আজকে আমাদের আলোচনার বিষয় – সোক পিট যা অধ্যায়-১৩ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
সোক পিট
সোক পিট/ শোষক পিট (Soak Pit)
সেপটিক ট্যাংক সংলগ্ন ভূগর্ভস্থ একটি কূপ বিশেষ। সেপটিক ট্যাংকে ময়লা (সিউয়েজ) শোধনের পর উপচিয়ে পড়া তরলকে অক্ষতিকারক অবস্থায় রূপান্তরের জন্য পাইপলাইনের মাধ্যমে যে কূপের মধ্যে প্রেরণ করা হয়, তাকে সোক-পিট/শোষক পিট (Soak Pit) বলে।

সোক পিট নির্মাণের উদ্দেশ্য
সোক-পিট/শোষক পিট (Soak Pit) নির্মাণের উদ্দেশ্য:
১. সেপটিক ট্যাংকের আংশিক পরিশোধিত ময়লা (সিউয়েজ) সোক-পিট/শোষক পিট (Soak Pit) এর মাধ্যমে পরিপূর্ণভাবে শোধিত হয়।
২. সেপটিক ট্যাংকের আংশিক পরিশোধিত ময়লা (সিউয়েজ) সরাসরি কোনো নালা বা প্রাকৃতিক জলাশয়ে ফেলে না দিয়ে সোক-পিট/শোষক পিট (Soak Pit) এ নিয়ে যাওয়া হয়।
৩. সেপটিক ট্যাংকের আংশিক পরিশোধিত ময়লা (সিউয়েজ) সোক-পিট/শোষক পিট (Soak Pit) এ পরিস্রাবণ এবং বায়বীয় ক্রিয়ায় চূড়ান্তভাবে পরিশোধিত হয়।
৪. সোক-পিট/শোষক পিট (Soak Pit) এর অবস্থানের মাটির পরিবাহী স্তর এবং আগত তরলের ভূ- গর্ভে (কূপ সংলগ্ন) পানি শোষণ ক্ষমতার উপর সোকপিট/শোষক পিট (Soak Pit) এর কার্য্যকরীতা নির্ভর করে।
৫. সোক-পিট/শোষক পিট (Soak Pit) এর অবস্থানের মাটির পরিবাহী স্তর এবং আগত তরলের ভূ- গর্ভে (কূপ সংলগ্ন) চুয়ানোর মাত্রার উপর সোক-পিট/শোষক পিট (Soak Pit) এর আকার (ব্যাস এবং গভীরতা) নির্ভর করে।
লোক পিটের চিত্রসহ পঠনপ্রণালি

সেপটিক ট্যাংকের আংশিক পরিশোষিত উপচানো ময়লা (সিউরেজ) লোক পিট/শোষক পিট (Soak Pit) এ নিয়ে চূড়ান্তভাবে শোষন করা হয়। সোক সিট/শোষক পিট (Soak Pit) বস্তুত মাটির নিচে কাটা গোলাকার গর্ত বিশেষ। এর ব্যাস কমপক্ষে ৯০ সে.মি, দেয়াল জাফরিযুক্ত ইটের পাখুনী দিয়ে ঘেরা। এই গর্ত (কুয়া) মাটির নিচের ওয়াটার লেবেল পর্যন্ত প্রসারিত। তবে এর গভীরতা কমপক্ষে ২ (দুই) মিটার হতে হবে।
এর প্রবেশ পাইপ বা ইনলেট পাইপটি মাটির উপরিভাগ থেকে ৭৫ মি. মি নিচে হওয়া উচিত। সোক-পিট/শোষক পিট (Soak Pit) এর অবস্থান সেপটিক ট্যাংক হতে কমপক্ষে ২.৫ মি. দূরে এবং যে কোনো ওয়াটার রিজার্ভার হতে ১৫ মি. দূরে হওয়া বাঞ্ছনীয়। সোক-পিট/শোষক পিট (Soak Pit) এর দেয়াল খোলা জোড়-মুখ বিশিষ্ট কিংবা হানিকষ দেয়াল দিয়ে ঘেরা হলে ভাঙা ইট নিয়ে ভর্তি করার দরকার নেই।
সে ক্ষেত্রে দেয়ালের যাহিক্রের দিকে অন্তত ৭.৫ মি. পুরু করে মুড়ির আস্তরণ দেয়া আবশ্যক এবং সোক-পিট/শোষক পিট (Soak Pit) টিকে কাংক্রিট প্ল্যাব দিয়ে ঢেকে দেয়া উচিজ। সেপটিক ট্যাংক ও লোক পিটের মধ্যে সংযোগ রক্ষার জন্য সাধারণত আরসিসি পাইপ ব্যবহার করা হয়। উভয় প্রান্তে টি (T) ব্যবহার করা হয়। সোক-পিটেই পরিস্রাবণ প্রক্রিয়ার করল ময়লার চূড়ান্ত পরিশোষন ঘটে থাকে।

অনুশীলনী-১৩
অতি সংক্ষিপ্ত:
১। সোক পিট কী?
২। ইন্সপেকশন পিট কী?
সংক্ষিপ্ত:
১। সোক পিট ব্যবহারের উদ্দেশ্য লেখ।
২। শোষক পদার্থ হিসাবে সোক পিটে কী কী ব্যবহার করা হয়?

রচনামূলক:
১। সোক শিট নির্মাণের চিত্রসহ পঠনপ্রণালি বর্ণনা কর।
আরও দেখুন :