জানালার পাল্লার প্রকারভেদ

অবস্থান এবং আকার অনুযায়ী বিভিন্ন প্রকার জানালা হয়ে থাকে, যেমন-

১. Awnings (Top-Hinged)

২. Casement (Side-Hinged)

৩. Picture (Fixed)

8. Horizontal Slider

৫. Single Hung

৬. Double Hung

৭. Tilt

৮. Hopper

৯. Bay and Bow

১০. Custom

১১. Storm

নিম্নে বিভিন্ন প্রকার জানালার চিত্র দেওয়া হলো: 

১. Awnings (Top-Hinged)

দরজার আদর্শ সাইজ
Awnings

চিত্র : জানালার পাল্লা

২. Casement (Side-Hinged)

 

দরজার আদর্শ সাইজ
Casement

৩. Picture (Fixed)

 

দরজার আদর্শ সাইজ
Fixed

8. Horizontal Slider

 

দরজার আদর্শ সাইজ
Sliding

চিত্র: জানালার পাল্লা

৫. Single Hung

 

দরজার আদর্শ সাইজ
Single Hung

৬. Double Hung

 

দরজার আদর্শ সাইজ
Double Hung

৭. Tilt

 

দরজার আদর্শ সাইজ
Tilt-and-Turn

 

চিত্র: জানালার পাল্লা

৮. Hopper

 

দরজার আদর্শ সাইজ
Hopper

৯. Bay

 

দরজার আদর্শ সাইজ
Bay window

১০. Bow

 

দরজার আদর্শ সাইজ
Bow Window

চিত্র- জানালার পাল্লা

১১. Custom

 

দরজার আদর্শ সাইজ
Special Shapes

১২. Storm

 

দরজার আদর্শ সাইজ
Storm

চিত্র: বিভিন্ন প্রকার জানালা

জানালার পাল্লার পুরুত্বের আদর্শ সাইজসমূহ

জানালার পাল্লার পুরুত্ব:

M.K.S মাপেরP.P.S মাপের
২.৫ সেমি১ ইঞ্চি
৩ সেমি৫/৬ ইঞ্চি
৪.৫ সেমি১৪ ইথিও

 

জানালার আদর্শ সাইজসমূহ

জানালার আদর্শ আকারসমূহ সাধারণত –

Window TypeMax Width (Inches)Max Height (Inches)Max Area (Sqft)
Single Slider (Double Pane)785424
Single Slider (Triple Pane)785424
Double Slider (Double Pane)785424
Double Slider (Triple Pane)724821.66
Single Hung (Double Pane)498024
Single Hung (Triple Pane)457821.66
Double Hung (Double Pane)497824
Double Hung (Triple Pane)486821.66
Casement (Double Pane)387818.5
Casement (Triple Pane)367816.05
Awning (Double Pane)486024
Awning (Triple Pane)505017.36

 

নিম্নে হকের মাধ্যমে জানালার আকার-এর তুলনামূলক তথ্য দেওয়া হলো:

 

দরজার আদর্শ সাইজ

 

দরজার আদর্শ সাইজ

 

অনুশীলনী – ৩

অতি সংক্ষিপ্ত:

১। জানালার চৌকাঠের আদর্শ সাইজ কত?

২। জানালার পাল্লার আদর্শ সাইজ কত?

সংক্ষিপ্ত:

১। জানালার পাল্লা কত প্রকার?

রচনামূলক:

১। বিভিন্ন প্রকার জানালার পাল্লার চিত্র অঙ্কন কর।

২। জানালার আদর্শ সাইজসমূহ বর্ণনা কর।

আরও দেখুন :

Leave a Comment