ইমারতের বুনিয়াদ নির্মাণ কৌশল I ব্যবহারিক I সিভিল কন্সট্রাকশন-১

আমাদের আজকের আলোচনার বিষয় ইমারতের বুনিয়াদ নির্মাণ কৌশল । শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

ইমারতের বুনিয়াদ নির্মাণ কৌশল

পরীক্ষার নাম: ইমারতের বুনিয়াদ নির্মাণ কৌশল

উদ্দেশ্য: ইমারতের বুনিয়াদ নির্মাণ কৌশল আয়ত্ত করা।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল:

যন্ত্রপাতি                                   মালামাল

১. বাসুলি                                           ১. ইট

২. কর্নি                                             ২. বালি

৩. ওলন                                           ৩. সিমেন্ট

৪. মাটাম                                          ৪. পানি

৫. স্পিরিট লেডেল                          ৫. ফর্ম ওয়ার্ক তৈরির প্রয়োজনীয় কাঠ

৬. কড়াই                                         ৬. জি. আই. শিট

৭. বালতি                                         ৭. এম. এস. রড

৮. মল                                              ৮. ইট বা পাথরের খোয়া।

৯. বালি চালনি

১০. হ্যামার

১১. পেরেক।

১২. রড কাটার, ছেনি (কোল্ড চিজেল বা হ্যাক স’), রড বাঁকা করার জি আই পাইপ বা হ্যান্ডেল, রড সোজা করার হ্যান্ডেল।

 

ইমারতের বুনিয়াদ নির্মাণ কৌশল I ব্যবহারিক I সিভিল কন্সট্রাকশন-১

কাজের ধারাবাহিক ধাপসমূহ

১। ওয়ার্কিং ড্রইং ভালো করে পর্যবেক্ষণ করে ড্রইং-এর মাপ অনুযায়ী ভিত্তির পরিখা খনন করতে হবে। (দৈর্ঘ্য, গ্রন্থ, গভীরতা)

২। ভিত্তিতল দুরমুজ যারা শক্ত ও দৃঢ় করতে হবে।

৩। ভিভিতলে ব্রিক সলিং বিছাতে হবে।

৪। (ক) ব্রিক ফুটিং-এর জন্য: গুণগত মানসম্পন্ন মালামাল ব্যবহার করে ১: ২: ৪ অনুপাতে কংক্রিট তৈরি করতে হবে এবং মাপ অনুযায়ী ঢালাই করতে হবে।

  • ইংলিশ বন্ডে ১ম ধাপ ইট গাঁথতে হবে। (দু-ইট উচ্চতা)
  • ইংলিশ বন্ডে ২য় ধাপ ইট গাঁথতে হবে। (দু-ইট উচ্চতা)
  • প্রন্থে ইংলিশ বন্ডে ইট গাঁথতে হবে।
  • ইট গাঁথা শেষে দুই পাশ মাটি দ্বারা ভরাট কর। (এক্ষেত্রে মাটি ও বালি একত্রে ভরাট করে পানি দিলে নিচেই কিছুটা বসে যাবে)।

 

ইমারতের বুনিয়াদ নির্মাণ কৌশল I ব্যবহারিক I সিভিল কন্সট্রাকশন-১

 

(খ) কংক্রিট ফুটিং-এর ক্ষেত্রে: ড্রইং-এর ধাপ অনুযায়ী মাপমতো রড কাটতে হবে। নিচের জালিতে উভয় দিকে এবং মধ্যখানে (চিত্র দেখে) প্রয়োজন রড উলম্বভাবে স্থাপন করতে হবে। নিচের জালিতে উভয় দিকে হুড়ানো রড তার দিয়ে বাঁধা। খাড়া রডের চারদিকে ১৫ সে. মি. পরপর বা নির্দিষ্ট দূরত্বে রিং (স্টিরাপ) হারা আটকাতে হবে। তক্তা দিয়ে ফর্ম ওয়ার্ক তৈরি করতে হবে। গুণগত মানসম্পন্ন মালামাল ব্যবহার করে ১: ২: ৪ অনুপাতে বা ড্রইং-এ নির্দেশ মোতাবেক নিদিষ্ট অনুপাতে কংক্রিট তৈরি করতে হবে এবং মাপ অনুযায়ী কর্ম ওয়ার্কে কংক্রিট ঢালাই করতে হবে। ঢালাইয়ের পর কিউরিং করতে হবে।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সতর্কতা:

১। প্রত্যেকটি মাপ সঠিকভাবে নিতে হবে।

২। ড্রইং-এর নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।

৩। কাজ শেষে যন্ত্রপাতি পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে।

আরও দেখুনঃ

Leave a Comment