আমাদের আজকের আলোচনার বিষয় ইটের সোলিংকরণ । শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
ইটের সোলিংকরণ
কাজের নাম: ইটের সোলিংকরণ। (ফ্লাট সোলিং, জায়গার পরিমাণ- ২.৫৪x৪.০৬ মিটার)
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ: কোদাল, বাসুলি, ৩০ মিটার ফিতা, দুরমুজ, কড়াই, বালতি, বাঁশের খুঁটি ও সুতলি।
প্রয়োজনীয় মাল: ভালো ইট ১৬০ খানা ও বালি- ১ বস্তা।
কার্যপ্রণালি:
১। সোলিং-এর জন্য নির্ধারিত স্থানটি দুরমুজ করার পর কোদাল দিয়ে চেছে সমতল (level) করতে হবে।
২।২.৫৪ মিটার x ৪.০৬ মিটার ক্ষেত্রটির চারকোণায় চারটি খুঁটি পুঁততে হবে।
৩। সোলিং-এর জন্য ইটের একটি তল মাটির উপর বিছাতে হবে।
৪। সোশিং-এর জন্য নির্ধারিত ক্ষেত্রটির যে কোন একটি কোণসংলগ্ন বাহুর সমান্তরাল করে (চিত্র অনুযায়ী) ইট সাজাতে হবে।
৫। প্রথম সারিতে সবগুলো ইট স্ট্রেচার হিসেবে বসাতে হবে। দ্বিতীয় সারিতে একটি অর্ধেক ইট বসিয়ে তারপর স্ট্রেচার হিসেবে প্রয়োজনীয় ইট বসাতে হবে। (মাণ অনুযায়ী ১ম সারিতে পূর্ণ ইট ১০টি ও ২য় সারিতে অর্ধেক ইট ২টি ও পূর্ণ ইট ৯টি লাগবে)
৬। এরপর ১ম ও ২য় সারির অনুকরণে বাকি ইট বসাতে হবে।
৭। ইট বিছানোর সময় খেয়াল রাখতে হবে যেন ইটের মাঝে নূন্যতম ফাঁক থাকে এবং এ ফাঁকগুলো বালি দিয়ে পুরণ করতে হবে।
৮। সর্বশেষে সমগ্র এলাকাতে পানি দ্বারা ভিজিয়ে দিতে হবে যাতে বালিগুলো বসে গিয়ে ইটকে নড়াচড়া করতে না দেয়।

সাবধানতাঃ
(১) সোলিং-এর নিচের মাটি উত্তমরূপে দুরমুজ করতে হবে।
(২) ইটের ফাঁকগুলো অবশ্যই বালি দিয়ে ভরে দিতে হবে।
(৩) ইটের অপচয় রোধ করতে হবে।
কার্যপ্রণালি:
১) জায়গাটির চারকোণায় চারটি খুঁটি পুঁততে হবে।
২) আয়তক্ষেত্রটির পুরো এলাকায় একঞ্চর বালি বিছিয়ে দিতে হবে।
৩) ক্ষেত্রটির মধ্যরেখা বরাবর দুই পাশে দুটি খুঁটি পুঁততে হবে।
৪) মধ্যরেখা বরাবর সুভাটির দুই পাশে মাটামের সাহায্যে ৪৫ ডিগ্রি কোণে ইট স্থাপন করতে হবে।
৫) এফানে প্রতিটি সারির ইট অব্যবহিত পূর্ববর্তী সারি ইটের কোশের লম্বাভাবে স্থাপন করে আরভক্ষেআটি পূরণ করতে হবে। এভাবে ১ম সারি, ৩য় সারির এবং ২য় সারি, ৪র্থ সারির সমান্তরাল হবে।
৬) সোলিং শেষ হওয়ায় পর সীমারেখার সাথে বহিপ্রান্তের ‘ইটগুলোর মাথা কেটে নিতে হবে।
৭) এরপত্র ইটের ফাঁকগুলো বালি যারা পুরণ করে নিতে হবে।
পূর্বের মতো ক্ষেত্রটির তার পাশে খুঁটি পুঁতে বুভা টান্ডিয়ে দিতে হবে এবং প্রন্থ করাবয় মাটাদের সাহায্যে ৪৫ ডিগ্রি কোণ করে হেডার ইট বসাতে হবে। এভাবে ২য় সারিতে ইট কসাতে হবে।
সাবধানতাঃ
১। সোলিং এলাকাটি দুরমুজ করার পর চেছে সমতল করে নিতে হবে।
২। ইটের ফাঁকগুলো অবশ্যই যালি দিয়ে পূরণ করে দিতে হবে।
৩। কোনোরূপ অপচয় না করে বাইত্রের দিকের ইটগুলো কেটে নিতে হবে।
আরও দেখুনঃ