আমাদের আজকের আলোচনার বিষয় সিরামিক ব্রিকস ও টাইলস । শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
সিরামিক ব্রিকস ও টাইলস
সিরামিক ব্রিকস: মাটিকে মেশিনের সাহায্যে মণ্ড তৈরি করে বা পাউডার করে চুল্লিতে পুড়িয়ে বিভিন্ন আকার ও আকৃতির যে বিশেষ ইট তৈরি করা হয় তাকে সিরামিক ইট বলে। সাধারণ ইটের চেয়ে দামি বিধায় এই ইটের ব্যবহার সীমিত। নানা রকম মাটি দ্বারা বিভিন্ন রং যেমন সাদা, বাদামি, কালো, লাল রং-এর সিরামিক ইট তৈরি করা হয়। মাটির গুণগত মান ও রাসায়নিক পরীক্ষা করে কোন মাটি দিয়ে কী ধরনের ইট তৈরি করা যাবে তা নির্ধারণ করা হয়।
টাইলস: কাদা মাটির তৈরি চুল্লিতে পোড়ানো পাতলা স্লাব আকৃতির নির্মাণসামগ্রীকে টাইলস বলে। টাইলস তৈরিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়; কারণ এটি পাতলা বলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
সিরামিক ব্রিকস ও টাইলস স্থাপনের কৌশল সিরামিক
ব্রিকস স্থাপনের কৌশল
টুলস এবং যন্ত্রপাতি
রাজমিস্ত্রির সকল মৌলিক টুলস এবং যন্ত্রপাতি প্রয়োজন যেমন-ট্রাউয়েল, লেভেল, স্কয়ার, চিজেল, স্ট্রেইট এজ, হ্যামার, জয়েন্টার ইত্যাদি।
ধাপসমুহ
১। মাটি ভরাটের প্রয়োজন হলে তা করে উত্তমরূপে দুরমুজ করে জায়গা সমতল করতে হবে।
২। সিরামিক টাইলের মেঝে করার ক্ষেত্রে ৭.৫ সে. মি. পুরু বালি বিছিয়ে দিতে হবে।
৩। বালির উপর ১২ মি. মি সিমেন্ট মসলান্ন দ্বারা ইট বিছাতে হবে।
৪। দেয়াল নির্মাণে দেয়াল পাঁধুনির পদ্ধতি অনুসরণ করতে হবে।
৫। চিত্রে সিরামিক ইট বিছানোর পদ্ধতি দেখানো হলো।
টাইলস স্থাপনের কৌশল
উপকরণ টুলস
টাইলস এডহেসিভ টাইলস কার্টার
প্রাউট চক লাইন
সিরামিক টাইলস গ্রাউট ফ্লোট
গ্রাউট পিলার টেপ মেজার
টাইলস স্পেসার রাবার ম্যালেট
স্টাইল নিপার
নচড ট্রাউয়েল
লেভেল
ধাপসমূহ
১। ফ্লোর মাপা: যাতে টাইলস, মর্টার, গ্রাউট, বেকিং বোর্ড ইত্যাদি পরিমাণমতো পূর্বেই কিনে রাখা যায়।
২। নিচের স্তর তৈরি করা: নিচের জিনিস যেমন বাথরুমের ফিটিংস বসানোর হোল বা ছিদ্র, লেভেলিং-এর জন্য সিমেন্ট বোর্ডকে প্রয়োজনমতো তৈরি করে নেই।
৩। নিচের স্তরকে ড্রিল বিট ও ৬ ইঞ্চি দূরে দূরে জু দিয়ে লাগাই।
৪। এবার টাইলসের লে-আউট চূড়ান্ত করি।
৫। টাইলসকে প্রয়োজনমতো কেটে ফ্লোরে সেটিং করি।
৬। পাতলা করে গ্রাউট লাগাই।
৭। মর্টার লাগানোর পরে কমপক্ষে ২৪ ঘণ্টা শুকানোর সময় দেই।
৮। স্পেসার সরিয়ে গ্রাউট ঢেলে দুখ করি।
৯। অতিরিক্ত গ্রাউট মুছে ফেলি।
১০। গ্রাউট রক্ষার জন্য সিলার স্প্রে করি।
টাইলসের প্রকারভেদ
উজ্জ্বলতার উপর ভিত্তি করে টাইলস দুই প্রকার। যথা:-
১। উজ্জ্বল টাইলস (glazed)
২। অনুজ্জ্বল টাইলস্ (Unglazed)
ব্যবহারের স্থানের উপর ভিত্তি করে টাইলস্ নিম্নোক্ত প্রকারের হয়ে থাকে। যথা:-
১. রুফ টাইলস্ (Roof tiles)
ক. ফ্লাট টাইলস
খ. প্যান টাইলস
গ. পট টাইলস
ঘ. রিজ টাইলস
২. সিলিং টাইলস্ (Ceiling tiles)
৩. ফ্লোর টাইলস্ (Floor tiles)
৪. ওয়াল টাইলস্ (Wall tiles)

উপকরণের উপর ভিত্তি করে
১। পেভেল টাইলস (Pebble tile)
২। পোরসেলিন স্টোনওয়ার টাইলস (Porcelain stoneware)
৩। রাস্টিক স্টোনওয়ার (Rustic stoneware)
৪। ডিজিটাল টাইলস (Digital tiles)
টাইলস বসানোর পূর্বে ফ্লোর বা ওয়াল লেভেলিং করা
ফ্লোরে মেঝেকে লেভেল নিয়ে আসতে ১। ৩ অনুপাতে মসলা দিয়ে বেস তৈরি করা হয় এবং স্পিরিট লেভেল দিয়ে পরীক্ষা করা হয়। তাছাড়া স্পেসার এবং ম্যালেট দিয়ে প্রয়োজনমতো ট্যাপিং করে এবং লেভেল ব্যবহার করে চূড়ান্ত ফ্লাসিং করা হয়।
দেয়ালে যে পর্যন্ত টাইলস লাগাতে হবে সেখানে লেভেলের সাহায্যে চিত্রে দেখানো পদ্ধতিতে দাগ দিতে হবে। দেয়ালের লেভেল দিয়ে উঁচু বা নিচু আছে কিনা তা দেখতে হবে। চিত্রে বাথ টাবের লেভেল দেখতে হবে। যদি কোনো পাশ ১/৮ ইঞ্চির চেয়ে উঁচু বা নিচু হয় তাহলে টাইলসের পুরু সারিকে সে অনুযায়ী কম বেশি করে নিতে হবে। এই অ্যাডজাস্টমেন্ট দৃষ্টির আড়ালে রাখতে পারলে ভালো।
সিরামিক ব্রিকস ও টাইলস-এর গুণাগুণ:
সিরামিক ব্রিকস-এর গুণাগুণ
১। পানি শোষণ ক্ষমতা ৫% থেকে ১০% হয়ে থাকে।
২। সাধারণ ইট অপেক্ষা অধিক শক্তিশালী। ক্রাশিং স্ট্রেন্থ (strength) ৩৫০০ থেকে ৫০০০ পাউন্ড/ইঞ্চি
৩। সকল ইটের মাপ সঠিক ও নিখুঁত।
৪। এর রং এক ধরনের এবং কিনারাগুলো ধারালো হয়।
৫। সাধারণ ইট অপেক্ষা বেশি আকর্ষণীয়।
৬। দেয়াল তৈরিতে প্লাস্টার বা পয়েন্টিং-এর প্রয়োজন হয় না।
৭। রঙিন সিরামিক ইট ব্যবহার করে কারুকার্য ও সৌন্দর্য বর্ধন করা হয়।
৮। এই ইটের দেয়ালে নোনা ধরে না।
৯। এই ইটের বিল্ডিং-এ রং করার প্রয়োজন পড়ে না।
১০। এই ইটের দেয়াল বা বিল্ডিং পরিষ্কার করা সহজ হয়।
টাইলস-এর গুণাগুণ
১। এটি একটি প্রাকৃতিক উপাদান বলা হয় কেননা এটি মাটি বা কাঁদা, পানি এবং আগুন দিয়ে তৈরি।
২। এটি সহজে পরিষ্কার রাখা যায় এবং পরিষ্কারও করা যায়।
৩। এটি স্বাস্থ্যসম্মত এবং এন্টিএলার্জিক আর্দ্রতা রোধ করে এবং রোগজীবাণু বংশ বিস্তারেও বাধা দেয়।
৪। এটি দ্বারা নির্মাণের পর কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে।
৫। তাপমাত্রার পরিবর্তনসহ বিভিন্ন রাসায়নিক এবং জৈবিক এজেন্টের বিরুদ্ধে ভালো প্রতিবন্ধক।
৬। এটি বিভিন্ন রং-এ আকর্ষণীয় প্রিন্টের এবং মাগের হয়ে থাকে।
৭। টাইলস উত্তমরূপে গোড়ানো, ছিদ্র, কাটল এবং ছোট গর্ত যুক্ত একই রকম রং দেখে সংগ্রহ করতে হবে।
৮। বাড়ির ভিতরে বা বাহিরে, ফ্লোর, ওয়াল থেকে ছাদে এর ব্যাপক প্রয়োপের ক্ষেত্র রয়েছে।
সিরামিক ব্রিকস-এর ব্যবহার ক্ষেত্র:
১. লোড বিয়ারিং এবং ফেসিং ওয়ালে ব্যবহৃত হয় যেখানে পাল্টারিং রং করার প্রয়োজন পড়ে না।
২. উলম্ব এবং পার্থ ভার বহন ক্ষমতা বাড়ানোর জন্য স্টিলেয় রড ব্যবহার করে গাঁধুনি করতে।
৩. সৌন্দর্যের জন্য বাগান, দেয়াল এবং বারান্দা বা ঘরে ব্যবহার করা হয়।
৪. ফুটপাতে, পার্কে, ড্রাইভওয়ে তৈরিতে পেভমেন্টের কাজে ব্যবহৃত হয়।
৫. শব্দ ও তাপ প্রতিরোধক নন লোড বিয়ারিং দেয়াল নির্মাণ করা যায়।
৬. ইটের সাথে ফেনসি স্ক্রিন বারান্দা, ব্যালকনি, সিঁড়ি প্যারাফেন্ট ওয়াল, বাগান ক্ষারটিং-এ ব্যবহার করে অধিক বায়ু চলাচল আগুন লাগলে সুবিধা এবং সৌন্দর্য পেতে ব্যবহৃত হয়।
টাইলস-এর ব্যবহার ক্ষেত্র:
১। ঘরের ছাউনি বা ছাদ তৈরিতে।
২. কংক্রিটের চালু ছাদে সৌন্দর্য বৃদ্ধিতে এবং তাপ, ঠান্ডা ইত্যাদিতে ইনসুলেশন হিসেবে ব্যবহৃত হয়।
৩। নিষ্কাশন নালায় বা ড্রেনের টালি হিসেবে ব্যবহৃত হয়।
৪। টাইলসের মেঝে এবং কিচেন, ডাইনিং এবং বাথরুমের ওয়ালে ব্যবহৃত হয়।
৫। স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ পেতে মসজিদ, হাসপাতালে ব্যবহৃত হয়।
৬। প্লাস্টার ও রং এবং রক্ষণাবেক্ষণের ঝামেলা কমাতে বাড়ির বাইরের দেয়ালের টাইলস ব্যবহৃত হয়।
৭। হাসে সিলিং-এর সৌন্দর্য বৃদ্ধিতে সিলিং টাইলস ব্যবহার করা হয়।
৮। নামফলক, ওয়াল ম্যাট বা কোনো ছবি দেয়ালে রাখতে ডিজিটাল টাইল ব্যবহার করা হয়।
আরও দেখুনঃ