আজকে আমাদের আলোচনার বিষয় – সার্ভিস এন্ট্রান্স যা অধ্যায়-১৯ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত। শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
Table of Contents
সার্ভিস এন্ট্রান্স
সার্ভিস এন্ট্রান্স এর সংজ্ঞা
ডিস্ট্রিবিউশন লাইনের নিকটবর্তী বৈদ্যুতিক পোল হতে তার বা ক্যাবল, এরিয়াল ফিউজ, জিআই তার প্রভৃতি প্রয়োজনীয় দ্রব্যাদির সাহায্যে ব্যবহারকারীর মিটার বোর্ড পর্যন্ত বিদ্যুৎ নিয়ে আসার ব্যবস্থাকে সার্ভিস-এন্ট্রান্স বলে। ডিস্ট্রিবিউশন লাইন থেকে বাড়ি অথবা কল কারখানায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য ট্যাপিং করে যে লাইন নেয়া হয় তাকে সার্ভিস-এন্ট্রান্স বলে।

সার্ভিস এন্ট্রান্সের ক্যাবলের সাইজ
সার্ভিস-এন্ট্রান্সের ক্যাবল বাড়ি বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ লোড কারেন্টের উপর নির্ভর করে নির্বাচন করা হয়। সার্ভিস ওয়্যারের প্রকৃত সাইজ নিম্নের উদাহরণ অনুযায়ী হিসাব করা যেতে পারে। ধরা যাক, একটি বাড়ির মোট লোড ১০,০০০ ওয়াট, সরবরাহ ভোল্টেজ ২৩০ ভোল্ট।
তাহলে মোট কারেন্ট নিবে ১০০০০ ২৩০ =৪৩.৪৭ অ্যাম্পিয়ার। অতএব ওয়্যার পরবর্তী উচ্চ কারেন্ট ৬০ অ্যাম্পিয়ার কারেন্ট বহন ক্ষমতার কম নেয়া যাবে না। অর্থাৎ সর্বনিম্ন ৭/০.২৯ সাইজের তার ব্যবহার করতে হবে। ইদানিং সচরাচর সর্বনিম্ন ৭/০.০৩৬ সাইজের তার ব্যবহার করা হয় এবং আর্থের তারের জন্য ৪ এসডব্লিউজি গ্যালভানাইজ করা লোহার তার ব্যবহার করা হয়।

সিঙ্গেল ফেজ সরবরাহের জন্য তিনটি তার টানা হয়। এর একটি ফেজ কন্ডাক্টর, দ্বিতীয়টি নিউট্রাল ও তৃতীয়টি আর্থ কন্ডাক্টর। অনুরূপভাবে তিন ফেজ সরবরাহের জন্য পাঁচটি তার টানা হয়। প্রতিটি ফেজ কন্ডাক্টারের জন্য একটি করে ফিউজ বা কাট-আউট ব্যবহার করা হয় যা মিটারের কাছে একটি ধাতব বাক্সে আটকানো থাকে এবং পোলের কাছে প্রতি ফেজের জন্য একটি করে এরিয়াল ফিউজ ব্যবহার করা হয়। সার্ভিস কানেকশন ওভারহেড কিংবা মাটির নিচে ক্যাবল পুঁতে তার সাহায্যে করা যায়।
সার্ভিস এন্ট্রান্স-এর বিভিন্ন অংশ
সার্ভিস এন্ট্রান্স-এর মালামালের তালিকা নিচে দেয়া হলো:
১। সার্ভিস ব্রাকেট অথবা সার্ভিস পাইপ,
২। পোল,
৩। সেফটি ডিভাইস,
৪। ফেজ তার,
৫। আর্থ তার,
৬। নিউট্রাল তার,
৭। এরিয়াল ফিউল,
৮। ক্রেডল পার্ড,
৯। জিআইতার ও শ্যাকল ও ইনসুলেটর,
১০। টানা তার।

সার্ভিস এন্ট্রাল-এর প্রকারভেদ
ব্যবহৃত লোভের ভিত্তিতে সার্ভিন এন্ট্রান্স দুই প্রকার যথা:
১। সিঙ্গেল ফেজ সার্ভিস-এন্ট্রান্স
২। থ্রি-ফেজ সার্ভিস-এন্ট্রান্স
সার্ভিস এন্ট্রান্সের প্রয়োজনীয় শর্তসমূহ নিম্নরূপ
১। সার্ভিস লাইন ওভারহেড হলে ভূমি হতে লাইনের সর্বনিম্ন কন্ডাক্টরের মধ্যে এবং পাশের বিল্ডিং এর মধ্যে নিরাপদ ব্যবধান রাখতে হবে। সার্ভিস লাইন রাস্তার আড়াআড়ি হলে-
ক) নিম্ন ও মাঝারি ভোল্টেজ লাইনের কন্ডাক্টরের উচ্চতা ৫.৭৯৫ মিটার এবং
খ) উচ্চ ভোল্টেজ লাইনের উচ্চতা ৬.০১ মিটার রাখতে হবে।
সার্ভিস লাইন রাস্তার লম্বালম্বি হলে-
ক) নিম্ন ও মাঝারি ভোল্টেজ লাইনে কন্ডাক্টরের উচ্চতা ৫.৪৯০ মিটার এবং
খ) উচ্চ ভোল্টেজের জন্য ৫.৭৯৫ মিটার রাখতে হবে।
সার্ভিস লাইন রাস্তায় আড়াআড়ি বা লম্বালম্বি ব্যতীত অন্য কোনো স্থানে হলে-
ক) নিম্ন ও মাঝারি ভোল্টেজের লাইনের জন্য খোলা তারের উচ্চতা কমপক্ষে ৪.৫৭৫ মিটার এবং ইনসুলেটেড তারের উচ্চতা ৩.৯৬৫ মিটার নিতে হবে।
খ) সার্ভিস লাইন কোনো সমতল চাল বা ছাদ, খোলা বেলকুনি, বারান্দার অথবা প্রবেশদ্বারের উপর দিয়ে গেলে সর্বোচ্চ পয়েন্ট হতে লম্বভাবে ২.৪৪ মিটার ব্যবধানে রাখতে হবে। পাশ দিয়ে গেলে নিকটতম পয়েন্ট থেকে ১.২ মিটার ব্যবধানে রাখতে হবে।
২। সার্ভিস-এন্ট্রান্সের কানেকশন পোল থেকে নিতে হবে। কখনো অন্য জায়গা থেকে নেয়া উচিত নয়।
৩। পোল হতে গ্রাহকের বাড়ি পর্যন্ত ৩৫ মিটারের বেশি দূরত্বে নেয়া উচিত নয়।
৪। সার্ভিস লাইনে কোনো জোড়া দেয়া যাবে না।
৫। উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা থাকতে হবে।

অনুশীলনী – ১৯
অতি সংক্ষিপ্ত:
১। সার্ভিস এন্ট্রান্স কী?
২। সিঙ্গেল ফেজ সরবরাহের জন্য কয়টি তার টানা হয়?
৩। তিন ফেজ সরবরাহের জন্য কয়টি তার টানা হয়?
সংক্ষিপ্ত:
১। সার্ভিস এন্ট্রান্স কাকে বলা হয় ব্যক্ত কর।
২। মোট লোড ১০,০০০ ওয়াট, সরবরাহ ভোল্টেজ ২৩০ ভোল্ট হলে মোট কত কারেন্ট নিবে?
৩। সার্ভিস-ন্ট্রান্সের ক্যাবলের সাইজ নির্বাচন কর।
৪। সার্ভিস-এন্ট্রান্স এর প্রকারভেদ লেখ।
৫। সার্ভিস-এন্ট্রান্স ইনস্টলেশনে সতর্কতাগুলো লেখ।
৬। সার্ভিস-এন্ট্রান্স এর বিভিন্ন অংশ চিহ্নিত কর?
৭। ব্যবহৃত লোডের ভিত্তিতে সার্ভিস এন্ট্রান্স-এর প্রকারভেদ লেখ।
৮। সার্ভিস-এন্ট্রান্স এর মালামালের নাম লেখ।
রচনামূলক:
১। সার্ভিস-এন্ট্রান্সের প্রয়োজনীয় শর্তসমূহ বর্ণনা কর।
আরও দেখুন :